আশা করি এটা দেখার পর আপনার খারাপ লাগবে না। তো চট জলদি এড করে ফেলুন গ্যাজেটটি। অভিজ্ঞরা হয়তো কোড পেলেই এড করে ফেলতে পারবেন। কিন্তু আমি নতুন দের জন্য পুরো পদ্ধতি খুলে বলছি।
আপনার ব্লগস্পটের ড্যাসবোর্ডে যান। বামপাশে দেখুন
লেআউট অপশন বাছাই করুন।
তারপর যে লিস্ট আসবে তা হতে html/java বাছাই করুন।
এবার তো নিচের মত একটি ঘর অবশ্যই পাবেন।
যে ঘরটি পেলেন, সেখানে নিচের কোডটুকু কপি করে বসিয়ে দিন।
<০" src="http://www.vaincode.com/widget/history.js" type="text/javascript">
এবার কোড হতে ০ লিখাগুলো রিমুভ করে এটা script language="javascript যোগ দিন।ব্যাস। এবার সেভ দিন। আর দেখুন কাজ হয়ে গেছে। তারপর আপনার ব্লগে উপোভোগ করুন হীস্টোরিক্যাল গ্যাজেট। পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে।
খুব শিগ্রই কিছু দরকারি সফটয়্যারের পোষ্ট নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। দোয়া করবেন।
আমি স্বল্পমূল্যে অ্যাডসেন্স বিক্রেতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নতুন পোস্ট পেতে ভিসিট করুনঃ http://tech71blog.blogspot.com/ কম মুল্লে non-hosted অ্যাডসেন্স কিনতে যোগাযোগ করুন - https://www.facebook.com/The-Adsense-point-908104575949150/
ধন্যবাদ ভাই শেয়ার করবার জন্য ।