আপনার ব্লগস্পট সাইটে যুক্ত করুন দরকারি হিস্টোরিক্যল গ্যজেট।

আশা করি ভালো আছেন।লেখা শুরু করার আগে আমি এই গ্যাজেটের ব্যপারে কিছু বলতে চাই।
এটি মুলতো একটি বাংলা গ্যজেট, যা আপনার ব্লগে প্রতিদিন আপডেট প্রদর্শন করবে "ইতিহাসে এই দিন কি কি ঘটেছিলো"। অনেকে মনে করেন এটি খুব একটা দরকারি কিছু না। কিন্তু মিয়া ভাই, আমি বলতেছি এটি সত্যিই খুব দরকারি একটি গ্যাজেট। কারন ভাবুন আপনি হয়তো প্রতিদিন ব্লগের জন্য পোষ্ট লিখতে পারবেন না। কিন্তু এই গ্যাজেট আপনার ব্লগে প্রতিদিন হিস্টোরিক্যাল নতুন আপডেট রাখবে, যাতে পাঠক আপনার ব্লগবিমুখী না হয়। তাছাড়া এটি বেশ সুন্দর দেখতে, যা অবশ্যই আপনার শখের সাইটের সৌন্দর্য বৃদ্ধি করবে। মিথ্যা বলছিনা। না হয় নিজে এখানে গিয়ে দেখে নিন গাজেটটি দেখতে কেমন।

আশা করি এটা দেখার পর আপনার খারাপ লাগবে না। তো চট জলদি এড করে ফেলুন গ্যাজেটটি। অভিজ্ঞরা হয়তো কোড পেলেই এড করে ফেলতে পারবেন। কিন্তু আমি নতুন দের জন্য পুরো পদ্ধতি খুলে বলছি।
আপনার ব্লগস্পটের ড্যাসবোর্ডে যান। বামপাশে দেখুন
লেআউট অপশন বাছাই করুন।

তারপর "একটি গ্যাজেট যুক্ত করুন" এ ক্লিক করুন।

তারপর যে লিস্ট আসবে তা হতে html/java বাছাই করুন।

এবার তো নিচের মত একটি ঘর অবশ্যই পাবেন।

যে ঘরটি পেলেন, সেখানে নিচের কোডটুকু কপি করে বসিয়ে দিন।

<" src="http://www.vaincode.com/widget/history.js" type="text/javascript">

এবার কোড হতে   লিখাগুলো রিমুভ করে এটা  script language="javascript   যোগ দিন।ব্যাস। এবার সেভ দিন। আর দেখুন কাজ হয়ে গেছে। তারপর আপনার ব্লগে উপোভোগ করুন হীস্টোরিক্যাল গ্যাজেট। পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে
খুব শিগ্রই কিছু দরকারি সফটয়্যারের পোষ্ট নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। দোয়া করবেন।

Level 0

আমি স্বল্পমূল্যে অ্যাডসেন্স বিক্রেতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নতুন পোস্ট পেতে ভিসিট করুনঃ http://tech71blog.blogspot.com/ কম মুল্লে non-hosted অ্যাডসেন্স কিনতে যোগাযোগ করুন - https://www.facebook.com/The-Adsense-point-908104575949150/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই শেয়ার করবার জন্য ।