আমরা যারা ওয়েব ডিজাইনের সাথে জড়িত তারা ভাল করেই জানি আসলে এইচটিএমএল (HTML) কি এবং কেন এটি প্রয়োজন। যারা ওয়েবপেজ ডিজাইন শিখতে চান তাদের সর্ব প্রথম এইচটিএমএল সম্পর্কে জানতে হয়। এইচটিএমএল ( Hyper Text Markup Language ) একটি মার্কআপ ল্যাংগুয়েজ যার দ্বারা ওয়েব পেজ তৈরি করা যায়। আপনি যদি এখন কীবোর্ডে Ctrl+U প্রেস করেন তাহলে এই পেজটি যেই এইচটিএমএল কোড গুলো দ্বারা তৈরি করা হয়েছে তা দেখতে পাবেন।
বাংলায় এইচটিএমএল শেখার জন্য অনেক টিউটোরিয়াল পাওয়া গেলেও ভালো মানের তেমন কোন কোর্স আমার চোখে পড়েনি, তাই নিজেই তৈরি করলাম এই কোর্স "বাংলা এইচটিএমএল ভিডিও টিউটোরিয়াল" আশাকরি এই টিউটোরিয়াল সিরিজটি দ্বারা আপনারা যারা নতুন করে ওয়েব ডিজাইন জগৎে পা রাখতে চান তাদের কাজে আসবে। তবে মনে রাখবেন এইচটিএমএল হচ্ছে ওয়েব ডিজাইনের শুরু, এইচটিএমএল শেখার পর আপনাকে সিএসএস শিখতে হবে। কেননা এইচটিএমএল দিয়ে আপনি ওয়েব সাইটের মার্কআপ তৈরি করবেন কিন্তু ওয়েব সাইটকে স্টাইলাইজ করতে হলে আপনাকে সিএসএস জানতে হবে। তাই প্রথমে এইচটিএমএল শিখবেন তারপর সিএসএস। তারপর পারলে কিছু পিএসডি ২ এইচটিএমএল কোর্স দেখতে পারেন।
ভিডিও টিউটোরিয়াল গুলো দেখতে নিচের প্লেলিস্টের সাহায্য নিতে পারেন। কোন কারণে প্লেলিস্ট কাজ না করলে সরাসরি ইউটিউব থেকেও ভিডিও গুলো দেখে নিতে পারেন।
বাংলা এইচটিএমএল ভিডিও টিউটোরিয়াল সিরিজ
আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi
ধন্যবাদ শেয়ার করার জন্য। যদিও আমি একজন ওয়েব ডিজাইনার তবু আপনার এই উদ্যোগ নতুনের অনেক সহায়তা করবে। 🙂