আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল ! আমিও মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । আজ আমি এইচটিএমএল এলিমেন্ট নিয়ে আলোচনা করব । ইলিমেন্ট অর্থ হল উপাদান বা উপকরণ অর্থাৎ ইলিমেন্ট হল এইচটিএমএল এর মূল উপাদান আর এইচটিএমএল ইলিমেন্ট গুলোকেই প্রদর্শন করে থাকে ।
আমরা পূর্বে জেনেছি এইচটিএমএল এর শুরুর ট্যাগ হল < > আর শেষ ট্যাগ হল < /> এবং এ দুটির মাঝে যা থেকে তাই হল ইলিমেন্ট, যেমনঃ আমরা যদি টেক্সট এডিটর এ লিখি
<html>
<head>
<title> This my first web page <title/>
<head/>
<body>
This is my first web body
<body/>
<html/>
এবং পূর্বের নিয়মে সেভ করলে দেখা যাবে ব্রাউজারে This is my first web body নামক লিখাটি প্রদর্শিত হচ্ছে, আর এটিই এইচটিএমএল ইলিমেন্ট ।
চিত্রঃ
ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট সম্পর্কিত যেকোন আলোচনা করতে ময়মনসিংহসোর্স(অফিসিয়াল গ্রুপ) এ জয়েন করতে পারেন ।
সময় পেলে আমার ইসলামিক ব্লগ সাইট "আমাদেরব্লগ.নেট" ভিজিট করার আমন্ত্রণ রইল ।
টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আগামী পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে এখানেই শেষ করছি । - আল্লাহ্ হাফেজ
আমি মোঃ আরাফাত রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আজকের পর্বের জন্য।