আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল! আমিও মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । গত পর্বে আলোচনা করেছিলাম এইচটিএমএল এর পূর্ব প্রস্তুতি ও গঠন নিয়ে আর আজ আলোচনা করব এইচটিএমএল ট্যাগ নিয়ে ।
ট্যাগ হল এইচটিএমএল এর প্রাণ অর্থাৎ ট্যাগই হল এইচটিএমএল এর সবকিছু । আর এইচটিএমএল শেখার উদ্দেশ্য হল ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানা, তাই এইচটিএমএল এ ট্যাগ এর গুরুত্ব অপরিসীম । এইচটিএমএল ট্যাগ গুলো (<) দিয়ে শুরু হয় এবং (>) দিয়ে শেষ হয় এটি হল একটি ট্যাগ তবে এই সম্পূর্ণ ট্যাগটি শেষ করতে শুরু (<>) এবং </> দিয়ে শেষ করতে হবে । শুরু আর শেষ ট্যাগ ছাড়াও রয়েছে ধারণকৃত ট্যাগ যেমনঃ <html> এখানে html হল ধারণকৃত ট্যাগ । তবে ট্যাগগুলো ব্রাউজারে প্রদর্শিত হবে না । যেমনঃ নিচের কোড টুকু পরীক্ষা করা যাক
<html>
<head>
<title> This is my first web title </title>
</head>
<body>
This is my first web page. And 2nd HTML class.
</body>
</html>
সতর্কীকরণঃ ট্যাগগুলো সবসময় ছোট হাতের বর্ণে লিখবেন ।
এইচটিএমএল ট্যাগ এর তালিকাঃ
<html> </html> | এইচটিএমএল ডকুমেন্ট নির্দেশ করে । |
<head> </head> | এইচটিএমএল হেড অংশ নির্দেশ করে । |
<title> </title> | এইচটিএমএল |
<body></body> | ডকুমেন্টের শিরোনাম তথা টাইটেল নির্দেশ করে । |
<h></h> | হেডার অংশ নির্দেশ করে । |
<p> </p> | টেক্সট এর প্যারাগ্রাফ নির্দেশ করে । |
<b></b> | বোল্ড টেক্সট নির্দেশ করে । |
<i> </i> | ইতালিক টেক্সট নির্দেশ করে । |
<u> </u> | আন্ডারলাইন টেক্সট নির্দেশ করে । |
<a> </a> | লিংক টেক্সট নির্দেশ করে । |
<font></font> | ফন্ট এর প্যারামিটার নির্দেশ করে । |
<img/> | ইমেজ ট্যাগ নির্দেশ করে । |
<br/> | লাইন ব্রেক নির্দেশ করে । |
উপরে কিছু ট্যাগ আছে যেগুলো শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই । যেমনঃ <img/> এগুলো কোন ইলিমেন্ট ধারণ করে না ।
ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট সম্পর্কিত যেকোন আলোচনা করতে ময়মনসিংহসোর্স(অফিসিয়াল গ্রুপ) এ জয়েন করতে পারেন ।
সময় পেলে আমার ইসলামিক ব্লগ সাইট “আমাদেরব্লগ.নেট” থেকে ঘুরে আসতে পারেন ।
টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আগামী পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে এখানেই শেষ করছি ।
আমি মোঃ আরাফাত রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks Bro