প্রকাশিত হল ‘বেসিক এইচটিএমএল’ বাংলা ই-বুক

HTML (এইচটিএমএল) এর পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language (হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ). এটা একটি মার্ক-আপ ল্যাংগুয়েজ । টিম বানারস লী ১৯৯০ সালে সর্বপ্রথম এই মার্কআপ ল্যাংগুয়েজ তৈরি করুন । ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে এইচটিএমএল প্রয়োজন হয় । মূলত, এইচটিএমএল হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার প্রথম ধাপ । তাই, ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপের পক্ষ থেকে লেখা হয়েছে বেসিক এইচটিএমএল ই-বুক ।

সূচিপত্র

  1. এইচটিএমএল কি?
  2. এইচটিএমএল শেখার পূর্বপ্রস্ততি
  3. এইচটিএমএল এর গঠন
  4. এইচটিএমএল ট্যাগ, এট্রিবিউটস & ইলিমেন্ট
  5. এইচটিএমএল লাইনব্রেক-আপ & প্যারাগ্রাফ
  6. এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং
  7. এইচটিএমএল এনটাইটি & হেডিং
  8. এইচটিএমএল কালার
  9. এইচটিএমএল লিস্ট
  10. এইচটিএমএল লিঙ্ক & ই-মেইল
  11. এইচটিএমএল ইমেজ, অডিও & ভিডিও
  12. এইচটিএমএল টেবিল
  13. এইচটিএমএল ফর্ম
  14. এইচটিএমএল মেটা ট্যাগ
  15. এইচটিএমএল ডিভ
  16. এইচটিএমএল ফ্রেম

HTML E-book Cover

লেখকঃ মোঃ জিহাদুর রহমান নয়ন

প্রকাশকঃ ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপ

সাইজঃ ৫৫৫ কিলোবাইট

ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন ।

আমাদের ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপ এ যোগ দিতে এখানে ক্লিক করুন । ধন্যবাদ সবাইকে । ভাল থাকবেন সবাই ।

[বিঃদ্রঃ বইটি মিডিয়াফায়ারে আপলোড করা আছে। অনুগ্রহপূর্বক কেউ অন্য কোথাও বইটি আপলোড করে শেয়ার করবেন না। কারন এতে বইটি সঠিক ডাউনলোড এর সংখ্যা আমরা বুঝতে পারব না]

Level 0

আমি জিহান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঈদ মোবারক! আল্ হামদুলিল্লাহ! সংগ্রহে রাখলাম। কাজে আসবে। আশা করি আরও এরকম শিক্ষামূলক পোস্ট আমাদের উপহার দিবেন।

যে দেশের সবকার যত ভাল সেই দেশের ইন্টারনেট তত ভাল ।

ইন্টারনেট ফাইল ডানলোড করতে গিয়ে ঘুম থেকে মাঝে মাঝে উঠে চেক করতে হয়। ফাইল কি ডানলোড হচ্ছে নাকি লাইন কেটে গেল।

ইন্টারনেট ফাইল ডানলোড করতে গিয়ে ঘুম থেকে মাঝে মাঝে উঠে চেক করতে হয়। ফাইল কি ডানলোড হচ্ছে নাকি লাইন কেটে গেল। http://www.tareqbai.tk

Level 0

আসলেই খুব ভালো হয়েছে।

@শ্যামল কুমার (জয়): হ্যাঁ আমি আপনার সাথে একমত ফারুক ভাই এর লেখা এইচটিএমএল ই-বুক জিহাদুর রহমান এর লেখা এইচটিএমএল ই-বুক অপেক্ষা অনেক ভাল । মূলত, আমার শেয়ার করা বইটি এইচটিএমএল এর উপর একটি বেসিক ই-বুক । যেটা মাত্র ৩৮ পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে যেখানে ফারুক ভাই এর লেখা এইচটিএমএল ই-বুক ৮৩ পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে ।

ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য ।

আর আপনি বললেন আমি এবং জিহাদুর রহমান এক!
শুনে ভাল লাগলো । আপনি দেখছি সব কিছু বলতে পারেন । এক কাজ করেন, পড়ালেখা বাদ দিয়ে সন্ন্যাসী হয়ে যান । কাজে লাগবে ।
আমার ফেইসবুক আইডিঃ http://www.fb.me/itpressbd
জিহাদুর রহমানের ফেইসবুক আইডিঃ http://www.fb.me/cybershot.info
উপরে দুইজনের ফেইসবুক আইডি দিয়ে দিলাম নিয়ে এগুলো নিয়ে গবেষণা শুরু করে দিন । আর প্রমান করে দেখিয়ে দিন আপনি-ই বস!!!
আপনি সবকিছু জানেন । কিছু মনে করবেন না ।

আবার আপনাকে ধন্যবাদ ।

    @জিহান হাসান: ধন্যবাদ………

    1. এমন অনেকেই আছেন যাদের একাধিক ফেসবুক আইডি আছে।তাহলে আপনি নিশ্চয় বলবেন ঐ আইডি গুলো অমুকের।অর্থাত্‍ আইডি একধিক হলেও মালিক একজন নির্দিষ্ঠমানুষ।
    টেকটিউনসেও অনেকের একাধিক আইডি আছে।আমি মূলত আইডির দিক থেকেই বলেছিলাম হতে পারে দুইটা আইডি একজনের।যেখানে ভূল হবার সম্ভাবনাই বেশী ছিল।আমি আপনাকে গ্যারান্টি দিইনি এবং আপনার সাথে বাজিও ধরিনি!

    2. আমি কোন সন্যাসী নই!জানি নামটা জেনে এবং আমি হিন্দু জেনে এই অপমানটা করলেন।

    3.নিজের ঢোল বাজানোর অভ্যাস আমার নেই।তাই নিজের সম্পর্কে কিছু বললাম না,তবে এতটুকু জেনে রাখুন আমি খুব সারাধণ একজন।

    4. মুখ আছে বলেই যাকে তাকে যা খুশি বলবেন এটা ঠিক না।

    5. কাউকে খুব ভাল ভাবে অপমান করলাম।এরপর শেষে বললাম কিছু মনে করবেন না।তাহলে কি তিনি সত্যিই কিছু মনে করবেন না?নাকি কষ্ট পাবেন না!ভেবে দেখবেন।

    6. আমি অন্ধ নই,তাই কোন বিষয় না জেনে কাউকে উত্‍সাহ/হতাশা কোনটাই দিইনা।

    7. গ্রামে বড় হলেও কাউকে গালি দেবার অভ্যাস নেই,তাই আপনাকে কিছু বললাম না।

    ভাল থাকবেন।শুভ কামনা রইল।