HTML5 দিয়ে বানানো অনলাইন গেম । কোন রকম প্লাগিন বা কোন সফটওয়্যার ছারাই চলে । নতুন প্রযুক্তির অসাধারণ উপহার । খেলে দেখুন ভালো লাগবেই!

এইচটিএমএল ৫ এখন এমন সকল জায়গায় ব্যবহৃত হয় যেখানে আগে ফ্ল্যাশ ব্যবহার করা হত । কোন এপ, ভিডিও বা গেম সকল ক্ষেত্রেই এখন ফ্ল্যাশ এর বদলে এইচটিএমএল ৫ ব্যবহার করা হয় । এতে আলাদা কোন সফটওয়্যার এর প্রয়োজন পরে না । এটি নিজেই শক্তিশালি ভিডিও বা গেম পরিচালনা করতে সক্ষম ।

কিছু বছর আগের কথা মনে আছে? Angry Birds এর মত শক্তিশালি গেম গুলো ফ্ল্যাশ দিয়ে বানানো হত? কিন্তু এখন সেরা অনলাইন গেম গুলো কোন সফটওয়্যার বা প্লাগিন নির্ভর নয় । এগুলো এইচটিএমএল ৫ দিয়ে বানানো হয় যা খুব সহজে চালনা করা যায় । আজ এমন কয়েকটি এইচটিএমএল ৫ গেম নিয়ে এলাম । এগুলো খেলে দেখুন, খারাপ লাগবে না বলে দিচ্ছি । বিনোদন ও হবে এবং কিছু শিখতে ও পারবেন ।

বিঃদ্রঃ এগুলো অনলাইন গেম । কোন ইন্সটল বা কিছুর ঝামেলা নেই । শুধু গেম এর নাম এর উপর ক্লিক করে গেম খেলতে থাকুন ।

Sinuous

এটি কিছুটা সাপ খেলার মত । মাঝখানে যে সাদা লম্বা দাগ দেখতে পাচ্ছেন সেটি আপনি এবং লাল ফোটা গুলো দুশমন । আপনাকে মাউস নারিয়ে লম্বা দাগটিকে লাল ফুটা গুলো থেকে দূরে রাখতে হবে । আমার গেম টি খেলে ভালো লেগেছে । আপনি একবার চেস্টা করে দেখুন, আশা করি ভালো লাগবে । গেম টি  Hakim El Hattab নামক ওয়েব ডিজাইনার তৈরি করেছেন । তিনি এটি ছারাও আরো সুন্দর সুন্দর কাজ করেছেন । তার কাজ গুলো দেখতে পারেন এখান থেকে

Coil

এখানে মাউস নারিয়ে নীল ফোটা গুলোর চারপাশে বৃত্ত করতে হবে । যেমনটি ছবি তে আছে । লালা ফোটা গুলো ছেরে দিতে হবে । এই গেম টিও বেশ মজার । এটিও Hakim El Hattab তৈরি করেছেন ।

Z-Type

এই গেম টিও বেশ মজার । এখানে উপর থেকে কিছু ইংরেজি শব্দ আশে এবং কিবোর্ড এ সেগুলো টাইপ করতে হয় । গেম টি খেলে দেখুন । খুবি মজার । এছারা গেম টি খেলে আপনার টাইপিং স্পীড বৃদ্ধি পাবে ।

Canvas Defence


এখানে বাম পাশের দেয়াল টিকে ডান পাশের লাল তেরে আশা বৃত্ত গুলো থেকে রক্ষা করতে হবে । মাউস দিয়ে ক্লিক করে বাধা সৃষ্টি করতে হবে ।

Sand Trap

আরেকটি মজার গেম 😀 ছবি দেখেই হয়ত বুঝে গেছেন! কিবোর্ড দিয়ে চতুর্ভুজ টিকে ঘুড়িয়ে বালু গুলো বালতিতে ফেলতে হবে ।

Canvas Rider


আমার খেলা সবচেয়ে মজার গেম!!! সত্যি খুবই মজার । এটি যদি না খেলেন তবে চরম মিস করবেন । আশা করি গেম টি বুকমার্ক করে রাখবেন । আমি করে রেখেছি 😀 এখানে কিবোর্ড দিয়ে সাইকেল চালাতে হয় । বিভিন্ন উচু নিচু রাস্তা দিয়ে সাইকেল চালাতে হয় । কিবোর্ড এর এরো কি গুলো দিয়ে খেলতে হয় । একবার খেলে দেখুন । মজা পাবেন গ্যারান্টি!! :mrgreen:

Arena5

 

শুটিং টাইপ এর গেম । আমি তেমন মজা পাই নি 🙁 খেলে দেখতে পারেন । ভালো লাগতেও পারে 🙂

Galactic Inbox


জিমেইল নিয়ে বানানো মজার একটি গেম 😀 পাথর গুলো থেকে বাচতে হবে । Space চেপে গুলি ও করতে পারবেন ।

Fight or Flight

ভিন্য রকম একটি গেম । লাল ফোটা গুলো থেকে বাচতে হবে । ছোট ফোটা গুলো খেয়ে ফেলতে হবে । তবে সাবধানে, যেন গায়ে না লাগে । সরাসরি মুখে নিতে হবে 😉

Asteroids [reloaded]

প্লেন এর গেম । উপগ্রহ গুলো থেকে বাচতে হয় ।

Lolwut

বাচ্চারা এটি খেলে বেশি মজা পাবে । গ্রাফিক্স টা বাচ্চাদের জন্য মানানসই । তবে বড়রা ও খেলতে পারবে । আকাশ থেকে মান্সটার পরবে অগুলো মাটিতে পরার আগে ওগুলোর উপর ক্লিক করে মেরে ফেলতে হবে । একবার খেলে দেখুন । ভালো লাগবে ।

Convergence

এই গেম টি ও বেশ মজার 😀 এখানে আপনাকে একা দুইজন মানুষকে কন্ট্রোল করতে হবে । একটা আপনি নিজে আরেকটা আপনার গার্লফ্রেন্ড 😛 ঝামেলা আছে! আপনি যে রাস্তায় হাটবেন আপনার প্রিয়জন ঠিক উলটা পাশে এবং উলটা রাস্তায় হাটবে ঃ@ যেমনটা রিয়েল লাইফ এ হয় 😛 কোন রকম দুজন কে একটি বাটনের উপর নিতে হবে । ছবি তে দেখা যাচ্ছে মেল এবং ফিমেল বাটন ওখানে দুজনকে একসাথে দাড়াতে হবে । গেম টা বেশ মজার 😀

আজ এ কয়টাই । সামনে কিছু এইচটিএমএল ৫ এর এপ শেয়ার করবো । দোয়া করবেন । গেম গুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন । 🙂

বেশ অলস হয়ে গেছি । টিউন লিখতে বসে একটু লিখেই হাপিয়ে যাই 🙁 নয়তো ফেসবুক বা অন্য কোথাও চলে যাই । এই পিচ্চি টিউন টা ৩ দিন ধরে লিখতেছি 😛 দোয়া করবেন যেন ধৈর্য আনতে পারি আর বেশি বেশি টিউন করতে পারি ।

আমি ফেসবুক এ - Rakibul Hasan - কেও ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন না প্লিজ, প্রয়োজন হলে ফলো করুন এবং কোন কথা থাকলে মেসেজ করুন । খুব জরুরী হলে মেসেজ দিন, প্রয়োজনে আমি এড করবো ।

আমার ব্লগ - কম্পিউটার লাভার - অবশই ভিসিট করবেন । না করলে জরিমানা আছে 😛

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কীভাবে কাজ করব তা তো বললেন না…………..?

    @Shohag: এখানে কোন কাজ করা লাগবে না । শুধু গেম এর নাম এর উপর ক্লিক করে খেলুন । এগুলো অনলাইন গেম । ধন্যবাদ ।

Level 0

canvas defence aro jotil game

Level 0

Excillent but need information……………Thanks

http://www.scienceeducationblog.com/

Level 0

awasome

Game gulo download korbo kivabe………….na ki korte hobe………

ha parci download kora lage na jotill……….

আমি HTML5 দিয়ে গেম বানাতে চাই 🙁
তবে আগে গেমগুলো খেলে আসি 😛

Level 0

আস্থির গেইমস 😀