সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় আবার ও আসলাম HTML নিয়ে। এর আগের পর্বটি দেখে আসতে পারেন নিচের লিঙ্কে ক্লিক করে।
আজকে যে সব বিষয় নিয়ে আলোচনা করব।
তাহলে শুরু করা যাকঃ
HTML Frames:-
Frame তৈরির মাধ্যমে একই ওয়েব পেইজে মধ্যে অনেক গুলো সাইট কে দেখাতে পারবেন। প্রথমে <frameset> ট্যাগ দিয়ে কয়টি ফ্রেম বসাবেন ও কোন ফ্রেমটিকে কতটুকু জায়গা ব্যবহার করতে দিবেন তা সিলেক্ট করতে হয়। <frame> ট্যাগের মধ্যে ফ্রেমের মাধ্যে যে পেইজ লোড হবে তার উৎস দিতে হয়। দুই ভাবে Frame লোড করা যায় একটা হচ্ছে vertical ভাবে। আরেকটি হচ্ছে horizontal ভাবে। প্রথমে দেখি vertical frameset কিভাবে দেওয়া যায়, তার জন্য নিচের উদাহরন টি দেখুন। কোড ও ফলাফল এক সাথে দেওয়া আছে। আপনারা ও ট্রাই করুন।
horizontal frameset কিভাবে দেওয়া যায় তা দেখুনঃ
উপরের উদাহরন দুটি আপনারা নিজে নিজে করলেই বুঝতে পারবেন কিভাবে vertical ও horizontal ফ্রেম দিতে হয়।
HTML frames এর মত কোন সাইটকে বা কোন ওয়েব পেজকে আরেকটি ওয়েব পেজের মধ্যে দেখানোর জন্য HTML Iframes ব্যবহৃত হয়।
উপরের উদাহরনটি ভালো ভাবে লক্ষ্য করুন। তারপর নিজে নিজে চেষ্টা করুন।
একটি সাইটের জন্য রঙ অনেক গুরুত্ত্ব পূর্ন। আপনি কটকটে লাল ব্যবহার করে সাইটকে রঙ্গিন করলে যেমন হবে না আবার কালো রংদিয়ে কালো করলে ও হবে না। যদি ও আমাদের টেকটুইটসের অবসস্থা বেশি ভালো না রঙের ক্ষেত্রে। তবুও রঙ নির্বাচনে সতর্কতা অবলম্ভবন করা উচিত। লাল, নীল ও সবুজ এ তিন প্রকারের রঙ নিয়ে তৈরি হয়েছে ষোলকোটি রঙ। HTML এ সব রঙের Hexadesimel কোড ব্যবহার করা হয়। প্রত্যেকটা রঙ্গের কোড # দিয়ে শুরু হয়।
এত রঙ ও রঙের নাম দেখে ভয় পাবেন না। আপনার কোন রঙ্গের নাম মনে রাখতে হবে না। খুব সহজে HTML Color Code খুঁজে বের করার পদ্ধতি নামক টুইটটি আগে পড়ুন আগে, তার পর চিন্তা করবেন।
কেমন হয়েছে বা কোন সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। কোথায় ও কোন অসঙ্গতি চোখে পড়লে ও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।
পরের পর্বঃ
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!