আজ যখন আমার পিসি পরিষ্কার করতে বসলাম দেখলাম এক এক জায়গায় বালির পাহাড় জমেছে।যা হোক তারপর আমার পিসি পরিষ্কার করতে করতে আমার মনে হলো আপনাদের কথা যে আপনাদের পিসিরও মনে হয় আমার পিসির মত একই অবস্থা।যদি তাই হয় তবে তো আপনাকে আপনার পিসি পরিষ্কার করতে হবে কিন্তু কি ভাবে পরিষ্কার করেবন? যে ভাবে আপানার ইচ্ছা ...
না ভাল ভাবে পিসি পরিষ্কার করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে করতে হবে আর কি সেই নিয়ম তাই জানতে আপনাকে এই টিউনটি পড়তে হবে।চলুন তাহলে দেখি কি ভাবে আপনার পিসি পরিষ্কার করবেন।
প্রথমে সবকিছু বন্ধ করুন তারপর আস্তে আস্তে সমস্ত কেবল গুলার cord খুলুন।
এবার খাপের (case) একটি অংশ ধরে পাওয়ার কেবলটি খুলুন।যেমন - উপরের ছবিতে পিসিআই সল্টের কভারে এক হাত রেখে অন্য হাত দিয়ে পাওয়ার কেবলটি খুলছে।
এবার একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে case টির চারপাশ ভাল ভাবে মুছে ফেলুন।case টির এক পাশ খুলে ফেলুন।এবার আলগা ময়লা গুলা হাত দিয়ে বের করে আনুন।তারপর কেবল গুলা পরিষ্কার করে এক সাথে করে এক পাশে রাখুন।এবার নিচের ছবির মত একটি compressed air can দিয়ে ময়লা গুলাকে বের করে আনুন।
clogs,vented এর জায়গা গুলা মনযোগ দিয়ে পরিষ্কার করতে হবে এবং power supply's fan,যতটা সম্ভব পরিষ্কার করতে হবে।তারপর caseটি বন্ধ করে সবকিছু পুনঃসংযোগ করে নিন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
How abt using blower