নিজেকে জানুন, অন্যকেও জানুন (সংখ্যাতও্ব)

আস-সালামু-আলাইকুম। সবাইকে নতুন টেক্টিউন্স এ শুভেচ্ছা জানাচ্ছি।

যদি একজন বুদ্ধিমান মানুষ, কোন বিশেষ বিষয় নিয়ে ধীরভাবে গবেষণা করেন, তা হলে সুদীর্ঘ অভিজ্ঞতা, চরচা, এবং গবেষণা দ্বারা সেই বিষয়ের অনেক রহস্য ভেদ করে একটি নিখুঁত সিধান্তে আসতে সক্ষম হন।

প্রাচীন হিন্দু ব্রাক্ষণগণ হাজার হাজার বছর ধরে প্রকৃতির নিয়ম-কানুনগুলি নিয়ে গবেষণা করেছেন এবং বংশ পরম্পরায় তাঁরা এ(সংখ্যাতত্ত) বিষয় শিক্ষা দিয়ে গেছন। কিন্তু তাঁরা সবসময় এই জ্ঞেনকে অতান্ত সংগোপনে রক্ষা করে এসেছে। কি সংস্কারে বশে তাঁরা এইটা করতেন তা জানা যায় না।

প্রাচীন হিন্দুদের মতে, প্রাচীন মিশরীয় এবং চ্যালডিয়ান মতেও সংখ্যাতত্তের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল এবং এই সব পন্ডিতগনও সংখ্যাতত্তের মানব জীবনের উপর প্রভাব স্থিরনিশ্চিত ছিলেন।

সংখ্যাতত্তের ইতিহাস নিয়ে আমি ব্যাপক আলোচনা করব আমার পরবর্তী আর্টিকেলে!

জন্মতারিখ অনুযায়ই সংখার বিচার

জন্মতারিখ অনুযায়ই যে তারিখটি পাওয়া যায় তাতে তারিখটি এবং সব মিলিত সংখ্যা এই দুটি প্রধান উল্লেখযোগ্য বিষয় ধরা যায়।

যেমন ধরা যাক জন্ম তারিখ হলো-

২১. ২. ১৯৩১

তা হলে একটি তারিখ হলো ২১ = ২ + ১ = ৩, আর অন্যটি হলো ২১ + ২ + ১৯ + ৩১ = ৭৩ = ৭ + ৩ = ১০ = ১ + ০ = ১ ।

লোকটির জীবনের প্রধান দুটি সংখা হবে ১ এবং ৩ ; এই দুটি তারিখে তার জীবনের উল্লেখযোগ্য সব ঘটনা ঘটবে যা শুভ হবে।

যেমন এই দুটি তারিখে লোকটির জীবনে পরীক্ষা পাশ, প্রেমে প্রস্তাব করে সফল হওয়া, চকরি লাভ আরও অনেক কিছু যা ঐ লোকটির জন্য শুভ।

এখন ওই দুটি সংখা অনুযায়ই বিচারে, মাসে কোন কোন তারিখ শুভ তাও বলা যায়।

যেমন –

সংখা ১ হলে মাসের শুভ তারিখগুলি হলো ১, ১০, ১৯, ২৮

সংখা ২ হলে মাসের শুভ তারিখগুলি হলো ২, ১১, ২১, ৩০

সংখা ৩ হলে মাসের শুভ তারিখগুলি হলো ৩, ১২, ২১, ২৯

সংখা ৪ হলে মাসের শুভ তারিখগুলি হলো ৪, ১২, ২২, ৩১

সংখা ৫ হলে মাসের শুভ তারিখগুলি হলো ৫, ১৪, ২৩

সংখা ৬ হলে মাসের শুভ তারিখগুলি হলো ৬, ১৫, ২৪

সংখা ৭ হলে মাসের শুভ তারিখগুলি হলো ৭, ১৬, ২৪

সংখা ৮ হলে মাসের শুভ তারিখগুলি হলো ৮, ১৭, ২৬

সংখা ৯ হলে মাসের শুভ তারিখগুলি হলো ৯, ১৮, ২৭

উপরের হিসাব থেকে দেখা যাচ্ছে যে, যে তারিখ গুলি দেওয়া হয়েছে, তাদের প্রতিটি সংখার যোগফল ঠিক শুভ সংখার সম্মান হবে

নাম অনুযায়ই সংখার বিচার

যেমন মনে করা যাক একজন লোকের নাম, যেমন আমি Samrat, তাহলে এর সংখা হবে হেব্রোইক মত-

S = 3, A = 1, M = 4, R = 2, A = 1, T = 4, অর্থাৎ ৩ + ১ + ৪ + ২ + ১+ ৪ = ১৫ = ১ + ৫ = ৬ ।

*********************************************************

A = ১ O = ৭

B = ২ P = ৮

C = ৩ Q = ১

D = ৪ R = ২

E = ৫ S = ৩

F = ৮ T = ৪

G = ৩ U = ৬

H = ৫ V = ৬

I বা J = ১ W = ৬

K = ২ X = ৫

L = ৩ Y = ১

M = ৪ Z = 7

N = ৫

জন্মতারিখ অনুযায়ই সংখার বিচার করা সবচে ভালো

সংখ্যা তো বের হলো , এইবার জানা যাক কোন সংখার লোক কেমন হবে

সংখ্যা – ১

প্রথম সংখ্যাটি হলো রবির প্রতিক। এটি সবচেয়ে শক্তিশালী সংখ্যা

১) এরা জনমন জয় করে কোন কিছু গড়ে তুলতে পারে।

২) তারা পৃথিবীতে একটা গভীর ছাপ রেখে যায়।

৩) এর সংগঠন চালতে পারে ভালভাবে এবং ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে।

৪) তাদের দৈহিক ও মানুষিক বল খুব বেশী হয়।

৫) তাদের লক্ষ্য সম্পর্কে ভালো ধারণা থাকে, এবং সেই দিকেই এগিয়ে যায়

৬) ছোট-খাট ব্যাপারে নজর দেয় না (এইটা ঠিক না) ।

৭) তারা খুব জেদি হয়।

সংখ্যা – ২

১) এরা সহজে মত পালটায় বা মন পালটে থাকে।

২) তারা সেন্টিমেন্ট বা ভাবাবেগর দ্বারা চালিত।

৩) এরা খুব লাজুক হয়।

৪) এরা খুব ধৈর্যশীল হয়।

৫) এরা জীবজন্তু এবং আরাম ভালোবাসে।

৬) এরা অপরের কাজকে বড় করে দেখে, নিজের সম্পর্কে ভবনা তত উচ্চ না।

৭) সব ঘটনা ও পরিবেশের সাথে খাপ খাইতে পারে।

সংখ্যা – ৩

১) এদের ইছা থাকে নিজের কণ্ঠসরকে সবার উপরে তুলে ধরতে।

২) এদের মধ্যে দর্শন , কাব্য, শিল্প , ভাব বেশী থাকে।

৩) এরা খুব দয়ালু ও উদারমনা হয়।

৪) এদের জীবনে সম্পর্কে খুব আনন্দ ও আশার ভাব থাকে।

৫) নিজের সম্পর্কে উচ্চ ধারণা থাকে।

৬) রসিয়ে কথা বলতে ভালোবাসে।

৭) এরা বেশী কথা বলে।

8) বর্তমান সম্পর্কে বেশী ভাবে ভবিষ্যৎ সম্পর্কে কম ভাবে।

সংখ্যা – ৪

১) এরা হয় নিয়মমত চলার লোক।

২) বাস্তববাদী।

৩) এর কথা কম বলে ।

৪) আত্মবিশ্বাস প্রবল।

৫) এরা সত্য কথা বলতে চায় এই জন্য অনেকর কাছে আপ্রীয়ভষী।

৬) এরা অচেনাদের বেশী পছন্দ করে না।

সংখ্যা – ৫

১) এর চিন্তাশীল লোক।

২) সহজে মত পাল্টায়।

৩) এরা সব বিষয় কিছুতা করে জেনে রাখে।

৪) এরা মানুষিক ভাবে সতর্ক।

৫) এদের সাহস খুব বেশী কিন্তু লেগে থাকার ক্ষমতা কম।

৬) নতুন নতুন মানুষ এর সাথে বন্ধু হয় কিন্তু স্থায়ী বন্ধু হয় না বা কম হয়।

৭) তাদের সাথে ভালোভাবে চললে তারা ভালো আর তা নাহলে তাদের ত্যাগ করে।

সংখ্যা – ৬

১) এরা শান্তিপ্রিয় হয় থাকে।

২) এরা দন্দ চায় না শান্তি চায়। এর জন্য নিজের এক্তু ক্ষতি হলেও মেনে নেয়।

৩) অনন্যার ভালবসা চায় কিন্তু অন্যকে ভালোবাসে না।

৪) এরা খুব আশাবাদী, কখন জীবনের আশা তেগ করে না।

৫) এরা চায় সহানুভূতিশীল বন্ধু বা সাথি।

৬) নিজের ব্যাপার ছাড়া বন্ধুদের ব্যাপারেও মাথা ঘামায় বেশী।

সংখ্যা – ৭

১) নানা বিচিত্র অভিজ্ঞতা জীবনে লাভ করে , যার আশা সহজে করতে পারে না

২) টাকা জমানোর চেয়ে দেহ মনে উন্নতি করা এদের কাম্য

৩) শান্তিপ্রয়, সহ্য ক্ষমতা থাকে।

৪) মাঝে মাঝে এদের মধ্যে কল্পনাশক্তি ও ভাববাদী উত্তেজনা হঠাৎ এসে থাকে।

৫) এদের রুচি উচ্চ হয়।

৬) স্বপ্ন ভাব উচ্চ হয়।

সংখ্যা – ৮

১) এরা অন্য কে সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি করে।

২) নিন্ম শ্রেণীর বা কেরানীর চাকরি এদের ভালো লাগে।

৩) নিজেদের কাজ খুব ভালো বুজে।

৪) ধিরে ধিরে কাজ করতে ভালোবাসে।

৫) এদের কাছে মানুসিকতাই শ্রেষ্ঠ ধর্ম।

৬) হঠাৎ কিছু করেত চায় না।

সংখ্যা – ৯

১) এরা অল্প লাভে অধিক সময় কি ভাবে অর্থ উপারজন করা যায় সেইদিকে তার যায়।

২) এরা ভীষণ পরিশ্রমী।

৩) এরা উদ্যমশীল।

৪) উপস্থিত বুদ্ধি খুব ভালো।

৫) এরা হুকুম করতে তন্ময়, এবার পালন করে।

৬) উচ্চ লক্ষের জন্ন এরা জীবনে বিখ্যাত জতে পারে।

**********************************************************

আর দেরি কিসের সুরু করেন নিজকে জানা আর সময় পেলে কাছের মানুষ টি কেমন তাও জেনে নেন।

powered by: কিরোঅমনিবাস

Level 0

আমি Samrat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাগগ

12.04.1989. amar birth so amar suvo sonkha gulo ki hobe?

    Level 0

    আপনার জন্য ৩, ১২, ২১, ২৯, ৭, ১৬, ২৪…………………৩ আর ৭ হোল প্রধান দুইটি শুভ সংখ্যা।

এটা ইসলামে হারাম। কঠিন গোনা।

    আমি এ কথাটিই বলতে চাচ্ছিলাম ..এটাতে বিশ্বাষ করা শিরক!!!

    তবে, আপনি এভাবে বলতে পারেন যে 'যেহুতু আকাশে মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে"
    এই ঔষুধটি খেলে আল্লাহ আপনাকে ভালো করবেন , ঔষুধ রোগ থেকে মুক্তি দেয় না মুক্তি দেওয়ার মালিক আল্লাহ । ঔষুধ আল্লাহর হুকুমে কাজ করে।

    আরেকটি কথা মনে পড়লো , অনেকে বিসমিল্লাহ আরবি আক্ষরিক মান নির্নয় করে ৭৮৬ . আপনি স্বাভাবিক ভাবেই বলুনতো কেউ যদি কোন কাজ করার আগে বিসমিল্লাহ না বলে ৭৮৬ বলে , তাহলে তার কাজে কোন রহমত পাওয়ার কোন আশংকা থাকে কি???

      Level 0

      Occult বিদ্যাতে ধর্মবিরুদ্দ্ব কিছু নেই। বরং সব কিছুই ধর্মের ভিওিতে স্তাপিত। তাই জারা ধর্মীয় কথা বলে বা ধর্মের নামে সংখ্যাতও্ব বিদ্যাকে অবজ্ঞা করে থাকে , তারা অধার্মিক। এ বিষয় কোন সন্দেহ নেই।
      কোথাটি বলছেন কিরো।

Level 0

উপরে আপনার হিসাব অনুজায়ী জন্ম তারিখে ২টি সংখ্যা এসেছে। যথা: ৩ ও ১ ।
আবার নামের সংখ্যা হিসাব করলে এসেছে ৬।

কাছের মানুষ টি কেমন তা জানার জন্য উপরের ৩টি সংখ্যার মদ্ধ্যে কোন টি নিব?
কোন সংখ্যাটা নিতে হবে তা বুঝব কি ভাবে?

আপনি আরও বলেছেন-
"এখন ওই দুটি সংখা অনুযায়ই বিচারে, মাসে কোন কোন তারিখ শুভ তাও বলা যায়।"

তার মানে ১ আর ৩ সংখ্যা বরাবর সব গুলো তারিখ হলে শুভ সংখ্যার ছড়াছড়ি বলতে হবে।

    Level 0

    ভাই জারা জন্ম তারিখে জানে না, তাদের জন্য নাম দিয়ে বের করতে হবে। আপনি যেহেতু জন্ম তারিখে জানে, এবং এই অনুযায়ী ৩ ও ১ শুভ সংখ্যা। কাছের মানুষ টি কেমন তা জানার জন্য জন্ম তারিখে থেকে জেই সংখ্যা টা পাওয়া যাবে টা নিতে হবে, যেমন ২১. ২. ১৯৩১
    তা হলে একটি তারিখ হলো ২১ = ২ + ১ = ৩ । এখানে এই প্রথম টা মানে ৩ নিতে হবে।

আমার জন্ম তারিখ ০১-০৫-১৯৯০ আমারটা দয়া করে বলে দেন ।

Sabbir Bhai and Prince Bhai er sathe ekmot. “Haram”
Ekhane to sonkha totto ke keu obogga kora hoy ni. Kintu eisob kaj jara kore, tara haram kaj kore…