এখানে এমন কেউ কি আছেন যার কখনও রক্তের প্রয়োজন পরে নি ? হে হয়ত কয়েকজনের এখনও দরকার হয়নি।তবে ভবিষ্যতে যে দরকার হবে না তা কিন্তু নয় ।
আবার অনেকেই আছেন যাদের এই বিপদের সময় সাহায্য করার মত কেউ থাকে না ।
আসলে কেউ থাকে না সেটা না । অনেকেই থাকে কিন্তু সবাই অসহায় কারন কারও রক্তের গ্রুপ রোগীর রক্তের সাথে মিলে না । তখন কি আর করা ?
আপনি হয়ত যাবেন পেশাদার রক্তদাতাদের কাছে । ওদের কথা কি আর বলব ? আপনারাই ভাল জানেন । জেনেশুনে রোগীর শরীরে বিষ ডুখানোর মত ।
এইসব বিবেচনা করে আমরা একটা গ্রুপ তৈরি করেছি ।
আমাদের কাজঃ
রক্ত সংগ্রহের পদ্ধতিঃ
"আমরা আপনাদের থেকে সরাসরি কোন রক্ত নিব না ।
কেউ যদি আমাদেরকে জনাই যে, তাদের রক্তের রক্তের প্রয়োজন তাহলে আমরা যাচাই বাচাই করে লিস্টে যাদের নাম থাকবে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব। বলতে পারেন আমরা একটা মাধ্যমের মত কাজ করব "
আমরা এই পর্যন্ত ৬২ জনের (রক্তের গ্রুপ+স্থান+ফোন নাম্বার) সংগ্রহ করেছি ।
আমাদের রক্তদাতাদের লিস্ট নিচে দিলাম .. ২ টি পার্টে
privacy রক্ষার্থে ফোন নাম্বার দেওয়া হয়নি যেটা আমাদের storage এ আছে ।
আল্লাহ্র কৃপাই এবং
(আপনার মাধ্যমে যদি একজন মানুষের জীবন বাঁচে তার জন্য আপনার স্থান হতে পারে চিরস্থায়ী জান্নাতে)
হয়ত আপনার এক ব্যাগ রক্তের বিনিময়ে বেঁচে যাবে একটি জীবন । একটি পরিবারের হাসি ।
আনিসুল হক স্যার বলেছিলেন "পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো, কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে, যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে"
আসুন মানুষের মুখে হাসি ফোটানর এই কাজটিতে সবাই আমরা সহযোগিতা করি । আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে চাইলে এই লেখা শেয়ার করতে পারেন । ধন্যবাদ
টিউনটি সম্পূর্ণ আসেনি তাই অনেকই বুজতে পারেনি । এখন ঠিক করে দিলাম …… ধন্যবাদ