সকল মানব সন্তানের জন্য জরুরী একটি টিউন (মিস করবেন না)

এখানে এমন কেউ কি আছেন যার কখনও রক্তের প্রয়োজন পরে নি ? হে হয়ত কয়েকজনের এখনও দরকার হয়নি।তবে ভবিষ্যতে যে দরকার হবে না তা কিন্তু নয় ।

আবার অনেকেই আছেন যাদের এই বিপদের সময় সাহায্য করার মত কেউ থাকে না ।

আসলে কেউ থাকে না সেটা না । অনেকেই থাকে কিন্তু সবাই অসহায় কারন কারও রক্তের গ্রুপ রোগীর রক্তের সাথে মিলে না । তখন কি আর করা ?

আপনি হয়ত যাবেন পেশাদার রক্তদাতাদের কাছে । ওদের কথা কি আর বলব ? আপনারাই ভাল জানেন । জেনেশুনে রোগীর শরীরে বিষ ডুখানোর মত ।

এইসব বিবেচনা করে আমরা একটা গ্রুপ তৈরি করেছি ।

আমাদের কাজঃ

যাদের জরুরী রক্তের প্রয়োজন হবে তারা আমাদের ফেসবুক পেজে (রোগীর ফোন নাম্বার + তার অবস্থান ) লিখুন । আমরা আপনার জন্য রক্তের ব্যবস্থা করব । ইনশাল্লাহ

রক্ত সংগ্রহের পদ্ধতিঃ

"আমরা আপনাদের থেকে সরাসরি কোন রক্ত নিব না ।
কেউ যদি আমাদেরকে জনাই যে, তাদের রক্তের রক্তের প্রয়োজন তাহলে আমরা যাচাই বাচাই করে লিস্টে যাদের নাম থাকবে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব। বলতে পারেন আমরা একটা মাধ্যমের মত কাজ করব "
আমরা এই পর্যন্ত ৬২ জনের (রক্তের গ্রুপ+স্থান+ফোন নাম্বার) সংগ্রহ করেছি ।
আমাদের রক্তদাতাদের লিস্ট নিচে দিলাম .. ২ টি পার্টে
privacy রক্ষার্থে ফোন নাম্বার দেওয়া হয়নি যেটা আমাদের storage এ আছে ।

আল্লাহ্‌র কৃপাই এবং
(আপনার মাধ্যমে যদি একজন মানুষের জীবন বাঁচে তার জন্য আপনার স্থান হতে পারে চিরস্থায়ী জান্নাতে)

হয়ত আপনার এক ব্যাগ রক্তের বিনিময়ে বেঁচে যাবে একটি জীবন । একটি পরিবারের হাসি ।

আনিসুল হক স্যার বলেছিলেন "পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো, কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে, যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে"

আসুন মানুষের মুখে হাসি ফোটানর এই কাজটিতে সবাই আমরা সহযোগিতা করি । আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে চাইলে এই লেখা শেয়ার করতে পারেন । ধন্যবাদ

Level 0

আমি বদলে দাও বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি সম্পূর্ণ আসেনি তাই অনেকই বুজতে পারেনি । এখন ঠিক করে দিলাম …… ধন্যবাদ

ভালো উদ্যোগ

ভাই আমার নিজের কেমো থেরাপির সময় প্রচুর রক্ত লাগত, আমি জানি বিপদের সময় রক্ত যোগার করা কত কষ্ট, ভালো উদ্যোগ, কিন্তু আমাদের দেশে ভালো কাজে মানুষ খুব কমই পাওয়া যায়, তারপরেও দোয়া করি যেন আপনারা আপনাদের লক্ষে সফল হোন।

    ইস তখন যদি আমাদের এই টিমটা ফর্ম হত তাহলে আপনাকে সাহায্য করা যেত । আমাদের লক্ষ্য হল দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করা ।

    এটা আমাদের প্রথম পদক্ষেপ ( রক্ত দাও জীবন বাঁচাও )

Hay Great IDEA
I am in

How can I add my information

    আমাদের ফেসবুক পেজে গিয়ে (রক্তের গ্রুপ+স্থান + ফোন নাম্বার দিন) । ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য

আমি রক্ত দিতে গেলে আমাকে উল্টো আরো দুই ব্যাগ নিতে হবে পরে। 😳 শেয়ার করলাম আপনাদের পেইজ।

    ধন্যবাদ নাইম ভাই । আমাদের এই প্রয়াস ছড়িয়ে দেওয়ার জন্য ।
    আমি রক্ত দিতে গেলে আমাকে উল্টো আরো দুই ব্যাগ নিতে হবে পরে কেন ? আচ্ছা আপনার বা আপনার পরিবারের কারও রক্তের প্রয়োজন হলে আমাদের জানাবেন (ফেসবুক পেজে) । আমরা আপনাদের উপকার করতে পারলেই খুশী হব । ধন্যবাদ

    স্বাস্থ্যহীনতার কারণে।একবার দিতে গিয়েছিলাম আমার দাদী যখন অসুস্থ ছিল কিন্তু ডাক্তার দিতে মানা করল।

    ও বুজতে পেরেছি । আচ্ছা দিতে না পারলেও সমসসা নাই । রক্তের প্রয়োজন হলে আমাদের জানাবেন ফেসবুক পেজে

আচ্ছা, যারা দেখা যায় যে শারিরীকভাবে চিকন তারা কি রক্ত দিতে পারে? কত বছরের নিচে কেও রক্ত দিতে পারে না?

    কা্রও বয়স ১৬+ হলে এবং ওজন ৪৫ কেজি হলে রক্ত দিতে পারবেন।

    ১. ১৮-৬০ বছর বয়সী সব সুস্থ মানুষ রক্তদান করতে পারেন।

    ২. ৪৫ কেজির বেশি ওজনের সব মানুষই রক্তদান করতে পারেন।
    ৩. যিনি গত ৪ মাসের মধ্যে রক্তদান করেননি তিনি রক্তদান করতে পারেন।

    ধন্যবাদ মাসপি । রক্তের প্রয়োজন হলে জানাবেন

আপনারা http://www.muktodharabloodbank.com/ এই ওয়েবসাইটে রেজি: করেন। পরবর্তীতে দেশের যেকোন স্থান থেকে রক্ত সংগ্রহ করা সহজ হবে।

ভালো উদ্যোগ।

Level 2

আপনার স্বপ্ন পূরনে ই-কমার্স বিজনেস Luxury-Ventures এখন বাংলাদেশে মাসে
12,000$ হাজার ডলার আয় করুন
More Details Visit
http://bdlvcinfo.blogspot.com/

Level 0

ভালো উদ্যোগ, আপনাদের লক্ষে সফল হোন।

    Level 0

    ভালো উদ্যোগ, আপনাদের লক্ষ্য সফল হোন।

    রক্তের প্রয়োজন হলে আমাদের জানাবেন । ধন্যবাদ

মুন্না
পুরো নাম: আশরাফ মাহমুদ
ব্লাড গ্রুপ: " O "
সেল নং : ০১৭২০২৬২৭৭১
চট্টগ্রাম।

    শুধু "o " দিয়ে ক বুজালেন ভাইয়া বুজলাম না । o- নাকি o+

    আশা করি সংশোধন করে দেবেন । ধন্যবাদ

    আমার জানা মতে "O" এর আগে +/- কিছুই না-থাকলে পজেটিভ ধরে নিতে হয়।
    যেমন ৫ এর আগে কিছুই নাই। এ অবস্থায় কি ধরবেন? আশা করি বুঝতে পেরেছেন।
    ধন্যবাদ।

    না আপনি আমাকে ভুল বুজছেন ? আমি মনে করেছিলাম আপনার হয়ত টাইপিং মিস্টেক হয়েছে তাই সিউর হয়ে নিলাম । ধন্যবাদ আপনার নাম আমরা এন্ট্রি করছি লিস্টে । দরকার পরলে আপনাকে ফোন দেব ।

    আপনার যদি কখনও দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন

রক্ত লাগলে আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবো তা তো বুঝলাম না…!!!!!

    আমাদের ফেসবুক পেজের ওয়ালে লিখলেই হবে । আমরা আপনার সাথে যোগাযোগ করব । ধন্যবাদ

আপনাদের প্রয়াস সফল হোক এই কমনা করি। 🙂

A+
Rangpur
01717590620