এবার পিসি চালান মাউস, কি বোর্ড ছাড়াই শুধু কথা বলে ( শুধু হেডফোন আর কথা বলতে জানলেই হবে)

এটা আমার প্রথম টিউন ।এর আগে একটা ছিল  যেটা ভিক্ষামুলক ।

তাই ভুল হলে দয়া করে ছাগু টাগু বলে গালি না দিয়ে ভাল পরামর্শ দিবেন যাতে আর টিউন না করি ।

আমি শুধু  টিউন পড়া আর দুই একটা কমান্ট   করা ছাড়া আর কিছুই পারিনা । তাও এই জিনিস টা আমার কাছে একটু নতুন মনে হল তাই আপনাদের সাথে শেয়ার করা ।

এবার কাজের কথাই  আসি ।

এর মাধ্যমে আপনি হেডফোন দিয়ে পিসি চালাতে পারবেন । মাউস কিবোর্ড এর কোন প্রয়োজন নাই । আর এটা খুব সহজ । এর মাধ্যমে আপনার ইংরজিতে দক্ষতা বাঢ়বে। এটাই আপনি শুধু মুখ দিয়ে হেডফোনে কথা  বলবেন আর যা করার পিসি করবে । বিশ্বাস না হলে টেরাই করে দেখেন । আর এটা করার জন্য যা করা লাগবে .......

প্রথমে Control Panel এ যান ।

এরপর  Ease of Access ।

এরপর    Speech Recognition ।

এরপর start  Speech Recognition এ কিলিক করে start করুন ।আপনার কাজ শেষ । এখন ভাল মত জাণার জন্য নিচের গুলা অনুসরণ করুন ।

এবার ট্রেনিং এ পালা ।

এরপর set up a microphone click করুন । < next < next < এরপর এই লাইন টা পুরাপুরি পড়েন  peter dictates to his computer .......

ঠিকমত পড়া হলে আবার finish আসবে

এরপর take speech tutorial  এ ক্লিক করে আপনার কন্ঠসর কম্পিউটার কে জানিয়ে দিন এভাবে

এখানে  যা বলে তা অনুসরন করুন । অবশ্যই মাওস বা কিবোর্ড use করবেন না । হেডফোন  দিয়ে বলবেন । এটা ভাল মত শেষ করতে পারলে আপনি এবার মাওস বা কিবোর্ড কে টা টা জানাতে পারেন । এখানেই আপনি অনেক নিয়ম শিখে যাবে নন । তাই এটা মনযোগ দিয়ে পড়বেন । পারলে কয়কেবার ।

এরপর  train your computer to better understand u  কিলিক করনে ।  এখানে দুই টা টপিক পাবেন । একটা শেষ হলে আরেকটা পাবেন ।

দুই  no টপিক

এভাবে শেষ করুন ।

এবার দেখি এটা কি ভাবে কাজ  করে ।  যেমন আমি my gallary তে কিলিক করবো । তাই বললাম click my gallury , r তখন এই টা আসবে

এর ১ বললেএই টা আসবে ,

এবার ok বলুন । দখবনে inter  হয়ছে ।

এভাবে অন্য ফোল্ডার গুলো ওপনে করতে পারবেন ।

এবার নিচের  গুলো ফলো করলে আপনি অনেক কিছু পারবেন

২,

৩,

যেমন আমি windows m p play korlam,  abar dekhan

abar ja no ta chai satA  bollam, tar por ok bola, gan tar nam ar satha double click বললে গান টা বাঝবে

কি কিছু হচ্ছে ??

এছাড়া মনিটরের য কোন যায়গা কিলিক করতে বলুন   Mousegrid  দেখুন

এবার যেই যাইগাই কিলিক করবনে সেই নাম্বার টা বলুণ । এভাব ছোট হলে যে ঘরে কাঙখতি ফল্ডার আচ তার নাম বলে ok  বলুন । দেকবেন ফল্ডার ওপনে হয়ছে

এছাঢ়া কোন শব্দ কমপিউটার না বুঝতে পার ল নিচের মত আসবে

যেটা আপনার পছন্দ সেই নাম্বার টা বরুন । এর মধ্যেও শ্‌ব্দটা না থ্কল আবার বলুন । পলে নাম্বার টা বলে ok বলুন ।

আর এগুলো বাল মত শখোর জন্য  এটা ভাল মত ফলো করুন ..

Control Panel <Ease of Access<Speech Recognition < open the speech referance card

এরপর এগুলো ত এক এক করে কিলিক করে সব ভাল মত জেনে ননি

না আর কিছু নই । এবার আপনি নিজেই অনেক বেশি জেনে গেছনে ।

আমার পেরান প্রিয় ভাইয়েরা টিউন টা করতে অনেক সময় লেগেছে । তাই খারাপ লাগলেও দয়া করে ?? দিবেন না । আর ভাল লাগলে কি করা লাগে তা আপনারা আমার থেকে ভাল জানেন । ভাল থাকুন

আর আমি যেন খুব তাঢ়াতাড়ি বাংলা টাইপ করা শিখতে পারি তার জন্য দোয়া করবেন ।

Level 0

আমি দুষ্ট _ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বোকার ষম্রাট (আমার দাদুর দেওয়া উপাধি) আমি নিজে কিছু করতে পারিনা অন্যের দেখা ছাড়া ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    কি ওকে, পেরেছেন ??

    Level 0

    win7 একটা ডাকাত… internet on করলেই windows update শুরু করে auto update off করলেও… অনেক softwere ইন্সটল হই না… রেকর্ট এর problem… game খেললে problem…. বিজয় মাঝে মাঝে ইন্সটল হই না… নিরো ইন্সটল হই না… কি যে করি………
    (ভালো হইছে)আপনাককে এক কোটি ধইনাপাতা

খুবই ভালো হয়েছে। চালিয়ে যান।

ভাই প্রথম টিউনে ফাটাফাটি জিনিস দিছেন ……… দেখি টেরাই কইরা …….

    অনিকেত ভাই এই পরযনতো কেউ কইলোনা যে টেরাই করেছে বা করবে । আসলে বুঝছিনা এটা খুব কঠিন না খুব সহজ ?? পারলেন কি না একটু বইলেন

মনেতো হয়না আপনি এই প্রথম tune করলেন। মনে হয় কোন অভিজ্ঞ tuner এর tune । অভিনন্দন আপনাকে ।

    দরদিয়া ভাই সত্যি আপনার মনটা দরিয়ার মত উদার । না হলে আমার মত !!! এত নাম!!!! আপনাককে এক কোটি ধইনাপাতা

    দরদিয়া ভাই সত্যি আপনার মনটা দরিয়ার মত উদার । না হলে আমার মত !!! এত নাম!!!! আপনাককে এক কোটি ধইনাপাতা ।

Level 0

ছোটবেলায় শুনতাম, মুখে কথা বলে Computer control করা যায়। উন্নত দেশে তারা বড় বড় Computer তে ব্যাবহার করে।

বহুবছর পর 7 মাস আগে নতুন Laptop কিনলাম। i3. Windows7 OS. ঘাটাঘাটি করতে করতে পেয়ে গেলাম এই জিনিস। অসম্ভব ভাল লাগলো। হুদাই হমান্ড দিতাম। মজা করতাম আরকি।

আপনার টিউনটি অনেক সুন্দর হয়েছে। এই ধরনের আরও টিউন চাই।

ধন্যবাদ

    Level 0

    বাংলা টাইপ ‍খুবই সহজ একটা কাজ। আমি কত সময়ে শিখেছি জানেন? মাত্র আড়াই ঘন্টায়। এক পেজ আড়াই ঘন্টা। হে হে হে।
    তারপর ভালই পারিএখন। একেবারে Englishএর মত। [ বি:দ্র: আমার Laptop এ বাংলা অক্ষর দেওয়া নেই কিন্তু ]
    তার মানে আপনি আমাকে বলতে পারবেননা যে ভাই, আপনার মাথায় অনেক বুদ্ধি, আপনি পারছেন, আমরা পারব না। এই কথা বল্লে শুনব না। আমি আমার আশেপাশে কমপক্ষে 20 জন দেখাতে পারব যারা আমার মত বা আমার চেয়েও তাড়াতাড়ি শিখে ফেলেছে।

    বাংলা লেখার জন্য কোন Software ব্যাবহার করবেন ?

    আমি ব্যাক্তিগতভাবে অভ্র, শাব্দিক এর মত toos কে ব্যাবহার করতে মানা করি। কারন ঐ সব পদ্ধতি সেই সব ভাষাভাষীদের জন্য যাদের কোন বর্ণমালা নেই। এই পদ্ধতিকে PinYin বলে। যেমন Chinese, আমি Chinese কিছুটা জানি তাই এটার কথা বল্লাম। তাদের English use করে লেখা ছাড়া কোন গতি নাই। কারন তাদের এক একটা শব্দই এক একটা অক্ষর এর মত। মতান্তরে তাদের এই রকম শব্দের সংখা 3000 থেকে 6500 পর্যন্ত। আমাদের নিজস্ব বর্ণমালা আছে, আমরা কেন আমাদের বর্ণমাল শিখব না ? অভ্র, শাব্দিক ব্যাবহার করলে প্রকৃত বাংলা হয় কি ? আমি মনেকরি এতে আমাদের ক্ষতি হচ্ছে। বিজয় দিয়ে লেখা এমন কোন কঠিন কর্ম না। বিজয়ই যে ব্যাবহার করতে হবে তা না, Keyboard layout আছে এই রকম আরও অনেক ভাল ভাল Software আছে।

    একবার বিজয় বা এই ধরনের Software use করে দেখেন। একটু হাত আসতেই দেখবেন কত আনন্দ !

      avro use করি, বিজয় দিয়ে একবার টেরাই করেছিলাম । কিন্তু ক লেখলে ব আসতো তাই ছেড়ে দিয়েছি । বিজয় দিয়ে লেখার কোন নির্দিষ্ট নিয়ম আছে কি? থাকলে কোথাই পাব বলবেন পিলিজ ।

    Level 0

    ভাই কারো কাছে বিজয় Latest Version টা থাকলে আপলোড করে দিয়েন একটু কষ্ট করে । না থাকার কারনে ব্যবহার করতে পারছি না । না থাকলে অন্য কোন লিঙ্ক দিয়েন যেখান থেকে নামাতে পারব ।

      ওয়েট করেন কোন না কোন দয়াবান ব্যাক্ত আপনাকে হেল্প করবেই ।

    আপনাকে উ ধন্যবাদ । আমিও এভাবেই একদিন কিকরতে না করতে এটা পাইছিলাম । পোরথমে আমি কিছুই বুঝিনি ।কিন্তু পরে বুঝার পর বন্ধুদের কে দেখিয়ে অনেক মজা পাইছি ।

    sorry, এতক্ষন আমি নিজরে ট্ডিন এ নিজে Reply দিতে পারছিলাম না । আমিও আপনার মত হঠাত করে এটা খুজে পাইছি।

    আপনাকে অনেক ধন্যবাদ ।

ভাল জিনিস।

ট্রাই – https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/70133/

    আপনাকে অনেক ধইনাপাতা । দেখলাম , পরে ট্রাই করবো

Vai j0ttil h0ise pRoth0m Tune 😛

Level 0

vai ei tune ta ami upohar diasilam.apni valoi anukoron korechen

carry on, good tune

Level 0

জটিল হইছে ভাই….:)

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাকে উ ধন্যবাদ টিউন টা কষ্ট করে পড়ার জন্য ।

Level 0

এই প্রথম কোন টিউন প্রিয়তে নিলাম । আপনার কয়েকটি বানানা ভুল আছে ।

    ধন্যবাদ 878 ( ভাইয়া না আপু বোঝা যাচ্ছেনা) । বেশি পাম মারার জন্য আপনাকে আমার রিদয়ের গভীর থেকে ধন্যবাদ । হুম, বানান ঠিক করার চেষ্টা করছি । আসলেই বাংলা লেখা অনেক কঠিন ।

ভাই এটা Windows xp service pack 3 তে কি কাজ করবে?

    ভাই আমি তা জানি না । একই ভাবে control panel এ গিয়ে দেখুন । কাজ হলেও হতে পারে ।

অসাধারন টিউন করেছেন ভাই । অনেক ধন্যবাদ আপনাকে। আমার বিশ্বাস হচ্ছে না আপনি প্রথম টিউনার। তবে হ্যা আপনি হয়ত টেকটিউন এ প্রথম, অন্যকোন বাংলা ব্লগে আগে থেকেই লিখে আসছেন……………তবে যাই হউক জটিল হইছে (ছবি+লেখা)

    না ভাইয়া এই প্রথম আমি টিউন করলাম । এর আগে অন্যকোন ব্লগে টিউন করিনি । করলেও তা ছিল ভিক্ষামুলক । কমান্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

যদি ১ম Tune হয়, তাহলে তো অসাধারণ বলতেই হয়…

    হুম, সাধারন , বেসাধারন, অসাধারণ যাই হক এটা আমার ১ম Tune । ধন্যবাদ আপনাকে ।

Level 0

খুব সুন্দর টিউন হয়েছে ভাই ।প্রিয়তে নিলাম…

    ধন্যবাদ Raj ভাইয়া আপনাকে ।
    কিন্তু টিউন টা কারো কাজে লেগেছে বলে মনে হয়না ।

ভাই আপনাকে ধন্যবাদ বিজয় দিয়ে আমি ২০ মিনিটে বাংলা ২ পাতা লিখতে পারি। বিজয় হচ্ছে সবচেয়ে সোজা লে-আউট।

    জনি ভাই আপনাকে ধন্যবাদ । কিন্তু এটা শিখবো কোথায় ??

Level 0

খুব সুন্দর টিউন হয়েছে ভাই _ জটিল হইছে। মনেতো হয়না আপনি এই প্রথম tune করলেন।

খুবই ভালো হয়েছে। চালিয়ে যান।

    ধন্যবাদ বেকার ভাই । আপনি সাথে থাকলে ইনশাআল্লাহ চালিয়ে যাব ।

Level 0

nice share

আমি আপনাকে শাব্দিক ব্যবহার করার পরামর্শ দেই। কারণ এখনও পর্যন্ত অন্য কোনো সফটয়্যার এত সহজে বাংলা টাইপ করতে পারেনা. ধন্যবাদ

    ধন্যবাদ আকাশ_পাগলা ভাইয়া আপনাকে ।
    কিন্তু এই সফটয়্যার পাব কই ? যদি পারেন লিংক দেন ।

Level 0

দুষ্ট ছেলের উদ্দেশ্যে বলছি আমি আপনাকে কোন ফাম দেয়নি আপনাকে ফাম দিয় আমার কি লা ভ বলুন । আপনার টিউনটি আমার ভাল লেগেছে তাই প্রিয়ত নিয়েছিলাম । আপনার কথা শুনে আমি খুবই দুঃখ পেলাম । আজ আমি আপনার কাছে একটি ওয়াদা করলাম আমি কোন টিউনারের টিউনে এধরনের কমেন্টস করবনা আপনার লেখা আমার ভাল লেখেছে প্রিয়তে নিলাম । আমি মেয়ে না ।

    ভাইয়া এত মাইন্ড খাইলে হবে !!
    আমি ফান করে বলেছিলাম । আর এটা আমি আপনার উপর খুশি হয়েই বলেছিলাম । plz dnt mind .

Level 0

আপনার উপর আপনার কথায় মাইন্ড করিনি শুধু আমি আমার মনের কথাটুকু বলেছিলাম । পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম ।

    হুম,বুজলাম । আপনাকে আবার ও ধইনাপাতা দিলাম ।

    @ all টিউনার , আমি একটা জঠিল সমস্যায় পড়েছি । প্রথম পেজে দেখাচ্ছে আমি লগ ইন করে আছি আর যখন ভিতরে ঢুকছি তখন আবার লগ আউট দেখাচ্ছে । বারবার লগ ইন করেও কোন কাজ হচ্ছেনা । এমন কি ভিতরে ভিজিটর সংখ্যা ও কমান্ট সংখ্যা অনেক কম দেখাচ্ছে । আর তাই আমাকে edit option এ এসে রিপলে দিতে হচ্ছে । কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাব ??? প্লিজ বলবেন

Level 0

ভাইয়া আপনাকে ধন্যবাদ

আমার উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩। আমার এটা হচ্ছে না। মানে আমার কন্ট্রোলপ্যানেলে Speech নামে একটা অপশান আছে কিন্তু কাজ হয় না।

    ভাই আমি তা জানি না । একই ভাবে control panel এ গিয়ে দেখুন । কাজ হলেও হতে পারে । wim 7 hoba

Level 0

ধইনাপাতা, ধইনাপাতা, ধইনাপাতা এর অর্থটা কি একটু বলবেন। আর আমার সন্দেহ হচ্ছে যে, আপনি আমাদের পুদিনা পাতা ভাই না তো? নতুন নামে টেকটিউনে পর্দাপন করতে ওপারেন।যদি হন তবে সালাম নিবেন। আর না হলে ক্ষমা করবেন।

    ধইনাপাতা এর অর্থ হয়তো ধন্যবাদ কে একঠু মজা করে বলা হয় । আর কি বলেন পুদিনা পাতা ভাই !! পুদিনা পাতা ভাই অনেক ভাল টিউনার । আপনাকেই আমার সালাম রইলো ।

কিছুই বুঝতে পারতেছিনা ধন্যবাদটা টেটিতে এসে ধইনাপাতা হয়ে গেল কেন? এটাকি আসলেই টিউনারদের ধন্যবাদ দেওয়া হচ্ছে নাকি ঠান্ডা মাথায় …. দেওয়া হচ্ছে…..
আর আপনার টিউনত মাশাআল্লাহ…….

কি জানি । তবে আমি কিন্তু ভাল ভেবে দিই । আপনাকেও অনেক ধইনাপাতা দিলাম ।

বস আমার কম্পিউটারে Control Panel যাবার পর Ease of Access । এই প্রোরোগ্রাম টা পাই না আমি Win…….s..pk..2 ব্যবহার করি । পিল্স হেল্প।

    boss, sory এটা win7 এ কাজ করে । তাই সম্ভব হলেwin 7 setup দিয়ে করুন ।

    আ তাহলে আমরা অসহায়? আর কিছু ই করার নাই? ও মাই গড………………………………………

আ তাহলে আমরা অসহায়?

vai audio video open korbo ki kore ektu bolen pls vai onek mojar ata thank u 4 sharing a new thing

Level 0

Commend এর সংখা দেখেই তো আমি অস্থির সবাই তো সব বলে ফেলেছে, আমি আর কি বলবে। Commend এর সংখায় বলে দেয় আপনি কি জিনিস…….. আপনার টিউনটি অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে……….