বুদ্ধি, বুদ্ধাংক (I.Q), বুদ্ধাংক নির্নয় (I.Q Test)

কাউকে কোন প্রশ্ন করলে যদি চটপট উত্তর দিতে পারে তবে তাকে বুদ্ধিমান বলা হয় । বিতর্কে অংশগ্রহণ করে যে সুন্দর ভাবে যুক্তি দিয়ে বক্তব্য উপস্থাপন করতে পারে সেও বুদ্ধিমান । যে গৃহবধু চমৎকার রান্না করতে পারে, সুন্দর ভাবে আপ্যায়ন করতে পারে সে বুদ্ধিমতী। অতএব ' কাজেই ' বুদ্ধির পরিচয় পাওয়া যায় । এখন প্রশ্ন হল বুদ্ধি কি ?

বুদ্ধি

বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন -

  • মনোবিজ্ঞানী ক্যাটেল বলেন - Intelligence is what intelligence does. অর্থাৎ বুদ্ধি যে কাজ করে তার মধ্যেই বুদ্ধির পরিচয়।
  • ডিয়ারবার্ণ বলেন - বুদ্ধি হল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা ।
  • স্টার্ন বলেন - বুদ্ধি হল নতুন সমস্যা ও অবস্থার সাথে সংগতি বিধানের সাধারণ মানসিক শক্তি ।

যে যত তাড়াতাড়ি শিখতে পারে সে ততবেশি বুদ্ধিমান । প্রকৃতি পরিবেশের সাথে খাপখাইয়ে চলার জন্য, আমাদের জীবনে সমস্ত রকম ক্রিয়াকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং সমস্ত সমস্যা সমাধান করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুদ্ধি আমাদের বড় হাতিয়ার ।

আমরা বলি অমুকের বুদ্ধি বেশি অমুকের বুদ্ধি কম । কিন্তু আমরা কিভাবে বুদ্ধি পরিমাপ করি ? আমরা তাদের কাজকর্ম ও আচরণ পর্যবেক্ষন করে তাদের বুদ্ধি পরিমাপ করি । এই বুদ্ধির পরিমাণ নির্ণয় করার জন্য ফরাসী মনোবিজ্ঞানী আলফ্রেড-বিঁনে একটি বুদ্ধি অভিক্ষা তৈরি করেন । তাকে সহায়তা করেন ড. সিমন । তার এ অভীক্ষা বিঁনে - সিমন অভিক্ষা নামে পরিচিত । এতে ৩ থেকে ১৫ বৎসর বয়সের ছেলেমেয়েদের উপযোগী প্রত্যেক বয়সের জন্য ৩০ টি করে প্রশ্ন বা সমস্যা সহজ থেকে কঠিন এভাবে ক্রমানুসারে সাজিয়ে তৈরি করা হয়। স্মরণ শক্তি, কল্পনা শক্তি, যুক্তি প্রদান, তুলনা করা, বিচার করা, সম্বন্ধ নির্ণয় করা, সংখ্যা ব্যবহার করা ইত্যাদি মানসিক প্রক্রিয়াকে কেন্দ্র করে এ অভিক্ষা তৈরি করা হয়েছিল । ১৯০৫ সালে এটি প্রকাশিত হয় । পরবর্তীতে আমেরিকার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করে এ অভিক্ষার উন্নতি করা হয় এবং স্টানফোর্ড - বিঁনে অভিক্ষা নামে পরিচিত হয় ।

বুদ্ধাংক (I.Q)

১৯১৬ খ্রীস্টাব্দে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল, এম, টারম্যান সর্ব প্রথম বুদ্ধি পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন এবং বুদ্ধাংক (Intelligence Quotient বা I.Q) শব্ধটি ব্যবহার করেন । যে কোন ব্যক্তির বুদ্ধি পরিমাপের জন্য বুদ্ধাংক ব্যবহার করা হয় ।

বুদ্ধাংক নির্ণয় (I.Q Test)

বুদ্ধাংক হলো মানসিক বয়স ও প্রকৃত বয়সের অনুপাত । মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে ১০০ দ্বারা গুণ করলে বুদ্ধাংক পাওয়া যায় ।

সূত্রটি হল -

বুদ্ধাংক (I.Q) = (মানসিক বয়স /প্রকৃত বয়স) * ১০০

এখানে ১০০ দ্বারা গুণ করা হয় ভগ্নারংশ এড়ানোর জন্য এবং ১০০ কে ধ্রুবক হিসেবে ধরা হয় ।

মানসিক বয়স :

মানসিক বয়স বলতে বুঝায় বিশেষ বয়সের জন্য নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নমালা তৈরি করা হয় এবং কেউ যদি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পরে তবে তার মানসিক বয়স হবে তত । যেমন - ৫ বৎসর বয়সের শিশু ৫ বৎসরের জন্য নির্দিষ্ট প্রশ্নমালার উত্তর সঠিকভাবে দিতে পারে হবে তার মানসিক বয়স হবে ৫ । যদি সে ৬ বৎসর বয়সের জন্য প্রশ্নমালার সঠিক উত্তর দিতে পারে তবে তার মানসিক বয়স হবে ৬। যদি সে ৫ বৎসর বয়সের জন্য প্রশ্নমালাটির উত্তর দিতে না পারে এবং ৪ বৎসর বয়সের জন্য প্রণীত প্রশ্নমালার উত্তর দিতে পারে তাহলে তার মানসিক বয়স হবে ৪ যদিও তার জন্মগত বয়স ৫ বৎসর।

প্রকৃত বয়স :

জন্ম থেকে পরীক্ষায় অংশগ্রহণের দিন পর্যন্ত বয়সকে প্রকৃত বয়স বলে ।

বর্তমানে বুদ্ধাংক নির্ণয়ের পদ্ধতির অনেক উন্নতি সাধান করা হয়েছে এবং বিভিন্ন পদ্ধতিতে বুদ্ধাংক নির্ণয় (I.Q Test) করা হয়।

বুদ্ধাংক স্কেল

বুদ্ধাংকের মাণ অনুযায়ী মানুষকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় । যেমন -

  • যাদের বুদ্ধাংকের মান ৭০ এর নীচে তাদের বলা হয় জড় বুদ্ধিসম্পন্ন ।
  • যাদের বুদ্ধাংকের মান ৭০ থকে ৯০ এর মধ্যে তাদের বলা হয় স্বল্প বুদ্ধিসম্পন্ন ।
  • যাদের বুদ্ধংকের মান ৯০ থেকে ১২০ এর মধ্যে তাদের বলা হয় স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ।
  • যাদের বুদ্ধাংকের মান ১২১ থেকে ১৪০ এর মধ্যে তাগের বলা হয় বেশি বুদ্ধি সম্পন্ন ।
  • যাদের বুদ্ধাংকের মান ১৪০ এর উপরে তাদের বলা হয় জিনিয়াস/মনীষা ।

কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের বুদ্ধাংকের মান

  • বিশ্ব চ্যাম্পিয়ান দাবাড়ু গ্যারি কাসপারভ - ১৯০
  • বিজ্ঞানী স্টিফেন হকিং - ১৯০
  • স্যার আইজ্যাক নিউটন - ১৯০
  • অভিনেতা জেমস উডস - ১৮০
  • লিউনার্দো দা ভিঞ্চি -১৮০
  • জোহান্স কেপলার - ১৭৫
  • মাইকেল ফ্যারাডে - ১৭০
  • মার্টিন লুথার - ১৭০
  • গ্যালিলিও গ্যালিলি - ১৬৫
  • আলবার্ট আইনস্টাইন - ১৬০
  • রবার্ট বয়েল - ১৬০
  • অভিনেত্রী শ্যারন স্টোন - ১৫৪
  • চার্লস ডা্রউইন - ১৫৩
  • আব্রাহাম লিংকন - ১৫০
  • নেপোলিয়ান বোনাপার্ট - ১৪৫
  • জর্জ ওয়াশিংটন - ১৪০

আরও দেখুন ইউনিভার্সাল জিনিয়াস

অনলাইন আই.কিউ টেস্ট

এখানে মোট ৩৮ টি প্রশ্ন আছে । প্রতিটি প্রশ্নের জন্য সময় ২০ সেকেন্ড এবং মোট সময় ১৩ মিনিট । এই সময়ের মধ্যে আপনি প্রশ্নগুলোর উত্তর সিলেক্ট করে whats my IQ তে ক্লিক করুন । আপনার আই.কিউ মান কত তা জানতে পারবেন ।

আরও কিছু অনলাইন আই.কিউ টেস্ট

সুত্র :

  • মাধ্যমিক শিক্ষা, শিক্ষাক্রম ও শিশুর ক্রমবিকাশ (মডিউল ১ ও ৩)
  • ইন্টারনেট ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন পর একটি তথ্যবহুল টিউন পেলাম………..ধন্যবাদ না দিয়ে স্বার্থপরের মত বলব এরকম টিউন আরও আরও চাই……..

Level 0

ওয়াও,চমৎকার একটি টিউন। দাড়ান,আগে নিজেকে টেস্ট করে নিই।

চালিয়ে যান

Level 0

হে হে সব সময় আমার বুদ্ধি একরকম থাকে না। মাঝে মাঝে ০% হয়ে যায় :o:

Level 0

অসাধারন !

ajke tune porlam na. tobe apnar akta post porsilam akbar khub e sundor likhen apni tai ghurte ashlam. onekdin pore login korsi. (sorry avro kaj kortese na tai………)

    ধন্যবাদ আপনাকে ।
    টিউন পড়ে যদি মন্তব্য করতেন তবে খুশি হতাম । কারণ পুরোটা পড়ে যদি গঠণমূলক মন্তব্য করতেন তবে আমার জন্য খুব ভাল হত ।
    এতে টিউনের মান কেমন হল তা জেনে উন্নতির চেষ্টা করতে পারব । আপনার ওখানে মাঝে মাঝে ঢু মেরে আসি । আপনার কি ফেসবুকে
    যাওয়া হয়না ?

বাংলাতে IQ টেস্ট করতে পারলে আরও ভাল হতো।
ধন্যবাদ আপনাকে।

    ধন্যবাদ ।
    হমম! বাংলাতে আই.কিউ টেস্ট করতে পারলে ভাল হত ।
    পরীক্ষা দিচ্ছি তাই বাংলা করার ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনি ।
    পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে এ বিষয়টা পড়ছিলাম আর টিউন করছিলাম ।
    পরবর্তীতে বাংলায় আই.কিউ টেস্ট করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ ।

    হুম অর্ধেক প্রশ্ন তো ইংরেজী জ্ঞানের জন্যেই পারলুম না। আর সময়টাও ইংরেজী জ্ঞানের জন্যেই গেল। 🙄

    বাংলার ব্যাপারে একমত। কিছু ক্ষেত্রে এমন অনেক প্রশ্ন থাকে যেটা হয়তো ওদের স্কুল বা সামাজিকতার সাথে সম্পর্কিত। আর ইংরেজির কারণে পারসেপশন টাইমও কম পাওয়া যায়।

darun hoieche.

amar score 79.hehehhe

আমি যে গাধার গাধা ……… তাই iq টেস্টের নাম শুইনা ভয় পাইলাম …………….

আমার স্কোর হবে (মাইনাস) …..আমি সিউর…………..

    এভাবে নিজেকে ছোট করবেননা ।
    প্রত্যেকেরই এমন কিছু বুদ্ধমত্তা আছে যা অনন্য ।
    আপনার মাঝে ও আছে ।
    ধন্যবাদ মন্তব্যের জন্য ।

good……but buddhi barate hole corcha dorkar …..asa kori se type er kisu apnar theke learn korte parbo…karon amar buddhi ektu kom amar ma-baba bolen….Thanks 4 this type of tune…

    ধন্যবাদ আপনাকে ।
    ভাই সবারই বুদ্ধি আছে কিন্তু বিভিন্ন কারণে কারো বুদ্ধির বিকাশ হয় আবার কারোটা সঠিক বিকাশ হয় না ।
    বুদ্ধির সঠিক বিকাশে কি করণীয় তা নিয়ে টিউন করার চেষ্টা করব ।

ভালো লাগলো। আমার কাছে বিশেষভাবে বিশেষায়ীত মান সম্পন্য টিউন এটা। আই,কিউ আমার হবি'র মধ্যে পরে।
ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

সবই তো বুজলাম।বুদ্ধি কাকে বলে জানলাম। বুদ্ধি কিভাবে নির্ণয় করতে হয় তা শিখলাম।কিন্তু কিভাবে বুদ্ধি বাড়ানো যায় তা তো শিখতে পারলাম না। শিরনাম দেখে মনে করছিলাম এবার মনে হয় নিজের বুদ্ধি বাড়ানোর একটা উপায় পাওয়া যাবে। আমার অনেক বুদ্ধি কম। তাইতো মাঝে মাঝে কোথায় কি মন্তব্য দিতে হবে তাও ভুলে যাই। আশা করব আপনার আগের সব টিউনের মত এই টিউনের যে যে দিক গুলোর মাধ্যমে আমার বুদ্ধি বাড়ানো যাবে টা তুলে ধরবেন। দেখেন আমার কত বুদ্ধি কম আপনাকে এত সুন্দর টিউনের জন্য ধন্যবাদ দিতে ভুলে গেছি।

    আপনাকে ধন্যবাদ ।
    কে বলল আপনার বুদ্ধি কম ? এই যে আপনি ধরে ফেললেন টিউনটিতে বুদ্ধি বাড়ানোর উপায় থাকেল ভাল হত এতেইতো আপনার বুদ্ধির পরিচয়
    পাওয়া যায় । চেস্টা করব বুদ্ধি বাড়ানোর উপায় ও বুদ্ধির সঠিক বিকাশ কিভাবে হয় তা নিয়ে টিউন করার ।
    ভাল থাকুন ।:)

অনেক সুন্দর একটা টিউন করলেন। ধন্যবাদ।

আমি জিনিয়াস/মনীষা দের অন্তর্ভুক্ত, কারণ ১৪০ কে ২ দিয়ে ভাগ করলে ৭০ হয়। ২ খুব ছোট সংখ্যা, শুণ্যের কাছাকাছি যা উপেক্ষণীয় 🙄

চমৎকার টিউন 🙂

সাইটে মনে হয় কোন সমস্যা আছে আমার ১১৭ আসতেছে

    ১১৭ তো স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন ।
    আপনি কি আরও বেশি না কম আশা করেন ।
    ধন্যবাদ ।

আইকিউ আমার প্রিয় একটি বিষয়। ইন্টারনেটের IQ টেস্টগুলো বেশিরভাগ ইংরেজিতে যার দরুন ভাষাগত জটিলতায় কিছু প্রশ্ন অনেকের বুঝতে সময় লাগে বেশি। বাংলা ভাষায় মনে হয় খুব একটা IQ প্রাকটিসের বই নেই। তাই দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বই-পুস্তক, পত্র-পত্রিকা, বিভিন্ন পরীক্ষার IQ টেস্ট ও ইন্টারনেট থেকে হাজার হাজার IQ প্রশ্ন সংগ্রহ করেছি। এগুলো বাংলায় অনুবাদ করে ভবিষ্যতে বই আকারে প্রকাশের ইচ্ছা আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় IQ-র উপরে চমৎকার টিউনের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

    আপনাকে অনেক ধন্যবাদ ।
    আশা করি আপনার বইটি দেখার সুযোগ পাব ।
    ভাল থাকুন ।

বিভিন্ন বিখ্যাত ব্যক্তির আই কিউ এর মাত্রা কে দিল কীভাবে দিল? ওদের তো টেস্ট করা হয়নি।

আবার কিছু টেস্ট আছে কয়েকবার দিলে স্কোর ভাল আসে, কারণ একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কিংবা একই প্যাটার্নের প্রশ্ন দেয় — আর ভাষাগত সমস্যার কথাটাতো অনেকেই উল্লেখ করেছেন।

একটা ইংরেজি প্রশ্ন বাংলায় অনুবাদ করলেই সেটা উপযুক্ত হবে কি না সেটা বিবেচ্য। কারণ ঐ প্রশ্নটা সেট করার পেছনে যে গবেষণালব্ধ ফলাফল আছে সেটা জেনে বুঝে তারপর এই বিষয়ে বিশেষজ্ঞ দ্বারা প্রশ্ন সেট করা উচিত।

আমার তো ১৩২ আসছে। আর মাতর ৮ মারক এর জন্য জর্জ ওয়াশিংটন এর সমান হতে পারলাম না :'(

অনেক ধন্যবাদ এমন তথ্যবহুল একটা পোষ্টের জন্য…………………

thank's, na di parlam na satti-e khub valo

আপনি বি.এড কোর্সের সাথে জড়িত? জড়িত থাকলে আমাকে জেন্ডার স্টাডিস বই এর কোন লিংক দিতল উপকার হতো।

    দু:খিত জেন্ডার স্টাডিজ বইয়ের কোন লিংক আমার জানা নাই ।
    আপনি কি বি.এড করছেন ?
    আমার কাছে বি.এড এর কয়টি মডিউল আছে ।
    আপনার ইমেইল আইডি দিলে পাঠাতে পারতাম যদি আপনার প্রয়োজন হয় ।
    ধন্যবাদ ।

    tqi-sep.org সাইটে যা আছে তা আমার কাছে আছে । আমার জেন্ডার স্টাডি টা প্রয়োজন
    tqi-sep.org সাইট টিতে এখন সমস্যা কিন্তু আমার নামানো আছে। এছাড়া
    PS-100
    PS-101(জেন্ডার স্টাডি)
    ES-101 মডিউল 1.,2,3,4
    এই গুলো যদি থাকে। ইমেল আইডি [email protected]