সবাই বলে লাদেন মারা গেছে আমেরিকার হাতে !!আমি বলি মিথ্যা কথা !! ??লাদেন ৩০/৪০ বছর আগেই মারা গেছে ,ভাবতেছেন আমিকি পাগল হইয়া গেলাম নাকি ?আসলে যে মারা গেছে বলে আপনারা বলতেছেন তার নাম ওসামা বিন লাদেন । লাদেন হইলো তার বাপের নাম যিনি বহুত আগেই মারা গেছে । আরব দেশগুলোতে ছেলের নাম তার বাপের নামের সাথে মিলাইয়া রাখা হয় যেমন করিমের বাপের নাম যদি হয় জামাল তাইলে করিমের নাম হবে করিব বিন জামাল এর বাংলা অর্থ হইলো জামালের ছেলে করিম। বুঝলেন বেপারটা।
একটা ছোট গল্প আছে ‘এক রাজার ছেলে হইছে কালো প্রায় কাক টাইপ। সবাই বলা শুরু করছে রাজার কাকের মতো কালো ছেলে হইছে এ কথা প্রায় অনেক দূর জাইতে জাইতে হইয়া গেছে রাজার কাক হইসে’। লাদেনের আসল নাম হইল ‘ওসামা বিন মুহাম্মদ বিন আবাদ বিন লাদেন’ এই দেশে আসতে আসতে হইয়া গেছে ওসামা বিন লাদেন।
আমি arfin akhand। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।