সুপার কম্পিউটার মিরা তৈরি করছে IBM

এই সুপার কম্পিউটারটি কাজ করা শুরু করবে ২০১২ সাল থেকে। এর কার্যক্ষমতা প্রতি সেকেন্ডে ১০০০ ট্রিলিয়ন ক্যালকুলেশন । এটি আমেরিকার এনার্জি ডিপার্টমেন্টর Argonne National Lab এ ব্যবহার করা হবে।

এর এই নামের অর্থ হচ্ছে আশ্চর্য । লাতিন ভাষা থেকে মিরার নামকরন করা হয়েছে। একে ব্যবসায়, গবেষণা , শিক্ষা ক্ষাতে ব্যবহার করা হবে।

কম্পিউটারটি তৈরি করতে কত খরচ হবে তা এখনও IBM বলেনি। কিন্তু ধারনা করা হচ্ছে এতে প্রায় ৫০ মিলিয়ন ডলার খরচ হবে। আর্গন ল্যাবের বর্তমান কম্পিউটার থেকে মিরা ২০ গুন দ্রুত কাজ করতে পারবে। আইবিএম ২০১২ সালের মধ্যে আরও দুটি অধিক ক্ষমতার কম্পিউটার তৈরি করবে।

তথ্যসূত্র

Level 0

আমি গালিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রতি সেকেন্ডে ১০০০ ট্রিলিয়ন ক্যালকুলেশন !!! ওয়াও । টিউন টি ভাল লেগেছে

thank u .

বিশ্বের সেরা সুপার কম্পিউটারগুলো কী দিয়ে চলে জানেন নাকি?

http://en.wikipedia.org/wiki/TOP500#November_2010_list

http://en.wikipedia.org/wiki/Supercomputer#Operating_systems