কিভাবে জাতিসংঘে চাকরি পাবেন বা করবেন?

মূলত একদিন সামুতে ঘুরতে ঘুরতে এই পোস্টটা পেলাম। তারপর কানাডিয়া বসবাসরত আমার এক দু্রসম্পর্কের ভাইকে এই তথ্য টি জানাইলাম যে জাতিসংঘে কিভাবে চাকরি করতে হয়। তথ্যটি পেয়ে ওনি অনেক খুশি হলেন এবং আমাকে অনেক ধন্যবাদ জানাইলেন। কিছুদিন আগে ওনার সাথে যোগাযোগ করলাম এবং চাকরির কথা জিঙ্গেস করলাম, ওনি বললেন সব ধরনের কাজ complete এখন শুধু interview এর অপেক্ষা এবং ওনি খুবই আশাবাদি যে চাকরিটা পেয়ে যাবন। তাই সামু থেকে পাওয়া এই লেখাটা খুব উপকারি বলে আপনাদের সাথে শেয়ার করলাম। চাকরি না পান অন্ততপক্ষে নিজে জানতে পারবেন এবং অন্যকে জানাইতে পারবেন যেটা আমি করেছিলাম।(আমি অনেক ধন্যবাদ জানাই এই পোস্টের লেখককে।যদিও আমি এই লেখাটা সামুতে অনেক বার খুজেছি কিন্তু পাই নাই।)এই লেখাতে আমার সেই ভাইয়ের ব্যক্তিগত কিছু কথাও আমি যোগ করলাম। তো চলুন শুরু করি......

প্রথমেই বলে নেই যে জাতিসংঘে চাকরি পাওয়া অত্যন্ত কঠিন একটা ব্যপার। একটা পদের জন্য ১০,০০০ এরও বেশী Appliacant থাকে । তো এই নিয়ে ভয় পাওয়ার কোন কারন না। এর থেকে আরো বড় প্রতিষঠান, NASA তে বাংলাদেশের ছেলেরা চাকরি করছে অত্যন্ত দক্ষতার সাথে। আমি মনে করি উপযুক্ত যোগ্যতা এবং নিজের প্রতি বিশ্বাস থাকলে চাকরি পাওয়াটা কোন ব্যপার না।  তাছাড়াও এই দেশের অনেকে জাতিসংঘে চাকরি করছে বলে আমি জানি। তাছাড়াও এই চাকরি অনেক অর্থপূ্র্ণ ও সম্মানজনক। মাসিক বেতন প্রায় ৫,০০০ ডলার থেকে ১৫,০০০ ডলার পর্যন্ত। এর থেকেও বড় কথা এই চাকরি পাওয়ার জন্য আপনাকে আলাদা কোন টাকা (ঘোষ) গুনতে হবে না।
কোথায় করবেন জাতিসংঘের চাকরি?
জাতিসংঘে চাকরি সাধারনত দুই ধরনের জায়গায় কাজ করতে হয়। প্রথমটা হচ্ছে জাতিসংঘের হেডকোয়ার্টার্স/ সেক্রেটারিয়েট এ (নিউ ইয়র্ক, জেনেভা, ভিয়েনা ও নাইরোবি) দ্বিতীয়ঢি হচ্ছে জাতিসংঘে মিশনে। একটা মজার ব্যপার হল অন্যঅন্যান্য সেনাবাহিনীর পাশাপাশি এখানে অনেক বাংলাদেশি সেনাবাহিনী আছে। হয়ত চিন্তা করতেছেন এখানে আমরা গিয়ে কি করবো ?অনেক ক্ষেত্রে কাজের আছে। যেমন ইন্জিনিয়ারিং, টেকনিক্যাল,পলিটিকাল,মেডিক্যাল, আইন, মিডিয়া,এডমিনিস্ট্রেশন, শিক্ষা,  এফেয়ার্স,  হিউম্যান রাইটস, অনূবাদক, যোগাযোগ,  নেটওয়ার্কিং আরো অনেক।

জাতিসংঘের পদ গুলো
জাতিসংঘে্র পদ গুলো সাধারনত কয়েক ধরনের হয়ে থাকে। যেমনঃ
১. প্রফেশনাল এবং উচ্চ ক্যাটাগরী (P and D)
২. জেনারেল সার্ভিস ক্যাটাগরী (G, T/C, S, PIA, LT)
৩. ন্যাশনাল প্রফেশনাল অফিসার (N)।
৪. সিনিয়র এপয়ন্টমেন্ট (SG, DSG, USG and ASG)
৫. ফিল্ড সার্ভিস (FS)
এ ছাড়াও ইউ এন ভলান্টিয়ার (UNV) বলে একটা ক্যাটাগরী আছে যারা সাধারনত এক্সপেরিয়েন্স এর জন্য জাতিসংঘের শান্তি মিশনে কাজ করে থাকেন এবং যাদের বেতন বেশ কম (২০০০ ডলার এর আশে পাশে/মাস)।

ধরে নিচ্ছি আপনার বিশ্ববিদ্যালয় ডিগ্রী আছে এবং কাজ করার কিছু অভিগ্গতাও আছে। আপনি প্রফেশনাল এবং উচ্চ ক্যাটাগরীতে (P and D) শান্তি মিশনে (বিশ্বের ২৭ দেশে এখন এই মিশন চলছে) কিভাবে এপ্লাই করবেন তা বলছি।

প্রথমেই বলি যে কাজের জন্য আবেদন করবেন তাতে ন্যুনতম কতদিনের অভিগ্গতা লাগবে।
(P- মানে প্রফেশনাল এবং D - মানে ডাইরেক্টর)

P-2 - ন্যুনতম দু বছর
P-3 - ন্যুনতম পাঁচ বছর
P-4 - ন্যুনতম সাত বছর
P-5 - ন্যুনতম দশ বছর
P-6/D-1- ন্যুনতম পনের বছর
P-7/D-2- পনের বৎসরের ওপরে

এপ্লিকাশনের স্টেপ গুলো:
(বলে রাখি জাতিসংঘে চাকরি পেতে কোনো পয়সা খরচের প্রয়োজন নেই এবং পুরোটাই অনলাইনে হয়।)
১। জাতিসংঘের সাইটে গিয়ে প্রথেমে একাউন্ট খুলুন বা রেজিস্টার করুন।
https://inspira.un.org/psc/UNCAREERS/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS_CE.GBL?Page=HRS_CE_HM_REG

২। এর পরে আপনি আপনার বেসিক প্রোফাইল তৈরী করন যাতে নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদি থাকবে।

৩। এরপর আপনি খসড়া একটা এপ্লিকেশন ফর্ম ফিল আপ করুন। এটা অনেক টা আপনার রেজিউমে মত। এটা পূরন করতেই মাস খানেক লাগবে আশা করি! খুব মনোযোগ দিয়ে করুন। একবারে করার দরকার নেই। সেভ করে করে পূরন করুন।

৪। ইউ এন সাইটে যেয়ে মাঝে মাঝেই নতুন চকরীর পোস্টিং দেখুন।
https://inspira.un.org/psc/UNCAREERS/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS_CE.GBL?Page=HRS_CE_HM_REG

৫। আপনি যে চাকরির জন্য যোগ্য মনে করেন আপনাকে তাতে ক্লিক করে এপ্লাই করুন। এর সাথে সাথে আপনাকে কিছু ছোট ছোট মাল্টিপল চয়েস প্রশ্ন করা হবে যার উত্তর আপনি দেবেন। উত্তর দেয়া শেষ হলে আপনাকে একটা পারসোনাল স্টেটমেন্ট লিখতে বলবে (সাধারনত ১৫০০ শব্দের যা আগে হতেই লিখে রাখবেন)। এটা আপলোড করবেন। এরপর সব ঠিক থকলে একটা ই মেইল কনফার্মেশন পাবেন যে আপনার এপ্লিকেশন গৃহিত হয়েছে।

৬। আপনার এপ্লিকেশন যাচাই এর পরে আপনাকে যোগ্য মনে হলে একটা এসেসমেন্ট পরীক্ষার জন্য আপনাকে বলা হবে। এটা একটা লিখিত পরীক্ষা বা কেস স্টাডির মত যা বাংলাদেশেই বসে দেবেন।

৭। এর পরে আপনি উপরের ধাপ পার হলে একটা ইন্টারভিউ এর জন্য ডাকা হবে যা সাধারনত অনলাইনে হয়।

৮। ইন্টারভিউ এ যোগ্য হলে আপনি চাকরীর অফার পাবেন! সাধারনত প্রথমে ৬ মাসের অফার থাকে যা পরে আপনার কাজের ওপর নির্ভর করে বাড়বে।

মনে রাখবেন আপনি যে ধরনের কাজের জন্য যোগ্য শুধু সে ধরনের পোস্টেই এপ্লাই করবেন। এপ্লিকেশন সাবমিট করার আগে পো্স্টের বিভিন্ন দিক দেখে রেজিউমে টা সাজাবেন। সব ধরনের পোস্টের জন্য একই রেজিউমে দেয়া ঠিক হবে না।

(টিটি একটি বাংলা টেকনোলজি ব্লগ। তাই এখানে অনেক টেকি লোক আসে। আর আমি মনে করি একমাএ টেকনোলজি প্রিয়রা পারে একটি দেশকে তুলে ধরতে বিশ্ববাসীর কাছে । তাই আমার এই টিউন। হয়ত এটা এখানে মানাই না।)

সবাইকে ধন্যবাদ...ভালো থাকবেন...

Level 0

আমি তাপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন 🙂

হা হা অনেক ভালো লাগল জেনে। আমার দ্বারা হবে না। ধন্যবাদ শেয়ার করার জন্য

Level New

খুব ভাল টিউন করেছেন, আমাদের সবারই খুব উপকার হবে।

Excellent Tune! Many Thanks to you.

উপকারী টিউন, ধন্যবাদ।

thank you too………

Level 0

সুন্দর টিউন
চালিয়ে যান

আপনার টিউন ১০০০০০ বার এখানে মানিয়েছে।
আরে এটা না মানালে কোনটা মানাবে ? ডলার চোর ভাইদের টিউন ?

ধন্যবাদ আপনাকে, দোয়া করি আপনার যেনো জাতিসংঘে চাকুরি হয়!!!!!

    ধম্যবাদ সুন্দর মন্ত্য্যবের জন্য।

ভাবছি চাকুরিটা নিয়েই নিই :

    চলুন ভাই একসাথে যাই

খুবই কাজের টিউন……. ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    ধন্যবাদ পডার জন্য

Level 0

অসাধারন লিখলেন। কাজে আসবে।

আমারে ত জাতিসংঘে আমন্ত্রন জানাইছিল ওদের চেয়ারম্যান পদে যোগদান করার জন্য কিন্তু আমি ওদের বললাম যে বিলগেটস আমারে আগেই বইলা রাখছিল । 🙁

Thanks……good tune.

niceee tune !!!!!!!!!!!!!

জেনে রাখলাম।পরে কাজে দিবে।শেয়ারের জন্য ধন্যবাদ।

খুবই উৎসাহ মূলক টিউন, ভালো হয়েছে।

খুবই উৎসাহ মূলক টিউন, ভালো হয়েছে। ধন্যবাদ।

কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন….

জটিল হৈয়েছে ।অনেক ধন্যবাদ , রেজিঃ করলাম, দেখি একবার ট্রাই করে । যদি লাইগে যায় ।

আপনাকে অনেক ধন্যবাদ 😀

Level 2

vhai personal statement dara ki CV bujacchen

Very informative tune