CCNA কী, কী জন্য ও কীভাবে পড়বেন?

যারা Networking উপর ক্যারিয়ার গড়তে চান বা Networking শিখার জন্য আগ্রহ বেশি তারা এই টিউনটি পড়ে উপকৃ্ত হবেন আশাকরি। তো চুলুন শুরু করি।

CCNA কি?

Cisco Certified Network Associate যাকে সংক্ষেপে বলা হয় CCNA। এটি একটি বিশেষ ধরনের নেটওয়াকিং কোর্স। চাকরির প্রমোশনে ও জব এনরিচমেন্টে আইটি সার্টিফিকেশনের বিকল্প নেই। যারা নেটওয়াকিং সম্পর্কে জানতে আগ্রহী বা নেটওয়ার্কিং কে পেশা হিসেবে নিতে চান তাদের জন্য নেটওয়াকিং শিক্ষার শুরু হতে পারে CCNA কোর্সটি দিয়ে। নেটওয়াকিং বিষয়ক যতধরনের কোর্স বর্তমানে প্রচলিত রয়েছে তার মধ্যে Cisco Certified Networking কোর্সগুলো হচ্ছে পূর্বের সকলের চেয়ে ভাল। এর কোর্স কারিকুলাম অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী। সিসিএনএ টেকনো বিশেষজ্ঞদের নেটওয়ার্ক স্কিল উন্নয়নে সর্বাধিক সহায়তা সহ সর্বশেষ প্রযুক্তির নেটওয়ার্ক জ্ঞান প্রদান করবে। Cisco Career Certifications এর আওতায় নেটওয়ার্ক সংক্রান্ত কোর্সগুলোর মধ্যে এন্ট্রি লেভেলের কোর্স CCENT (Cisco Certified Entry Networking Technician) তারপরই CCNA। CCNA করার জন্য CCENT করতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই, তবে CCNP (Cisco Certified Network Professional) এবং CCIE করতে গেলে আপনাকে অবশ্যই CCNA কমপ্লিট থাকতে হবে। এই কোর্সের টাইটেল স্পন্সর হচ্ছে আমেরিকার Cisco Systems, Inc. এটি বিখ্যাত নেটওয়াকিং ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। Cisco এই কোর্স চালু করেছে তাদের প্রোডাক্টের পাবলিসিটি এবং দেশের দক্ষ জনবল তৈরী করার জন্য।

CCNA এর দুটি কোর্স। দুটি কোর্সের ভিউ দুই ধরনের। সেগুলো হচ্ছে :

  • # CCNA Discovery
  • # CCNA Exploration

CCNA Discovery :

Discovery মূলত তাদের জন্য যাদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে কিন্তু নেটওয়াকিং সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। এটি Exploration এর চাইতে সহজ এবং খুব বেশী গভীরে না গিয়েও বেসিক নেটওয়াকিং সম্পর্কে পরিস্কার ধারনা দিতে পারে। Beginner দের জন্য এটি সবচাইতে ভাল নেটওয়ার্কিং কোর্স। CCNA Discovery এর এক বছর মেয়াদী মোট ৪টি সেমিস্টার রয়েছে। এগুলো হচ্ছে -

  • ১। Networking for Home and Small Businesses v4.0
  • ২। Working at a Small-to-Medium Business or ISP v4.1
  • ৩। Introducing Routing and Switching in the Enterprise v4.0
  • ৪। Designing and Supporting Computer Networks v4.0

CCNA Exploration :

CCNA Exploration একটু এ্যাডভান্স ইউজারদের জন্য। এই কোর্সে ভাল করার জন্য আপনাকে কম্পিউটার এবং নেটওয়াকিং সম্পর্কে বেশ ভাল জ্ঞান থাকতে হবে।সর্ব্বোচ্চ ১০০ নেড বিশিষ্ট নেটওয়ার্কের জন্য LAN ,WAN ও Dialup Access সার্ভিসের ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয় সিসিএনএ পরীক্ষায়। তবে বিভিন্ন প্রোটোকলসহ নেটওয়ার্কিংকের সজ্ঞে সম্পৃক্ত আনুষঙ্গিক অনেক ব্যপারেই ধারনা থাকতে হয় এই প্রশিক্ষনে অংশগ্রহন করার জন্য।  সাধারনত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার বিষয়ক অন্য কোন গ্রাজুয়েশন ডিগ্রীধারীরা এই কোর্স নিয়ে থাকে। তবে অন্যান্যদের হতাশ হবার কিছু নেই, চেষ্টা থাকলে অন্যদের পক্ষেও ভাল করা সম্ভব। CCNA Exploration এরও এক বছর মেয়াদী মোট ৪টি সেমিস্টার। এগুলো হচ্ছে -

  • ১। Network Fundamental
  • ২। Routing Protocol and Concept
  • ৩। LAN Switching and Wireless
  • ৪। Accessing the WLAN

CCNA কেন পড়ব?

এরকম প্রশ্ন মনে আশা স্বাভাবিক। এক্ষেত্রে উত্তরটাও মন থেকেই বের করতে হবে। ভাবতে হবে আপনার চাহিদাটা কি। আপনি কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার নেটওয়ার্কিং নিয়ে সাজাতে চান? আপনার জব অপরচুনিটি বাড়ানোর জন্য কি নেটওয়াকিং জানা প্রয়োজন? আপনার কি আগ্রহ আছে নেটওয়াকিং এর প্রতি? তবে মনে রাখতে হবে যে CCNA কোন গ্রাজুয়েশন লেভেলের কোর্স বা তার সমপর্যায়ের নয়। তবে CCNA Certified দের চাকুরী বাজার আছে।

অনেকে মনে করেন এইসব কোর্স কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েটদের জন্য। আসলে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন না করেও কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব। আমাদের দেশে আইএসপিগুলোতে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার এমনকি অনেক ব্যাংকে পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার রয়েছেন যারা কম্পিউটার সায়েন্স কখনো পড়েননি। কিন্তু বিভিন্ন আইটি শিক্ষা প্রতিষ্ঠান, থেকে কম্পিউটার নেটওয়ার্ক বিষয়ে ১ বছর মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন করে জব মার্কেটে ঢুকে পড়েছে। ১৯৯৩-১৯৯৭ সাল পর্যন্ত যারা এসব ডিপ্লোমাগুলো করে জব মার্কেটে ঢুকেছিলেন এমন অনেকেই আজকে অনেক বড় প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্ণধার। অথচ ওনাদের কোন কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন নেই, এমনকি সাধারণ ডিগ্রী পাস অনেকেও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন।

তবে বর্তমানে যেসব প্রতিষ্ঠান ডিপ্লোমা করাচ্ছে তাদের মান কিছুটা কমে গেছে বললে খারাপ কিছু বলা হবে না। অন্যদিকে প্রতিযোগিতা এ পেশার ক্ষেত্রে অনেক বেড়ে গেছে এবং কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট করেও অনেকে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাগুলো আবার করে নিচ্ছে। যদি আপনি কম্পিউটার সায়েন্সে না পড়ে থাকেন তবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে আপনাকে স্বাগতম; কারণ এ পেশায় কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট নয় এমন ক্যারিয়ারিস্টের সংখ্যা অনেক। তবে এক্ষেত্রে আপনাকে দু’তিনটি ইন্টারন্যাশনাল ভেন্ডর সার্টিফিকেট কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর অর্জন করতে হবে। একই কথা কম্পিউটার সায়েন্সের বেলায়ও প্রযোজ্য।

ক্যারিয়ার ক্ষেত্র

কম্পিউটার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোতে। এছাড়া মোবাইল কোম্পানি, ব্যাংক, এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি, শেয়ার মার্কেট, মাল্টিন্যাশনাল ও ন্যাশনাল কোম্পানি, বায়িং হাউজে অর্থাৎ যেখানে কম্পিউটার নেটওয়ার্ক আর ইন্টারনেট ব্যবহার করা হয় সেখানেই রয়েছে চাকরির সুযোগ। দিনে দিনে এই চাকরির বাজারটি  আরো বড় হচ্ছে।

কিভাবে শুরু করবেন?

কম্পিউটার নেটওযার্ক ইঞ্জিনিয়ারিং এ পেশা গড়ার ইচ্ছা থাকলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে অত্যন্ত দুই বছর এ বিষয়টি অধ্যয়ন করার। আমার মতামত হলো প্রথমে আপনি যদি কম্পিউটার সায়েন্সে না পড়ে থাকেন তাহলে বাজার থেকে বাংলাভাষায় লিখিত কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে একটি বই কিনে পড়া শুরু করুন। পাশাপাশি ইংরেজি একটি নেটওয়ার্কিং বই কিনে নেবেন। আর কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করছেন যারা তাদের বলছি, ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং কোর্স দুটি ভাল মত কমপ্লিট করবেন।আর যারা ডিপ্লোমা-ইন-কম্পিউটার এই পড়ছেন তাদের বলছি ই-সার্বিসেস এবং ডাটা কমিউনিকেশন এ্যান্ড ফান্ডামেন্টালস্ ভালো করে পড়েন। যদি দেখেন কোর্স দুটির বিষয় আপনাকে আকর্ষণ করেছে এবং ভবিষ্যতে এ বিষয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা জন্মেছে তাহলে অন্তত দুটি ইন্টারন্যাশনাল ভেন্ডর সার্টিফিকেট অর্জন আপনাকে করতেই হবে। যেমন: প্রথমে CCNA তারপর CCNP।

CCNA কোর্স কোথায় করবেন?

CCNA কোর্সটির পরীক্ষা দিতে হয় অনলাইনে এবং কোর্স ম্যাটেরিয়াল সব প্রতিষ্ঠানেই একই। সুতরাং আপনি CCNA যে কোন সেন্টার থেকেই করতে পারেন। সব সেন্টারের সার্টিফিকেট Cisco থেকে আসবে এবং সবার সার্টিফিকেট ভ্যালু সমান। শুধু আপনাকে মনযোগী হতে হবে এবং আগ্রহ ধরে রাখতে হবে। তবে ল্যাবে রিসোর্স বেশী থাকলে কিছু বাড়তি সুবিধা পাবেন হাতে কলমে শিখে নেওয়ার। এছাড়া সিমুলেশন সফটওয়্যার Packet Tracer যেটি Cisco থেকে দেওয়া হয় এখানেও আপনি নেটওয়াকিং প্রাকটিস করতে পারবেন। সুতরাং আপনি খোজ করুন সেন্টারটি অবস্থান এবং কোর্স ফির উপর ভিত্তি করে।

CCNA জন্য কোন ফিক্সড ফিস নাই, যার কারনে সেন্টার টু সেন্টার এর ফিস ভিন্ন হতে পারে। আমাদের দেশে সিসকোর লোকাল এডুকেশন একাডেমিগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইত্যাদি। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সমাপ্ত করে যে কেউ বিশ্ববিদ্যালয়ে চালু এক বছর মেয়াদি এ একাডেমিক কোর্সে ভর্তি হতে পারবে।

সিসকো কোর্স ক্যারিকুলাম ও এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পেতে যোগাযোগ করুন সিসকোর অফিশিয়াল ওয়েব সাইটে http://cisco.netacad.net আর একাডেমিক কোর্স করার পর ভেন্ডর পরীক্ষা সহজে দিয়ে দেওয়া যায়।তাছাডাও দেশে বেশ কিছু প্রতিষ্টানই বর্তমানে CNNA প্রশিক্ষন দিচ্ছে। এদের মধ্যে অন্যতম –

  • নিউ হরিজন,মোবাঃ ০১৭১৬-৫৫৫৬৩১, ০১৬৭২-৮৮২৪১১
  • ডিআইআইটি,মোবাঃ ০২-৯১১৭২০৫
  • আইটি বাংলা,মোবাঃ ০১৭৩৩-৯৯০৫৪১

সবাই ভালো থাকবেন।

Level 0

আমি তাপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন। ভাল লাগলো CCNA মানে নেটওয়াকিং নিয়ে লিখার জন্য। আসলে এই বিষয়ে খুব একটা টিউন দেখা যায় না। কাজের টিউন। ধন্যবাদ আপনাকে।

    আপনাদের কাজেই লাগলেই আমি সার্থক। ধন্যবাদ।

অনেক চমৎকার! অনেক অনেক ধন্যবাদ। প্রিয়তে রাখলাম

    প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ।

একটি গুরুত্বপূর্ন টিউন।

Level 0

কাজে লাগবে
অনেক ধন্যবাদ আপনাকে

দারুন লাগল

অসাধারন লিখেছেন। টিউন কোয়ালিটি চমৎকার। অনেকের উপকারে আসবে আশা করি। স্টিকি হোক।

ধন্যবাদ …।

সময়োপযোগী সুন্দর টিউন।CISCO, CCNA সম্পর্কে এতকিছু জানতাম না।আমাদের ভার্সিটিতেও ৬ মাস মেয়াদী প্রোগ্রাম আছে।কোর্সফি মনে হয় ৬০০০০৳ ।

ধন্যবাদ না দিয়ে পারলাম না। অসাধারন লিখেছেন।
আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ছি(এবার ৮ম)। আমার নেটওয়ার্কিং এ খুবই আগ্রহ। লক্ষ আছে ডিপ্লোমা শেষ করে CCNA কোর্স করতে ঢাকায় যাব। আপনার এ বিষয়ে দিকনির্দেশনা পেয়ে অনেক উপকৃত হলাম। আশা করি আপনি নেটওয়ার্কিং বিষয়ে আরও টিউন করবেন।

কিছু ব্যক্তিগত প্রশ্নঃ এই কোর্সের গড়পড়তা খরচ কত? আপনি কি কোর্স সম্পন্ন করেছেন? আপনি কি জব করছেন?
ধন্যবাদ………।

    উত্তরঃ ১.CCNA এ পড়তে প্রতিষ্টানভেদে টাকা নেয়। বর্তমানে কোন প্রতিষ্টান কত নেয় আমার জানা নেয়। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
    ২. আমি CCNA Exploration কোর্সটি করেছিলাম দেড় বছর আগে। তবে শখ করে শিখেছিলাম।
    ৩. সারাদিন প্রগ্রামিং নিয়ে ব্যস্ত থাকি এই জন্য জব করতে পারি না। আসলে প্রগ্রামিং আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আর কি।

    তবে আপনি যদি Diploma এর পাশাপাশি CCNA কোর্স সম্পন্ন করেন আমি ১০০% নিশ্চিত আপনি চাকরি পাবেন এবং সাথে ভালো salary. তবে এর জন্য ভালো ভাবে পড়াশুনা করতে হবে।

    Level 0

    সায়েম ভাই আমি বুয়েট থেকে CCNA এ ১০/১৫ উদন আগে শেষ করলাম।বুয়েটে নেয় ২৮০০০ এর মত।প্রতি সেমিস্টার ৬৫০০ এর মত।

      @arpanet: ভাইয়া, আমিও বুয়েট থেকে CCNA করতে আগ্রহী দয়া করে আপনার নাম্বার টা দিলে বিস্তারিত আলাপ করতাম। অথবা আমার মেইলে পাঠালে উপকৃত হবো।
      ই-মেইল: [email protected]
      ফেইসবোক: nourodduza
      ধন্যবাদ

Level 0

ami ruet theke goto bosor ccna koresi but vebdor exam dea hoini.jei ccna koren na ne asosshoi monojog diea korte hobe ta nahole shudhu sudhu taka guloi nosto hobe.are jara networking er kaj korte chan tader to kono maf nai.jai hok khub valo tune 100/100

Level 0

সুন্দর টিউন।
ccna এর কোন বাংলা বই পেলে উপকৃত হতাম ৷
অনেক ধন্যবাদ তাপস ভাই।

    খিলক্ষেত গিয়ে দেখতে পারেন।
    ধন্যবাদ

Level 0

soft copy পেলে ভাল হত ৷
নিলক্ষেত or খিলক্ষেত ???

Reply দেয়ার জন্য তাপস ও arpanet ভাইকে ধন্যবাদ।
কোর্স ফি যদি নিশাচর নাইম ভাইয়ের উল্লেখিত ৬০,০০০৳ হয়, তাহলে আমি শেষ!! আর arpanet ভাইয়ের ২৮,০০০৳ হলে চেষ্টা করবো। ভাইরে একেই বলে সাধ আছে সাধ্য নাই। তার ওপর যদি কোর্স শেষে বসে থাকতে হয়!!!

আবারো তাপস ভাইকে ধন্যবাদ পরামর্শমূলক মন্তব্যের জন্য।

আর একটা কথা কোর্স গুলো কি দেশি জনে করায় নাকি বিদেশি জনে?

    ভাই এটা নিয়ে ভয় পাবেন না বাঙ্গালদেশে অনেক বড় বড় জাদরেল আছে এসব বিষয়ের উপর যারা বিদেশিদের থেকেও ভালো পড়ায়। তাছাড়াও networking এর বেশির ভাগ শব্দ english এবং এগুলোর meaning দুইএকটা লাইনের মত । তাই বাঙ্গালিরা ভালো বুজাতে পারে।
    আর আপনার যদি ফী নিয়ে সমস্যা হয় তাহলে Programming নিয়ে নেমে পড়েন। ঘরে বসেই ভাল programming শিখতে পারবেন । Freelancing করে ঘরে বসেই কাজ করতে পারবেন। তাবে এক্ষেত্রে সঠিক গাইড লাইনের প্রয়েজন আছে।

    নিউ হরাইজোন এ কোর্স ফি ১০০০০৳ ।এটা ভেন্ডর এক্সাম বাদে শুধু কোর্স ফি।
    আপনি ভেন্ডর এক্সাম দিলে ভেন্ডর এক্সাম ফী ২৩০০০৳।
    ———–
    আমি নিউ হরাইজোনে সিসিএনএ করছি। মাত্র শুরু করছি।২টা ক্লাস হইছে।

      বলতে ভুলে গেছি কোর্স ডিউরেশন ৬৮ ঘন্টা।সপ্তাহে ৩ দিন ৩ ঘণ্টা করে।আমার ক্লাস শনি-সোম-বুধ সন্ধ্যা ৬.৩০ – রাত ৯.৩০টা।

আবু সায়েম আমিও। মেয়িল কোরেন। আলাপ আসে [email protected]

ধন্যবাদ সুন্দর তথ্যটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    ধন্যবাদ আপনাকে।

আমি নিউ হরাইজোনে সিসিএনএ করছি। মাত্র শুরু করছি।২টা ক্লাস হইছে।

Level 0

CCNA ar Bangla Book dorkar.. Jodi kono Link thake Ta hole Plz. . . [email protected] Ama ke deban.
Thank U..

    জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত সিসকো নেটওর্য়াকিং লেখক সুহৃদ সরকারের একটি বই আছে।কিনতে পারেন।

অনেকে এভাবে বলে… CISCO এর ঘরে প্রবেশ করতে হলে যে দরজাটি দিয়ে প্রবেশ করতে হবে সেটা হল CCNA ……

Level 0

CCNA R EBOOKS দিতে পারেন ?

Level 0

তাপস ভাই, বুয়েট থেকে সবেমাত্র কোর্সটি শেষ করলাম। ভেন্ডর দিবার ইচ্ছা আছে। এ বিষয়ে কিছু জানা থাকলে জানাবেন প্লিজ। ধন্যবাদ।

সুন্দর একটি টিউন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাই আমি BUET থেকে গত মাসে CCNA EXPLORATION 4.0 complete করেছি। But এখন কি করলে কি হবে কিছুই বুঝতেছি না। Vendor Certification Exam কোনটা দেবো CCENT নাকি CCNA Composite. CISCO website এ অনেক information আমার কাছে দুর্বোধ্য। আর আমি CSE এর Student না। কেউ কি আমার মত আছেন যে Information দিয়ে Help করবেন???

জটিল লেখছেন
যেই তিনটি প্রতিষ্ঠানের নাম বলেছেন এগুলো কি ভাল বা নির্ভরযোগ্য?
পরীক্ষা দেবার প্রয়োজন কতটুকু না দিলে নাকি সমস্যা নাই?

Level 0

buet এ করতে গেলে কি কোন exam দেয়া লাগে? আর যে তিন্ টা প্লেস দিছেন তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা?

Level 0

@ moonnir ,buet e admission er jonno ki dhoroner knowledge thaka lege?ami EEE'r student to ti.r oi admission test e ki EEE related kno Question thake? I mean kmn type er Question thake janale upokrito hbo

Level 0

Very nice. I’m also study in Cisco Networking Academy.

গুরুত্বপূর্ন টিউন।

Sruti Tower (6th Floor) Plot – 8, Main Road Block – Ka, Section – 6 Mirpur,Dhaka, Bangladesh

01714020389; 01713384894; 01713364647

ভালো লিখেছেন। বেস্ট CCNA ট্রেনিং এর জন্য ঢাকার মিরপুরে আছে Pearson VUE authorized CCNA এক্সাম সেন্টার ।
বিস্তারিতঃ https://www.atcomputer.net.bd/
যোগাযোগঃ ০১৮১৮৪৪৬৮৩৫.

ভাই খুব সুন্দর ও উপাকারী একটা পোষ্ট দিয়েছেন। আমি আপনার কথা বলতে চাই । প্লিজ contact me ই-মেইল: [email protected]. Facebook:dreamworker2021