আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম টিউন। টিটির সাথে অনেক দিন ধরে জডিত কিন্তু সময় সল্পতার কারনে টিউন করা হয় না। তাছাডাও টিটিতে বিভিন্ন Tips and Tricks নিয়ে বেশি টিউন করা হয়। আমি Tips and Tricks তেমন বেশি পারি না। আসলে এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করি না। Computer এ যতটুকু জানি তা বিভিন্ন Programming Languge এর মধ্যে সীমাবদ্ধ। আর এইগুলো নিয়ে টিউন করতে হলে ধারাবাহিক লিখতে হয়। যার জন্য অনেক সমায়ের প্রয়েজন। তবে কিছু দিনের মধ্যে কোন একাটা বিষয় নিয়ে টিউন শুরু করার ইচ্ছা আছে।
মূলত কিছু প্রতিষ্ঠান (ভেন্ডর) তাদের প্রডাক্ট এর এক্সপার্টিজের উপর Certificate প্রদান করে থাকে এবং এই প্রক্রিয়ায় যেই ধরনের প্রশ্ন হয়ে তা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে দিতে হয়। খুব পরিচিত কিছু ভেন্ডর হলো Microsoft, Oracle, Sun Java, CopmTIA, IBM, RedHat ইত্যাদি।
এর সহজ সরল এবং সঠিক উত্তর হলো আজকাল আই.টি প্রফেশনালদের জন্য ভেন্ডর সার্টিফিকেশন প্রায় অত্যাবশকীয়, আর তা চাকুরীর বিজ্ঞাপন দেখলেই বুঝা যায়। এটি একদিকে যেমন আইটি সেক্টরে Proficiency বৃদ্ধি করবে সেই সাথে আপনার কর্ম ক্ষেত্রও বাড়িয়ে দিবে। আর এগুলো বাদ দিলেও আপনি আপনার দক্ষতা যাচাই করার জন্য এসব সার্টিফিকেশন পরীক্ষায় অংশগ্রহন করেতে পারেন।শখের বশে করছে এমনটিও হয়!
Online Exam দেওয়ার জন্য নিদির্ষ্ট কিছু অনুমোদিত টেস্টিং সেন্টার আছে।বেশীর ভাগ Vendor এর Certification Exam নেয় এরকম দুটি টেস্ট সেন্টার হলো Prometric এবং Pearson VUE। এই দুটি সেন্টারের মাধ্যমেই বেশীরভাগ সার্টিফিকেশন এক্সামে অংশগ্রহন করা যায়। দেশ বিদেশে এ দুটি প্রতিষ্ঠনের প্রচুর Authorized Test Center আছে।
আপনি কি ধরনের সার্টিফিকেশন নিবেন তার উপর নিভর করবে কোন টেস্ট সেন্টারে পরীক্ষা দিবেন। যেমন Microsoft/Java এগুলো নেয় Prometric আর Oracle/Cisco/Zend নেয় Pearoson VUE। আবার কিছু ভেন্ডর দুটি টেস্ট সেন্টারেই দেওয়া যায়। এসব ছাড়াও আরও অনেক ভেন্ডর আছে যা Pearoson VUE http://www.pearsonvue.com ) বা Prometric (http://www.prometric.com) সাইটে অথবা ভেন্ডর এর সাইটে Microsoft/Java/Oracle etc. পাবেন।
বাংলাদেশে ঢাকা এবং চিটাগং এ Pearosn VUE বা Prometric এর বেশ কয়েকটা অথোরাইজড টেস্ট সেন্টার আছে। খুব সহজেই এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সার্টিফিকেশন এক্সাম এ অংশগ্রহন করতে পারবেন। এছাড়াও ওয়েব সাইট থেকেও আপনার প্রয়োজনীয় এক্সামটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্সাম রেজিস্ট্রেশন ফি ক্রেডিট কার্ড অথবা যেই টেস্ট সেন্টার এ পরীক্ষা দিবেন সেখানও পরিশোধ করা যায়। তবে সরাসরি টেস্ট সেন্টার থেকে রেজিস্ট্রেশন করাই উত্তম।
List of Authorized Pearson VUE test Center:
New Horizons C L C - Chittagong
Daffodil International University - Dhaka
Genuity Systems Ltd. - Dhaka
IDB-BISEW - Dhaka
Infinity Institute Of Business & Technology - Dhaka
IT Bangla Ltd - Dhaka
New Horizon C L C - Dhaka
Details: http://www.pearsonvue.com (Click Locate test center)
Authorized Prometric Test Center:
New Horizons C L C - Chittagong
BASE LTD DHAKA 1205
US Software Ltd DHAKA 1205
Daffodil International University Dhaka
Genuity Training Dhaka
Infinity Solutions Dhaka
IT Bangla Ltd Dhaka 1000
Dot Com Systems Dhaka
IDB-BISEW Dhaka
Details: http://www.register.prometric.com/Centers.asp
ভেন্ডর অনুসারে রেজিস্ট্রেশন ফি কম বেশী হয়। যেমন মাইক্রোসফটের প্রায় সব এক্সাম এর রেজিস্ট্রেশন ফি ৫০$ (প্রায় ৩৫০০ টাকা)। এর সাথে আপনাকে যোগ করতে হবে টেস্ট সেন্টার ফি (৫০০-১০০০ টাকা)। একই ভাবে ওরাকল এর ফি ১২৫$, জাভা ৩০০$। তবে অনেকই আবার বিভিন্ন রকম ডিসকাউন্ট দিয়ে থাকে। যেমন Asia Region এর জন্য জাভা ১৫০$ এ দেওয়া যায়। এছাড়া Original Learning Items (বই/সিডি) ব্যবহার করলে সাথে ৭%-৫০% ডিসকাউন্ট ভাউচার থাকে। মাঝে মাঝেই প্রমোশনাল অফার থাকে যেমন একটি এক্সাম এর টাকা দিয়ে দুবার পরীক্ষা দেওয়া যায়।
এর উত্তর হলো আপনি যেই বিষয়ের উপর এক্সপার্ট অথবা আপনার আগ্রহ যেই বিষয়ে। যেমন কারও যদি নেটওয়ার্কিং এর উপর দক্ষতা থাকে তিনি মাইক্রোসফট/সিসকো/লিনাক্স এর নেটওয়ার্কিং সার্টিফিকেশন নিতে পারেন। যেমন Network+, MCSA, MCSE, CCNA, CCNP, RHCE। আবার যারা ডাটাবেজ এক্সপার্ট হতে চান তারা OCP, OCA, OCM সার্টিফিকেশন নিতে পারেন। ডেভলাপারদের/প্রোগরামারদের জন্য MCSD, MCITP।
মাইক্রোসফট এর একটি পরীক্ষা পাস করলেই MCP হয়ে যায়। কিন্তু অন্যান্য সার্টিফিকেশনের জন্য একের অধিক পরিক্ষায় পাশ করতে হয়। যেমন MCSA এর জন্য সর্বনিম্ন ৪ টাতে পাস করতে হয়। এটা সার্টিফিকেশন অনুসারে কম বেশি হয়।
বেশীরভাগ MCQ টাইপের হয় এর সাথে Drag and Drop, Simulation (সমস্যা দেওয়া থাকবে সেই অনুযায়ী সমাধান করতে হবে) থাকতে পারে। আপনি যদি সঠিক ভাবে পড়াশোনা করে পরিক্ষায় অংশ গ্রহন করেন আমার ধারনা একটা আলাদা মজা পাবেন। কিন্তু এসব পরিক্ষার প্রশ্ন নেটে (Brain Dumps বলে) আগেই পাওয়া যায় যা পড়ে অতি সহজে পাশ করতে পারবেন। তবে এই পদ্ধতিতে পাশ করার চেয়ে না করাই ভাল। কিছু শিখতে পারবেন না। একটু কষ্ট করে পড়া্লেখা করে পাস করতে পারলে আত্মার তৃপ্তি মিটবে।
আরেকটা কথা ভেন্ডর সার্টিফিকেশন শুধুমাত্র টেকিদের জন্য হয় তা কিন্তু না। নন টেকিদের জন্যও আছে। একজন CSE,CSIT এর পাশাপাশি যেকেউ ইচ্ছা করলে হতে পারেন একজন ZEND CERTIFIED.
আগামীদিন CCNA নিয়ে আলোচনা করবো।
ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন।
আমি তাপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ……………
খুবই উপকারী টিউন
এ ব্যাপারে আরো বিস্তারিত লিখবেন plz