কোভিড-১৯ এর তথ্য ও এ সংক্রান্ত নানা বিষয় নিয়ে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে গুগল। এই ওয়েবসাইটটির উদ্দেশ্য হলো প্রতিরোধ, শিক্ষা এবং করোনাভাইরাস সম্পর্কিত স্থানীয় প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করা।
গুগলের এক অফিশিয়াল ব্লগে বলা হয়েছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি মানুষের তথ্যের প্রয়োজনীয়তা বাড়ছে আমরা কোভিড ১৯ বিষয়ক তথ্য অনুসন্ধানে আরও বিস্তৃত অভিজ্ঞতা দিচ্ছি। নতুন ডেটা এবং ভিজুয়ালাইজেশনের পাশাপাশি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদিত তথ্যের সহজ সংযোগ সুবিধা দিচ্ছি। এই নতুন ফরম্যাটটি অনুসন্ধানের ফলাফল পৃষ্ঠা সংগঠিত করে যাতে ব্যবহারকারী সহজেই তথ্য পেতে পারেন।
গুগলের নতুন ওয়েবসাইটটিতে (google.com/covid19) গেলে একটি পেজ পাওয়া যাবে সেখানে করোনাভাইরাস, এর উপসর্গ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কিত তথ্য দেওয়া আছে। এ ছাড়া সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর সাহায্য ও তথ্যসম্পর্কিত লিংকও এখানে দেওয়া হয়েছে। পেজে নিরাপত্তা ও প্রতিরোধের নানা পরামর্শও দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ভিডিও যুক্ত করেছে গুগল। এ ছাড়া এতে ইন্টারঅ্যাকটিভ যে ম্যাপ দেওয়া আছে তাতে বিভিন্ন দেশের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যাবে।
আমি আইটি বিজ্ঞানি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।