প্রিয় বন্ধুরা অনেক সময় আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ফাইল হাইড করে রাখতে হয়। ফাইল হাইড করার জন্য হয়তো আপনি অনেক সফটওয়্যার পাবেন যেগুলো একদিকে আপনার কম্পিউটার হার্ড ড্রাইভ কে ভারী করবে, অন্যদিকে এই সফটওয়্যার গুলো সম্পর্কে অনেক টিউটোরিয়াল আছে কিভাবে সেই ফোল্ডার থেকে ফাইলগুলো রিকভারি করা যায় যে কারণে আপনার ফাইলগুলো পুরোপুরি নিরাপদ না। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নাম ও আইকন বিহীন ফোল্ডার তৈরি করবেন যাতে আপনার গোপন ফাইলগুলো হাইড করে রাখতে পারেন যেটা আপনি ছাড়া দুনিয়ার কেউ জানবে না আপনার ফোল্ডারটি/ফাইলগুলি কোথায় আছে।
তো চলুন শুরু করা যাক। এই পোস্টটি ভালোমতো বুঝতে আমার নিচের ভিডিওটি দেখতে পারেন।
যেখানে আপনি ফোল্ডার তৈরি করতে চান সেখানে আপনার মাউস রেখে রাইট ক্লিক করুন। তারপরে নিউ “NEW” করুন তারপর ক্লিক করুন “Folder” এভাবে আপনি একটা “new folder” তৈরি করে নিন। এবার ফোল্ডারটিতে রাইট ক্লিক করে rename ক্লিক করুন। এবার আপনার কিবোর্ড থেকে alt বাটন চেপে ধরে কি বোর্ডের নাম্বার পেট থেকে প্রেস করুন 0160 এবার ছেড়ে দিন মুহূর্তেই দেখবেন আপনি সফলভাবে একটি নাম ছাড়া ফোল্ডার তৈরি করেছেন।
ফোল্ডারটিতে আপনার যে ফাইলগুলো হাইড করতে চান সেগুলো কপি পেস্ট করে রেখে দিন। ফোল্ডারটিতে রাইট ক্লিক করুন তারপর ক্লিক করুন “Properties” এবার ক্লিক করুন “customize” এবার ক্লিক “Change icon” এবার আমার ছবিতে দেয়া আইকন টি সিলেক্ট করুন তারপরে ok দিয়ে সেভ করুন দেখুন ম্যাজিক আপনার ফোল্ডারটি এবার পুরোপুরি অদৃশ্যমান হয়ে গেছে। এখন আপনার ফোল্ডার টির অবস্থান আপনি ছাড়া কেউ জানতে পারবে না।
প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নাম ও আইকন বিহীন ফোল্ডার তৈরি করতে হয়। আরো গুরুত্বপূর্ণ টেকনোলজি রিলেটেড টিপস ও ট্রিক্স পেতে আমার ওয়েবসাইটটি ভিজিট করুন wwww.learning-bin.com
Please subscribe my Youtube channel. http://www.youtube.com/opentalk
ধন্যবাদ সবাইকে
আমি রাজিব রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Hey, I am Rajib Raj. I am a job holder and part-time freelancer, a blogger also YouTuber. please visit my site https://learning-bin.com and my youtube channel www.youtube.com/opentalk