প্রশ্ন করে আর, প্রশ্নের উত্তর দিয়ে আয়ের সুযোগ- ইন্টারনেট থাকলে আপনিও পারবেন

অনলাইনে আয় করা যায় ৫ মিনিটে, ১০ মিনিটে আয় করুন ৫০০ টাকা ইত্যাদি বিভিন্নরকম মুখরোচক বিজ্ঞাপণ ফেসবুকে এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় যার প্রায় সবই ভুয়া। মূলকথা হচ্ছে কেউ যদি আপনাকে বলে যে আপনাকে চাকরি দেয়া হবে বা, কোন কাজের বিনিময়য়ে টাকা দেয়া হবে তাহলে সেই টাকার সমপরিমাণ বা, তার চেয়ে কম আয় তাদের থাকতে হবে। আপনার কাজের কারণে কারও ৫ টাকা আয় হলে সে কখনোই আপনাকে ১০ টাকা দিতে পারবে না। এইসব স্প্যামিং থেকে দূরে থাকুন। ১০ টাকা আপনাকে দিয়ে কেউ আয় করিয়ে নিতে পারলে সে আপনাকে ৫ টাকা দিতে পারে। প্রাথমিক প্রচারণার স্বার্থে সর্বোচ্চ ১০ টাকাই দিতে পারে(সেটিও সাময়িক, পরে কমবে)।

আজকে একটি প্রশ্নোত্তরের ওয়েবসাইটের চাকরির বিজ্ঞপ্তি ফেসবুক থেকে চোখে পড়লো। বাংলা আরো অনেকগুলো ভালো ওয়েবসাইটেই লেখালেখির জন্য টাকা দেয়া হয়। ধারাবাহিকভাবে সেগুলো নিয়েও লিখবো, আন্তর্জাতিক কিছু ওয়েবসাইটও থাকবে। আজকে বলতে চাচ্ছি প্রশ্ন ডট স্পেস নিয়ে। এটি একটি জ্ঞান বিনিময়য়ের ওয়েবসাইট, প্রশ্ন করে আর উত্তর দিয়ে এখান থেকে অনেক কিছু শেখা যায়, যারা জানে না তাদেরকে শেখানোও যায়। ব্যবহারকারী এবং মডারেটরদের এরা এদের আয়ের পুরোটাই এখন ভাগ করে দিচ্ছে, পড়ে হয়ত একটি অংশ দেবে। চাইলে আবেদন  দিতে পারেন-

এখান থেকে আবেদন করুন 

আশা করছি এই ওয়েবসাইটে আপনাদের অভিজ্ঞতা জানাবেন। আমি একটি লিস্ট তৈরি করছি যারা স্প্যামিং না করে সত্যি সত্যি বাংলায় লেখার জন্য টাকা দেয়, আশা করছি খুব দ্রুতই টেকটিউনস এ প্রকাশ করবো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি

Level 0

আমি সাবিলা নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 28 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস