এবার আপনিই বানান আপনার স্বপ্নের Ad Network Website

আসসালামু আলাইকুম,
বন্ধুরা আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজের Ad Network ওয়েবসাইট বানাবেন।

যা যা লাগবে:

  • একটি প্রিমিয়াম ডোমেইন। কম হলে ভালো হয়
  • প্রিমিয়াম হোস্টিং 500 MB Storage Space এবং 10 GB Monthly Bandwidth হলেই আপাতত চলবে। কিন্তু হোস্টিং কিনার আগে মনে রাখবেন 2 এর অদিক Sub-Domains অবশ্যই যেন থাকে।
  • একটি Ad Network Php Script [নিচে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নেন]
  • আর সবচেয়ে গুরুত্তপূর্ন বিষয় ধর্য

তো চলুন কাজ শুরু করা যাক:

⇀ প্রথমে নিচে থেকে আপনার যে Ad Network PHP Script টা আপনার পছন্দ হয় সেটা ডাউনলোড করে নিন। আমি তিনটা PHP Script দিলাম। অথবা আপনি যে Ad Network PHP Script টা দিয়ে আপনার Ad Network ওয়েবসাইট বানাতে চান সেটা ডাউনলোড করে নেন।

  1. PROADS ADNETWORK WEBSITE SCRIPT DOWNLOAD FREE
  2. ADSGEM ADNETWORK PHP SCRIPT DOWNLOAD
  3. Free Download EarnBuzz Adnetwork PHP Script

তবে আমি আপনারকে সুপারিশ করবো PROADS ADNETWORK SCRIPT অথবা ADSGEM PHP SCRIPT ব্যবহার করার জন্য। কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনি - ব্যবহার করেন। তাহলে আপনার উচিৎ ক্রয় করা। নাহলে পরবর্তীতে আপনার সমস্যা হবে।

⇀ ডাউনলোড হয়ে গেলে আপনার hosting এর public_html এই foldare আপলোড করুন।

⇀ তারপর Extract করুন।

⇀ এবার আপনার হোস্টিং এর Cpanel থেকে DataBase Wizard নামে একটা Option পাবেন। সেখান থেকে Username সহ একটা Database বানিয়ে নিন।

⇀ এবার আপনার Website এ ভিসিট করলে দেখবেন ইনস্টলেশন চাচ্ছে সো নির্দেশনা গুলো অনুসূরণ করে ইনস্টল করে নিন।

আজকে এই পর্যন্তই কোনো সমস্যা হলে টিউমেন্ট এ জানান।

 

FIND ME:

FB.COM/BPMDAZIZURRAHAMANAKASH

VISIT MY WEBSITE:

W3TECHWEB.COM

thumbnail copyright by bestadnetworks.net

Level 2

আমি মো আজিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Brother ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে কী কাজ হবে?