বাংলা ব্লগ লিখে প্রতি সপ্তাহে টাকা পেতে চান- তাহলে এই লেখাটি পড়ুন

হ্যাঁ লেখক ডট ক্লাব আপনাকে দিচ্ছে এই সুবিধা। ১৫-২০ দিন একটানা একটা করে আর্টিকেল আর দুই তিনটা টিউমেন্ট করুন- দেখুন কত টাকা আয় হয়। এটা মোটেও সহজ কাজ না- কপি করা কোন লেখা ওরা একসেপ্ট করে না। আমি কপি করা একটা লেখা দিয়েছিলাম- পাবলিশ করেনি, আমাকে আবার ব্যান করার হুমকি দিয়েছে। আর্টিকেল লিখতে হবে কমপক্ষে ২০০-২৫০ শব্দে এবং টিউমেন্ট হতে হবে  ২০-৩০ শব্দে। এর কম ওরা গ্রহণ করছে না(টিউমেন্ট যদিও পাবলিশ করে, তবে আয়ের জন্য বিবেচনা করে না)।

নিজের ব্লগে লিখলে ১ মাস পরে ১০০ ডলার হলে গুগল টাকা দেয়। তাও পরের মাসের ২০-২২ তারিখে, দুই মাস এমনকি তৃতীয় মাসও লাগে। এর চেয়ে ভালো ২-৪ টি আর্টিকেল লিখে যদি ১০-২০ টাকা মোবাইলে রিচার্জ পাওয়া যায়। যারা লিখে অল্প সময়ে অল্প কিছু আয় করতে চান তারা লিখতে পারেন।

ওয়েবসাইটের ঠিকানা- lekhok.club

যাদের লেখার ইচ্ছা আছে তারা রেজিস্ট্রেশন করে, লেখা সাবমিট করুন। প্রথম পাঁচটা লেখা ওরা এপ্রুভালের পরে পাবলিশ করে, এরপর থেকে সরাসরি প্রথম পাতায় পাবলিশ করে।

Level 0

আমি কাবিলা আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Fack,,,,sote open hocce na,,,,onno site niye jay