হ্যাঁ লেখক ডট ক্লাব আপনাকে দিচ্ছে এই সুবিধা। ১৫-২০ দিন একটানা একটা করে আর্টিকেল আর দুই তিনটা টিউমেন্ট করুন- দেখুন কত টাকা আয় হয়। এটা মোটেও সহজ কাজ না- কপি করা কোন লেখা ওরা একসেপ্ট করে না। আমি কপি করা একটা লেখা দিয়েছিলাম- পাবলিশ করেনি, আমাকে আবার ব্যান করার হুমকি দিয়েছে। আর্টিকেল লিখতে হবে কমপক্ষে ২০০-২৫০ শব্দে এবং টিউমেন্ট হতে হবে ২০-৩০ শব্দে। এর কম ওরা গ্রহণ করছে না(টিউমেন্ট যদিও পাবলিশ করে, তবে আয়ের জন্য বিবেচনা করে না)।
নিজের ব্লগে লিখলে ১ মাস পরে ১০০ ডলার হলে গুগল টাকা দেয়। তাও পরের মাসের ২০-২২ তারিখে, দুই মাস এমনকি তৃতীয় মাসও লাগে। এর চেয়ে ভালো ২-৪ টি আর্টিকেল লিখে যদি ১০-২০ টাকা মোবাইলে রিচার্জ পাওয়া যায়। যারা লিখে অল্প সময়ে অল্প কিছু আয় করতে চান তারা লিখতে পারেন।
ওয়েবসাইটের ঠিকানা- lekhok.club
যাদের লেখার ইচ্ছা আছে তারা রেজিস্ট্রেশন করে, লেখা সাবমিট করুন। প্রথম পাঁচটা লেখা ওরা এপ্রুভালের পরে পাবলিশ করে, এরপর থেকে সরাসরি প্রথম পাতায় পাবলিশ করে।
আমি কাবিলা আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Fack,,,,sote open hocce na,,,,onno site niye jay