রোগ প্রতিরোধ ক্ষমতা কি? এর অভাবে কি হয়?

আজ ভাবছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। তাই এই ছোট লেখাটি। জেনে রাখা খারাপ না। বলে রাখা ভাল আমি কোন চিকিৎসক নয়, ছাত্র।

রোগ প্রতিরোধ ক্ষমতা কথাটি প্রায়ই আমরা শুনি। এটি কি? সবাই-ই জানেন আশা করি। তবে ভাসা ভাসা জ্ঞান না রেখে পড়ে দেখতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা(Immunity)

শরীরের বিভিন্ন কলা ও অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে সক্ষম বিভিন্ন জীবাণু ও বিষাক্ত পদার্থকে বাধা দেয়ার জন্য মানব শরীরের একটি স্বাভাবিক ক্ষমতা রয়েছে। একে রোগ প্রতিরোধ ক্ষমতা বলে।

এই ক্ষমতাটি ২ রকমেরঃ

. স্বঃ প্রনোদিত(innate immunity)

শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই উপস্থিত থাকে, তাই স্ব-প্রনোদিত। যেমনঃ বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে এমন কোন কথা নেই। আবার খোলা খাবার খেলেই সবসময় ডায়রিয়া হয় না। কিছু কিছু জীবাণুকে শরীর এমনিতেই মেরে ফেলে।

. অর্জিত(Acquired immunity)

যে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে একবার কোন জীবাণুর আক্রমণ হয়ে রোগ হবার পর গড়ে ওঠে, তাকে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা বলে। যেমনঃ আমরা দেখি একবার বসন্ত হয়ে যাবার পর সাধারনত আর বসন্ত হয় না অথবা প্লেগ একবার হলে পরে আর হয় না।

এখন কথা হল এই রোগ প্রতিরোধ ক্ষমতার শ্রেনিবিন্যাস দিয়ে আমরা কি করব? রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য যদি সামান্য নষ্ট হয়ে যায় তবে কি হয়?

সহজ উত্তরঃ শরীরে রোগ দেখা দেয়।

কিন্তু পুরোপুরি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়?

হ্যা, এটিই হল আজকের আলোকপাত, উত্তর হল- AIDS হয়।

AIDS মানে কি?

এটি Acquired immunodeficiency Syndrome এর সংক্ষিপ্ত রূপ।

এর মানে বুঝতে পারছেন?

এর মানে হল এইডস কোন রোগ নয়। এটি হল অন্য রোগের ইনকিউবেটর। মানে হল এইডস হলে HIV ভাইরাসের কারনে রক্তের স্বেত কণিকার T-cell Lymphocyte ধ্বংস হয়ে যায়। তখন কি হতে পারে বুঝতে পারছেন? হ্যা, তখন সামান্য রোগে মানুষ মারা যায়।

(টিউনটি অসম্পূর্ণ)

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন পর এলেন। টিউনটি ভাল লাগল।

ভাল লাগল ।
ধন্যবাদ ।

Vhiya
Thanks a lot for a brilliant tune. As like as a doctor.

Level 0

সুন্দর টিউন…….ধন্যবাদ

চমৎকার টিউন 🙂

অনেক দিন পর টিউন করলেন। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

<b>আমি কোন চিকিৎসক নয়, ছাত্র।</b>

মানে আপনি কি ডাক্তারী পড়ছেন?

Tune-টি ভালো হয়েছে…

    আমি খুব দুঃখিত! টিউনটা অনেক বড় ছিল। কি জন্য যে পুরোটা এলো না … 🙁

হুম…………………

ভালোই তো আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনেক উপকার হলো। আশাকরি সবার উপকার হবে। ডায়াবেটিস সর্ম্পকে জানতে ভিজিট করুন :
ডায়াবেটিসের কারন ও প্রতিকার