হ্যালো টেকটিউনস জনগন। সবাই কেমন আছেন? আমি আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি ভিন্ন ক্যাটাগরির এক টিউন নিয়ে আপনাদের সামনে চলে আশাকরিয়ে দিব যেখান থেকে খুব সহজেই বাঁশি বাজানো শেখা সম্ভব।
মানুষ সংঙ্গীত জগৎটাকে অনেক গুরুত্ব দেয়। এমন কোন ব্যক্তি নেই নে মিউজিক ভালবাসে না। আবার এমন কোন ব্যক্তিও নেই যার বাঁশির সুর পছন্দ নয়। আজ আমরা বাঁশি শিক্ষা নিয়েই কথা বলব। বাঁশি এমন একটি যন্ত্র, যেটা সবার শরীরের লোম শিউরে দিতে পারে। বাঁশিতে এমন কিছু টান বা সুর আছে যা শুনলে মন ছুঁয়ে যায়। আমি মনে করছি টেকটিউনসে এর আগে এমন কোন টিউন কেউ করেনি। আমি চ্যানেল লিংক শেয়ার করার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। কিন্তু লিংক শেয়ার না করলে তো আপনারা বুঝতে পারবেন না। নিচে সেই চ্যানেলের লিংকটি দিয়ে দিব। কিন্তু তার আগে জেনে নেই এই চ্যানেল থেকে কিভাবে বাঁশি শিক্ষা সম্ভব?
এই চ্যানেলে যে ভিডিও গুলো রয়েছে, তার মধ্যে রয়েছে বাঁশি শিক্ষার বেশ কিছু টিউটোরিয়াল এবং খুব নিখুদ ভাবে বুঝানো হয়েয়ে। অনেক গানের সুরের ভিডিও ও রয়েছে চ্যানেলটিতে। বাঁশি শিখতে যদি ইচ্ছুক হোন তাহলে প্রথেমে "Liton Flute" লিখে ইউটিউবে সার্চ করুন অথবা নিচে দেয়া লিংকে ক্লিক করে চ্যানেলটিতে গিয়ে subscribe করে ভিডিও গুলো দেখা শুরু করুন।
সারেগাম থেকে শুরু করে অনেক গানের টিউটোরিয়াল পাবেন এই চ্যানেলটিতে। দেখতে থাকুন ভিডিও গুলো এবং ভালো লাগলে টিউমেন্ট করুন। ধন্যবাদ।
আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।