আমরা অনেকেই মুভি দেখি। কিন্তু আমরা মুভির কোয়ালিটি সম্পর্কে জানি না। আজকে আমি আপনাদের মুভির কোয়ালিটি নিয়ে ধারনা দিবো যা আপনাদের উপকারে আশাকরি।
CAM: এটা হচ্ছে সরাসরি হল প্রিন্ট। দেখা মানে সময় নষ্ট, ডিজিটাল ক্যামেরা দিয়ে লুকিয়ে হলের কোন-কানা থেকে এটার ভিডিও করা হয়, মাঝে মাঝে ক্যামেরা নড়ে যায়, সামনে দিয়ে লোক হেটে যায়, কথা শোনা যায় না এবং ঝাপসা রং ছাড়া প্রিন্ট।
DVDRip: এটা হলো ফাইনাল ডিভিডি রিলিজ। চমৎকার সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি। ফাইল ফরম্যাট সাধারনত: DivX/XviD থাকে।
Blu Ray: এটা হলো মুভির অরিজিনাল ভার্সন। এটা সরাসরি মুভির কম্পানি অনলাইন রিলিজ করে।
R5: এটা হচ্ছে পাইরেসিকে টেক্কা দেবার জন্য মুভি ইন্ড্রাস্টির চেষ্টা…মূলত রাশিয়া জোনের জন্য এই প্রিন্ট বের করা হয়। এটা হলো কম খরচে, লো কোয়ালিটি প্রিন্টের ডিভিডি যেটা বের করা হয় স্ক্রিণার প্রিন্টের সময়েই…বেশির ভাগ সময়ে এটাতে ইংরেজী ডাব থাকে না…সেসময় এর উপর হল থেকে ইংরেজী অডিও ডাব করা হয় এবং লেখা থাকে- R5 LINE
BDRip: এটা DVDRip এর উপরের ভার্সন। এটার রেগুলেশন অসাধারন।
BrRip (720 & 1080p): এটা হলো ইনকোড ভার্সন। বিভিন্ন আপলোডাররা এটা বিভিন্নভাবে ইনকোড করে। ফ্রির ভেতর এটাই সব থেকে ভালো প্রিন। ৪২০, ৭২০ এবং ১০৮০ দিয়ে মুভির রেগুলেশন ও মনিটরের পরিমাপ দেখানো হয়। আমার মতে Blu Ray > BrRip > DVDRip > R5 পর্যায় ক্রমে প্রাধান্য দেয়া উচিত ডাউওনলোড করার ক্ষেত্রে, তবে অপেক্ষাকৃত ভালো প্রিন্টের জন্যে নতুন মুভি দেখার ক্ষেত্রে অপেক্ষা করা উচিত।
WORKPRINT: এই ভার্সনে পুরো মুভিটি থাকে না.ডিভিডি তৈরি করার সময়ে নন-প্রসেসড ভার্সন এটা।
ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
আমি মুভি ওয়ালা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ওয়ালিদ হাসান, একজন ছাত্র। মুভি দেখতে ভালোবাসি আর মুভি সকলের সাথে শেয়ার করতে ভালোবাসি। আমি নিয়মিত ভালো ভালো মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হবো।