আউটসোর্সিং কি? আউটসোর্সিং কিভাবে করবেন? আউটসোর্সিং দিয়ে কিভাবে আয় করা যায়?

আউটসোর্সিং কি?

আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। অর্থাৎ স্বাধীন বা মুক্ত ভাবে বা কোন প্রতিষ্ঠানের বা কোন কোম্পানির কাজের চাপ ছাড়া স্বাধীন ভাবে অন্য কোন প্রতিষ্ঠানের কাজ করে আয় করার নাম হচ্ছে আউটসোর্সিং।

আরো সহজ ভাবে বললে, যে ইন্টারনেটের মাধ্যমে যে কোন প্রতিষ্ঠানের কাজ ফ্রিল্যান্সার দের দ্বারা  কাজ করিয়ে নেয়ার নাম হচ্ছে আউটসোর্সিং। আর যারা এই আউটসোর্সিং এর কাজ করে থাকে তাদের কে বলা হয় ফ্রিল্যান্সার।

আউটসোর্সিং কিভাবে করবেন?

যেহেতু, আউটসোর্সিং অনলাইনের বা ইন্টারনেটের মাধ্যমে করতে হয়। তাই অনলাইনে ভিবিন্ন নামে মার্কেট প্লেস রয়েছে। যেমন freelencer.com, odesk.com upwork.com, 99designs.com ইত্যাদি। এই প্রতিষ্ঠান বা সাইট গুলো তে ভিবিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি  তাদের প্রয়োজন অনুযায় ভিবিন্ন কাজ এই সব মার্কেট প্লেসে দিয়ে থাকে। আর এই কাজ গুলো ফ্রিল্যান্সাররা ব্যক্তি বা  প্রতিষ্ঠানের নিয়ম বা শর্ত অনুযায়ী করে দিয়ে আয় করেন।

আউটসোর্সিং দিয়ে কিভাবে আয় করা যায়?

আপনাকে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোন একটি কাজের উপর অভিজ্ঞ হতে হবে।

আরো বিস্তারিত জানতে ক্লিক করুন>>>>>>>>>লিংক

Level 0

আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস