Bulk SMS : ডিজিটাল মার্কেটিং সেবার একটি অন্যতম শক্তিশালী মাধ্যম

আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রচারে ডিজিটাল মার্কেটিং সেবার একটি অন্যতম শক্তিশালী মাধ্যম হল SMS মার্কেটিং। এর মাধ্যমে আপনি আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের বা নিজের নাম ব্যবহার করে ক্রেতা, গ্রাহক বা বন্ধু বা বান্ধবীদের নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন। উদাহরণ স্বরুপ আমাদের মোবাইলে প্রায়ই ম্যাসেজ আসে GP Info, BL Info, Prime Bank, GP, Bangla Link, Govt Info ইত্যাদি নাম থেকে যেখানে কোন নাম্বার থাকেনা, থাকে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সেবার নাম। আপনিও চাইলে আপনার নাম, আপনার পণ্য বা সেবার নাম, কোম্পানির নাম, Web সাইটের নাম, কোচিং সেন্টরের নাম, স্কুল/কলেজ ইত্যাদির নাম দিয়ে আপনার গ্রাহকগণকে SMS পাঠাতে পারেন।


যে সব কাজে ব্যবহার করা যায়ঃ

আপনার কাস্টমারকে কোন ধরনের নোটিফিকেশন, শুভেচ্ছা, ইভেন্ট, প্রমোশন, বুকিং, এলার্ট, কম্পিটিশন, ডিসকাউন্ট ইত্যাদির খবর জানাতে। সফটওয়্যার এর সাথে ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যাংকিং, এটিএম, শেয়ারের দাম, বেতন, ছুটি, বকেয়া, কিস্তি, ক্রয়, বিক্রয়, অনুপস্থিতসহ যে কোন ধরনের খবর জানাতে।

Bulk Sms এর ক্ষতিকারক দিক গুলোঃ

আমার লেখার মূল উদ্দেশ্য হলো বাল্ক এসএমএস এর ক্ষতিকর গুলো সবার সামনে উপস্থাপন করা ও সকলকে সচেতন করা।

  1. ইদানীং দেখা যাচ্ছে অনেকের Bkash এ ক্যাশইন করতে গেলে বা flexi Load কেউ টাকা পাঠালে দেখা যাচ্ছে bkash বা Flexi Load থেকে এসএমএস এসেছে অথচ ব্যলেন্সে টাকা নাই কারন সে আপনাকে ফেক এসএমএস পাঠিয়েছে!  তাই Bkash এ ক্যাশইন করতে গেলে বা flexi Load করলে  দাড়িয়ে থেকে এসএমএস আসার পর ব্যালান্স চেক করার পর Bkash বা Flexi Load এর দোকান ত্যাগ করুন।
  2. আপনার কাছের বন্ধু বা বান্ধবীর বা পরিচিত কারো মোবাইল নাম্বার থেকে কুরুচিপূর্ণ এসএমএস আসলে আপনি দ্রুত তাকে কল ব্যাক করে ব্যাপারটা খুলে বলুন বা নিশ্চিত হয়ে নিন এটা শত্রুতা বশত কেউ করেছে কিনা।
  3. অনলাইনে বা অপরিচিত কাউকে আপনার মোবাইল নাম্বার দেয়া থেকে বিরত থাকুন, ইতিমধ্য টাকার লোভে মার্কেটিং করার জন্য মোবাইল কোম্পানি গুলো অনেকের কাছে দিয়ে দিচ্ছে আপনার নাম্বার যা থেকে আপনার মোবাইলের স্প্যাম ম্যাসেজ আসতে থাকে।

আমাদের সেবা সমূহ ঃ

> Bulk SMS
> Voice SMS
> Campaign SMS
> Push-pull
> Number contest

বাল্ক এসএমএস কোথা থেকে কিনবেন ও দাম কত?ঃ

Bulk SMS Service সেবা গ্রহন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Facebook: https://www.facebook.com/sendsmsbd
অথবা রেজিস্ট্রেশান করুন- http://www.sendsmsbd.com
কল করুন এখন ই – 01729714503, 01515672889

বাংলাদেশে যত বাল্ক এসএমএস সেবা প্রদান কারী প্রতিষ্ঠান রয়েছে তাদের থেকে আমাদের প্যাকেজ গুলোর মূল্য অনেক কম এবং সার্ভিসও সেরা মানের।

আমাদের প্যাকেজ সমূহ:-

০১. ১০০০ এস এম এস =৪৫০ টাকা(০.৪৫/- হারে)
০২. ১০, ০০০ এস এম এস = ৩৫০০ টাকা (০.৩৫/- হারে)
০৩. ৫০, ০০০ এস এম এস = ১৫, ০০০ টাকা (০.৩০/- হারে)
০৪. ১, ০০, ০০০ এস এম এস = আলোচনা সাপেক্ষে (সর্বনিন্ম দামে আমরাই দিতে পারব)

* যারা এই সার্ভিসটি নিয়ে ব্যাবসা করতে চান, আপনার নিজের ওয়েবসাইট ঠিকানা ও কোম্পানীর লোগো ব্যবহার করে নিজের ব্র্যান্ড নামে ব্যবসা করতে পারবেন।

* সতর্কতাঃ কোন প্রকার অপরাধে জড়ানো যাবেনা। তাহলে প্রোভাইডার আপনার সকল তথ্য প্রকাশ করতে বাধ্য হবেন।

Level 0

আমি প্রেজেন্ট আইটি সল্যুশন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস