সুত্রঃ টেকপাগলা আশাকরি, সবাই ভাল আছেন। আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে। সেই সাথে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অনেক অনেক হেল্পফুল টিপস পেতে পারেন।
কীভাবে পেওনিয়ার মাস্টার কার্ড একটিভ করবেন তার বাংলা ভিডিও টিউটোরিয়াল নিচে দেয়া হলঃ
আজকে আমরা দেখবো কিভাবে একটি payonner মাস্টার কার্ড অ্যাক্টিভ করা যায়। তবে payooner কার্ড টার একটিভ করার পূর্ব শর্ত হচ্ছে কার্ড টিকে আপনার কাছে আসতে হবে।
তাহলে এখন চলুন দেখা যাক কিভাবে পেওনিয়ার মাস্টার কার্ডটি অ্যাক্টিভ করা যায়। বিষয় টা খুবই সহজ।
প্রথমে আমরা payooner অ্যাকাউন্ট-এ log in করব। আমরা যেহেতু কার্ড টিকে অ্যাক্টিভ করতে যাবো ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে প্রথমেই prepaid card টি প্রথমে নিয়ে আসব। তারপর activate বাটনে ক্লিক করবো তারপর settings থেকে activate করবো তরপর activate card এর ফরম পূর্ণ করবো। কার্ড এর ১৬ ডিজিট প্রথম বক্স এ দিবেন, পরেরটায় নিজের ইচ্ছেমত ৪টি ডিজিট বসাবেন এবং কনফার্ম করবেন। তারপর agree করে activate করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনার কার্ড activate করা হয়ে গিয়েছে। এখন আপনি আপনার ইচ্ছেমত কার্ড টি ব্যবহার করতে পারবেন। আমাদের channel টি subscribe করা না থাকলে চ্যানেলটি Subscribe করে আমাদের সঙ্গে থাকুন।
আমি টেক পাগলা সাঈদা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
হ্যালো, আমি সাঈদা। আমি একজন প্রানিবিজ্ঞানের ছাত্রী হওয়া সত্ত্বেও অনলাইন মার্কেটিং আমার কাছে খুব ভাল লাগে। আপনারা আমার লেখাগুলো নিয়মিত পড়বেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি টেক পাগলায় (techpagla.com) একজন মারকেটার হিসেবে কর্মরত আছি। সবার প্রতি শুভ কামনা। ধন্যবাদ।
ভাই আপনার একটা সাহায্য লাগবে আমার করলে উপকৃত হতাম