নতুন ব্লগ/ওয়েবসাইট খুললে আমাদের সবচেয়ে বড় সমস্যা হল ওয়েবসাইট ট্রাফিক। আশানুরুপ সাড়া না পেলে অনেকেই হতাশ হয়ে পড়েন। আজ তাদের জন্য এই টিউন, ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর কিছু কৌশল এখানে পর্যালোচনা করা হয়েছে।
যদি আপনি SEO না জানেন। তাহলে আপনি অন্যান্যদের তুলনায় অনেক পিছিয়ে আছেন। SEO সম্পর্কে নূন্যতম ধারণা রাখুন যাতে আপনি সঠিক প্রকারের ট্র্যাফিক বিতরণ কৌশলগুলো জানতে পারেন। SEO এর দ্বারা, আপনি বেশ ভালো ফলাফল পাবেন। SEO শিখতে অথবা এর সম্পর্কে জানতে কোর্স করুন বা ইবুক খুঁজুন। SEO. খুব সহজ, আপনি খুব দ্রুতই শিখতে পারবেন।
কন্টেন্ট হল আপনার ওয়েবসাইট/ব্লগ এর মুল ভিত্তি। আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন তত বেশি ভিসিটর বাড়বে। আপনার লেখা ব্লগ অথবা টিউটোরিয়াল যদি পাঠকদের ভালো লাগে তারা নিজেরাই শেয়ার করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের ৫৫%
মোবাইল ব্যবহারকারী। এর মানে, আপনার ওয়েবসাইটের অর্ধেক ট্রাফিক আসবে মোবাইল ফোন ব্যবহারকারীদের থেকে। আইফোন, এন্ড্রয়েড, ব্ল্যাকবেরি এমনকি ফিচার ফোনেও যেন স্বাচ্ছন্দে ব্যবহার করা যায়। পেজ লোড স্পীড, AMP(Accelerated Mobile Page) সহ সব ঠিকঠাক কাজ করছে কিনা খেয়াল রাখতে হবে।
কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কগুলি সারা বিশ্ব জুড়ে দ্রুতগতিতে পেজ সরবরাহের একটি দুর্দান্ত উপায়। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলি স্বভাবতই আপনার সাইট এবং পেজের কন্টেন্টের গতি সম্পর্কে উদ্বিগ্ন। Amazon এর AWS, MaxCDN বা অন্য যেকোনো সংখ্যক টুলস ব্যবহার করে ব্রাউজার Caching সরঞ্জামগুলি সহ W3 Total Cache, WP Super Cache এবং অন্যান্য সিডিএনগুলি ব্যবহার করুন।
আমরা সবাই জানি, ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটার জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। আপনি আপনার লেখা ব্লগ, আপনার ওয়েবসাইট আপনার বন্ধুদের এবং যে কাউকে শেয়ার করতে পারেন। গ্ৰুপ তৈরি করে মেম্বার যোগ করে সেখানে টিউন শেয়ার করুন।
ইউটিউব এ ভিডিও টিউটোরিয়াল আপলোড করুন। ভিডিও ডিসক্রিপশন এ ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দিবেন। ইউটিউব আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে সাহায্য করবে। জেনে রাখুন, ইউটিউব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন।
আপনার কন্টেন্ট বা লেখা গুলো নিয়মিত আপডেট রাখুন। যদি ওই টিউন এ এমন কিছু থাকে যা পরিবর্তনশীল। তবে এর মানে নতুন করে আবার তৈরি করা না, শুধু হালনাগাদ করা।
বিজ্ঞাপণ ব্যয়সাপেক্ষ হলেও এটি সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়। আপনি গুগলের এডওয়ার্ড, ফেইসবুক এডস অন্যান্য ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে CPC ও CPM অনুযায়ী টাকা দিতে হবে।
অরিজিনাল টিউন আমার ওয়েবসাইটেএই লিংকে
আমি টনি মার্মা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
Tony Marma is an Bangladeshi web security expert , programmer and entrepreneur. He was the creator and lead developer of 'ProBloggers" . He developed the original prototype of "ProBloggers" and "Xiam Music" streaming service.