টেকটিউনস এর ব্যাপারে সাহায্য চাই

আমার প্রশ্নটি হয়তো খুবই সাধারন কিন্তু তারপরও করছি কারন আমি টেকটিউনস এ নতুন।

১। টেকটিউনস এ কিভাবে কোন টিউনকে পছন্দের তালিকায় রাখা যায়?

২। টেকটিউনস এ লগ ইন করে সহজে কিভাবে নিজের টিউনগুলোতে যাওয়া যায়?

৩।  টেকটিউনস এর টিউনগুলো অন্য সাইটে শেয়ার করার কোন ব্যবস্থা আছে কি?

৪। টেকটিউনস এর টিউনগুলো বন্ধুদের মেইল করার কোন ব্যবস্থা আছে কি?

অভিজ্ঞ টিউনাররা উত্তর দিলে খুবই খুশি হতাম।
ধন্যবাদ

Level 0

আমি ডাঃ সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Dr. Saikat (MBBS)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১)ভাই এইটা এখনো টেকিতে সম্ভব না
২)আপনার নিজের টিউন গুলো দেখার জন্য https://www.techtunes.io/tuner/saikat/ এখানে ক্লিক করুন
৩)আছে আপনি টিউনের ওয়েব ঠিকানাটা অন্য যেকোন সাইটে রাথলেই হবে
৪)আছে ভাই তবে যে টিউন লিখছে তার টিউনে মন্তব্য করলেই তার মেইল ঠিকানায় চলে যাবে যেমন আমার এই মন্তব্য টি আপনার মেইল এ চলে যাবে

১. এই ফিচারটি টেকটিউনসে এখন নেই।
২. মামুন ভাই দিয়ে দিলেন। ধন্যবাদ মানুন ভাই।
৩. বিভিন্ন সাইট মানে সোসিয়াল শেয়ারিং বাটন টেকটিউনসে নেই। ম্যানুয়ালি করতে হবে।
৪. কোন টিউন সরাসরি ইমেইল করে কাউকে পাঠানোর ফিচারটিও নেই। তবে যে কেউ টেকটিউনস ইমেইল আর.এস.এস এ সাবস্ক্রাইব করলে নতুন মেইল গুলো তার ইমেইলে চলে যায়।

উপরের যে ফিচার গুলো টেকটিউনসে এখন নেই টেকটিউনসের ডেভেলোপার গ্রুপ সেগুলো যোগ করার কথা বিবেচনা করা উচিত বলে মনে করি।

@ মামুন
ধন্যবাদ মামুন ভাই।
1. বুঝলাম
2. এই লিংকটা হোম পেজের কোথায় পাব? কিংবা লগ ইল করার পর কোথায় ক্লিক করলে এই লিংকে যাবে? লিংটি সবসময় কপি করে পেস্ট করা তো ঝামেলার ব্যাপার।
3. সোসিয়াল শেয়ারিং বাটন এর কথা বলেছিলাম। যা হোক শফিউল ভাই উত্তর দিয়েছেন।
৪. এটিরও শফিউল ভাই উত্তর দিয়েছেন।

@শফিউল
অনেক ধন্যবাদ আপনার উত্তরের জন্য।
কিন্তু ২ নং উত্তরের লিংকটা হোম পেজের কোথায় পাব? কিংবা লগ ইল করার পর কোথায় ক্লিক করলে এই লিংকে যাবে? লিংটি সবসময় কপি করে পেস্ট করা তো ঝামেলার ব্যাপার।

ভাল।

আমি ও সৈকত ভাইয়ের মত টেকটিউনসে নতুন।মামুনভাই এবং শফিউল ভাইকে ধন্যবাদ উত্তরগুলো দেয়ার জন্য।।

Level 2

অামি টেকটিউনে একেবারে নতুন। অাজই প্রথম যোগ দিলাম কিন্তু কিভাবে টেকটিউন অপারেট করব বুঝতে পারছি না । জানালে উপকৃত হব।
টেকটিউন অবশ্যই প্রশংসনীয় প্রদক্ষেপ।
মোহাম্মদ রেজাউল করিম (রেজা)
[email protected]
সৌদি অারব , জেদ্দা।

@ibn_ismail
ভাই আপনি টিউন করতে “টিউন করা শিখে নিন” এ ক্লিক করে অপারেট করার উপায় দেখে নিন।
টিউন পরতে যে কোন টিউন এ ক্লিক করুন।
আর আপনি আ লিখতে G+F ব্যবহার করুন।(ইউনিজয় এ)

Level 0

১ নম্বরের ওষুধ আছে। হটলিস্টে বা উপরে থাকার জন্য কিছু করা যায় কিন্তু এগুলো ফোরামের নীতি ভঙ্গ করে। তাই বলা যাবে না। তবু যদি একান্তই যান্তে চান আমার লেখা এই ফাইলতা পড়ুন। অনেকটা কাছাকাছি যাবেন। অবশ্য চামচ দিয়ে সবকিছু মুখে তুলে দেওয়া যায় না।
http://rapidshare.com/files/10304294/Want_to_get_1_Month_premium_account_Absolutely_free.doc
এতে পয়েন্ট তাড়াতাড়ি বাড়ানোর যে পদ্ধতি বলা আছে তা পড়ার জন্য কালো চৌকো তা ডিলিট করবেন। অবশ্য এটা ওর ভেতরেও লেখা আছে।