আসসালামুয়ালাইকুম। আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। আজকে আমি আমার নিজস্ব মতামত হিসেবে সোফিয়ার মতো ভবিষ্যৎ রোবট গুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে আর ক্ষতি করতে পারে তা নিয়ে আলোচনা করব।
আপনারা প্রায় সবাই জানেন ডিজিটাল ওয়ার্ল্ড এ- রোবট সোফিয়া হচ্ছে সব চেয়ে আলোচিত। রোবট সোফিয়া সম্পর্কে জানার জন্য অনেক মানুষের আগ্রহ দেখা গেছে। বিভিন্ন মিডিয়াতে এই বিষয়ের খবর খুব আলোচিত হয়েছে।
এখন আলোচ্য বিষয় হচ্ছে ভবিষ্যতে কি হবে? অনেকেই এটা নিয়ে ভাবছেন। আসলে দিনে দিনে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন হইয়েই চলেছে। তাই এটাকে কেউ থামাতে পারবেনা। কিন্তু প্রযুক্তির উন্নয়ন যেমণ আমাদের অনেক সুবিধা দিচ্ছে তেমনি কিছু অসুবিধাও এনে দিচ্ছে। যেমন ধরুন এখন মানুষ জন ফেসবুকে এতই সময় দিচ্ছে যে তাদের কাছে ইন্টারনেট মানেই ফেসবুক!! তেমনি রোবট মানুষকে আগে থেকেই সাহায্য করে আসছে আর ভবিষ্যতে আরো উন্নত হবে। বর্তমানে প্রায় শিল্প কারখানা গুলোতে বড় বড় কাজ গুলো অটোমেটিং যন্ত্র দ্বারায় নিয়ন্ত্রিত। এগুলোও রোবট। যদিও আমরা অনেকেই এগুলোকে রোবট হিসেবে মনেই করিনি! তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট হচ্ছে সোফিয়া। এই ধরনের রোবট গুলো মানুষকে সাহায্য করবে বিভিন্ন ভাবে। এখনো করে অবশ্য। কিন্তু ভবিষ্যতে এই ধরনের রোবটগুলোতে নিজেই নিজেই বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করা হয়। এখন মানুষের সহযোগী হিসেবে রোবটকে ব্যবহার করা হলেও ভবিষ্যতে তা মানুষের প্রতিযোগী হয়ে উঠবে! হুম, ঠিকই পড়েছেন। তখন মানুষজন বেকার হয়ে যাবে!! কিন্তু তাতে কি আসে যায়, কোনো একটা সমাধান হয়ে যাবে। কিন্তু ভেবে দেখুন রোবট যদি মানুষের প্রতিযোগী হয় তখন সমস্যা বেড়ে যাবে না? তা মানুষের জন্য ক্ষতিকর নয় কি?
তবে এটা ঠিক যে এই উন্নত প্রযুক্তিই একদিন এই উন্নত সভ্যতাকে ধ্বংস করতে পারে!!!!
তাই সবাইকেই বলি ইন্টারনেট থেকে শুরু করে যে কোনো প্রযুক্তি যেন আমরা সচেতন ভাবে ব্যবহার করি। আর আর্টিকেল টিতে অনেক বিষয়ে ভুল থাকতে পারে। তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর টিউমেন্টে জানিয়ে দিবেন। আর আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
Contact info-
ফেসবুকে আমি - https://m.facebook.com/musfiq.rumman
ইমেইল- [email protected]
ব্লগ- http://www.mrrumman.blogspot.com
২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে--
১. ইন্টারনেটের সঠিক ব্যবহার বৃদ্ধি করতে হবে।
২. ইন্টারনেট প্যাকেজের দাম অনেকাংশে কমাতে হবে।
-মো. মুসফিকুর রহমান রুম্মান © All rights reserved
আজকে এই পর্যন্তই।
ধন্যবাদ।
আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।