সূত্রঃ টেক পাগলা
কি-ওয়ার্ড রিসার্চ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যেমে আমরা আমাদের সাইটের জন্য একজন searcher কি কি শব্দ লিখে আমার এই ওয়েবসাইটটি খুজে বের করতে পারে তা আমরা কি-ওয়ার্ড রিসার্চ এর মাধ্যেমে খুজে বের করি। ধরি একজন কলা ব্যাবসায়ী একটি ওয়েব সাইট আছে। তিনি চাচ্ছেন কলা সম্পর্কীত যে যে কি-ওয়ার্ড লিখে অনলাইনে মানুষ যা লিখে সার্চ দেয় সেই কি-ওয়ার্ডে তার সাইট গুগলের প্রথম পেজে আসুক। এজন্য তিনি পটল এর সাথে অন্যন্যা কি-ওয়ার্ড গুলো খুজে বের করার জন্য খানিকটা গবেষণা করেন। তিনি দেখলেন কলা লিখে সার্চ করার পাশাপাশি মানুষ সবরি কলা. চম্মা কলা. সাগর কলা ইত্যাদি লিখে সার্চ করার পাশাপাশি চম্মা কলার গুণাগুণ. কম দামে কলা. কলা খেলে শরীরে কি কি পুষ্টি হয়. কলার উপকারিতা ইত্যাদি নানা বিষয় লিখে খোঁজ করে।
অথ্যাৎ যারা কলা লিখে সার্চ করে তারা যেমন কলা কিনার মত মনমানসিকতা রাখেন ঠিক তেমনি পটলের সাথে সামঞ্জ্যস্যপূর্ণ কি-ওয়ার্ড লিখে যারা গুগলে সার্চ করে তারাও কলা কিনার মন মানসিকতা রাখেন। এবং যারা কম দামে কলা কিনে লিখে সার্চ করে তাদের মধ্যেই সবথেকে বেশি কলার কিনার মনমানসিকতা রাখেন কারণ তারা কম দামে কলা লিখে সার্চ করছেন।
এখন যদি সবগুলো কি-ওয়ার্ড এর উপর ভালো কন্টেন্ট লিখে ওয়েবসাইট দিলে ভালো মানের ওয়েব সাইট তৈরি হবে। তখন সার্চ ইঞ্জিন মনে করবে যে এই সাইটি কলা নিয়ে তৈরি আর ১০টি সাইটের তুলনায় এই সাইটটি এই ওয়েব সাইটটি ভালো হবে। তাই এই ওয়েব সাইটটি বেশি প্রাধাণ্য দেওয়ার সম্ভ্যনা আছে। আর এই ওয়েব সাইটটির যত বেশি কি-ওয়ার্ডে সার্চ ইঞ্জিনে র্যাকং করবে তত আপনার জন্য ভাল।.
আমাদের আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন কী-ওয়ার্ড রিসার্চ কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি টিক মত কী-ওয়ার্ড রিসার্চ না করেন তাহলে আপনার এসইও করাই বৃথা। সুতরাং আপনি যদি পারফেক্ট ভাবে এসইও করতে চান অবশ্যই ভাল ভাবে কী-ওয়ার্ড রিসার্চ শিখা জরুরি।
পরবর্তী আর্টিকেল টি পরতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
এছাড়াও আরও ভাল ভাল ফ্রিল্যান্সিং টিপস পাওয়ার জন্য আপনি চাইলে আমাদের এই সাইটটি (TechPagla) ঘুরে আসতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ থেকেও আপডেট ইনফরমেশন নিতে পারেন।
ধন্যবাদ।
আমি টেক পাগলা সাঈদা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
হ্যালো, আমি সাঈদা। আমি একজন প্রানিবিজ্ঞানের ছাত্রী হওয়া সত্ত্বেও অনলাইন মার্কেটিং আমার কাছে খুব ভাল লাগে। আপনারা আমার লেখাগুলো নিয়মিত পড়বেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি টেক পাগলায় (techpagla.com) একজন মারকেটার হিসেবে কর্মরত আছি। সবার প্রতি শুভ কামনা। ধন্যবাদ।