প্রিয় বন্ধুগণ, কাতারের ভিসা যেভাবে চেক করবেন সেই সাথে কিভাবে অনলাইন থেকে ভিসা কপি বের করবেন সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব ভিডিও টিউটোরিয়াল সহ।
কাতারের ভিসা চেক করা সবচেয়ে সহজ। ভিসার হার্ড কপিতে "Visa Number" থাকে। ঐ ভিসা নম্বর দ্বারাই মূলত কাতারের ভিসা চেক করা হয়।
প্রথমে এই লিংকে যান। এখানে গিয়ে Visa Enquiry & Printing অপশন পাবেন। এটাতে ক্লিক করলে নিচের ছবির মত প্রদর্শন করবে।
এখানে ভিসা নম্বর ও জাতীয়তা দিয়ে সাবমিটে ক্লিক করুন। এই ছবিটি প্রদর্শিত হবে।
ভিসার এই ইনফো প্রদর্শিত হলে "Print Visa" অপশনে ক্লিক করুন। ক্লিক করলে পূর্ণাঙ্গ ভিসা কপি টি আসবে।
ভিডিও টিউটোরিয়ালটি দেখুন এখানে
সতর্কতাঃ অনেকে ভিসার জন্য বিভিন্ন ভিসার এজেন্টে বা আদম ব্যবসায়ী কাছে অগ্রিম ১ লক্ষ অথবা ২ লক্ষ টাকা জমা দিয়ে বছরের পর বছর আদম ব্যবসায়ীর পিছু পিছু ঘুরতেছে। একটা সময় দেখা যায় আর স্বপ্নের ভিসা মিলে না। নিজের কষ্টের টাকা টাও সহজে মিলে না, দেবো দিচ্ছি এই ভাবে শুধু হয়রানী হচ্ছে।
বিদেশ যেতে ইচ্ছুক সকলের জন্য অনুরোধ, কখনোই অগ্রিম টাকা দিয়ে অনর্থক হয়রানী হবেন না। আগে পাসপোর্ট এবং মেডিকেল রিপোর্ট জমা দিবেন, তারপর ভিসা বের হলে Online এ চেক করে টাকা জমা দিবেন।
চাকরি সম্পর্কিত ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।
ধন্যবাদ সবাইকে
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।
কাতারের ভিসা চেক করার জন্য আর অন্য কোন লিংক আছে কিনা?