Gitlab কি?
এখানে আমরা যারা ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট আমরা আমাদের প্রজেক্ট অনলাইন করে রাখতে পারি।প্রতিনিয়ত আপডেট করতে পারি। Gitlab ব্যবহার করে আমরা আমাদের প্রজেক্টের version control করতে পারি।ইচ্ছে করলে শেয়ার করতে পারি।আবার প্রাইভেট রাখতে পারি।
Gitlab এ আমরা কিভাবে অ্যাকাউন্ট করব?
Gitlab অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথম এই লিংকে যাব https://gitlab.com/users/sign_in ছবির মত আসবে এখান থেকে New user? Create an account user name, Name, Email, Password দিয়ে সাইন আপ করতে হবে।
Gitlab এ আমাদের প্রজেক্টের version control করতে ডাটা পুশ, পুল, এডিট ইত্যাদি করার জন্য একটি Thard Party Software ব্যবহার করতে হবে। Software ডাউনলোড করার জন্য এই লিংকে যাব। https://git-for-windows.github.io/ ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে।
প্রজেক্ট Gitlab এ আপলোড করার জন্য প্রজেক্ট ফোল্ডারে ঢুকে রাইট বাটনে ক্লিক করে git bash Here a ক্লিক করলে নিচের ছবির মত আসবে।
এখানে টাইপ করতে হবে
git init
git add *
git status
git config –global user.email
git config –global user.name
git commit –m “My Comment”
git remote add origin https://gitlab.com/masud_ma/testproject.git
Gitlab এ সাইন ইন করে New Project + ক্লিক করে একটি নতুন ফাইল তৈরি করতে হবে।
এরপর প্রজেক্টের উপর ক্লিক করলে একটি লিংক দিবে সেই লিংকটি কপি করে
git remote add origin এই কমান্ডের সামনে উপরের মত পেস্ট করতে হবে।
এরপর টাইপ করুন
git push origin master
এরপর Gitlab এর ইমেইল ও পাসওয়াযড টাইপ করতে হবে।
এরপর Gitlab লগিন অবস্থায় বাম পাশে File এ ক্লিক করলে আমাদের পুশ করা প্রজেক্ট দেখতে পারব।ছবিতে দেখুন।
আজ আমরা শুধু ডাটা পুশ করা শিখলাম পরবর্তী টিউনে আমরা পুল, এডিট, ক্লোন শিখব ধারাবাহিকভাবে।
আমি মাসুদ আলম হাবিব। Executive IT, Paramount Group, Gazipur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।