হিসাব নিকাশে পণ্য ক্রয় বিক্রয় করুন – বাংলা ভাষায় অনলাইন একাউন্টিং সফটওয়্যার

সালামুয়ালাইকুম সবাইকে

ব্যবসার হিসাব এখনো খাতায় ? হিসাবের খাতা হারিয়ে গেলে কি করবেন ? সকল সমস্যার সমাধান নিয়ে আসছে “হিসাব-নিকাশ”। আপনার সব হিসাব হবে এখন থেকে অনলাইনে।

আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলা ভাষায় অনলাইন একাউন্টিং সফটওয়্যার এর সাথে। যা ব্যবহার করতে পারবেন যে কোন ডিভাইসে, যে কোন স্থানে।

এটি নিয়ে আমি আরেকটি টিউন করেছি আপনি চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। টিউনটি দেখুন

আজকে হিসাব নিকাশের মাধ্যমে কি করে আপনি আপনার ব্যাবসা সুবিধাজনক ভাবে চালিয়ে যেতে পারেন সেটি দেখাব।

প্রথমে http://www.hisab-nikash.com এ গিয়ে একটি একাউন্ট খুলতে হবে।

  • আপনার কোম্পানির নাম,একটি ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশনের পর আপনি একটি মেইল পাবেন আপনি যে ইমেল ব্যবহার করেছেন রেজিস্ট্রেশনের জন্য।মেইলটি চেক করে নিন।
  • তারপর আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

  • লগইন করার পর আপনি হিসাব নিকাশের ড্যাশবোর্ড  দেখতে পারবেন।
  • বাম পাছে লক্ষ্য করলে দেখতে পারবেন ম্যানেজ নামে একটি অপশন আছে।সেখানে ক্লিক করলে আপনি দেখবেন ক্যাটাগরি তালিকা নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন এবং পরে ক্যাটাগরি যুক্ত করুন এ ক্লিক করে আপনি আপনার পণ্যের ক্যাটাগরি অ্যাড করেবেন আগে।

  • ক্যাটাগরি যুক্ত করে নিন। আপনাদের সুবিধার্থে আমিও একটি ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি। ক্যটাগরি নামঃCategory_01 এবং কোডঃ 110011। এর পর যুক্ত করুন এ ক্লিক করেবেন।

  • উপরের ছবিতে দেখতে পারছেন ক্যাটাগরি অ্যাড হয়ে গিয়েছে।
  • এরপর আবার ম্যানেজে গিয়ে উৎপাদনকারী তালিকায় ক্লিক করে উৎপাদনকারী যুক্ত করে নিন।

  • এরপর আবার ম্যানেজে গিয়ে বিক্রেতা তালিকায় ক্লিক করে বিক্রেতা যুক্ত করে নিন।
  • এরপর বাম পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন পণ্য নামের একটি অপশন আছে। সেখানে ক্লিক করলে আপনি দেখবেন লেখা আছে নতুন পণ্য ক্লিক করুন।
  • ক্লিক করার পরে আপনি পণ্য যুক্ত করার পেজ পাবেন।সেখানে আপনি আপনার পণ্যের প্রয়োজনীয় তথ্য দিয়ে পণ্য যুক্ত করে নিন।

  • নিম্নের ছবির মত করে আপনি পণ্য যুক্ত করে নিন।

  • পন্য যুক্ত করার পরে এখন আপনি আপনার পন্য বিক্রয়ের জন্য রেডি। এরপর বাম পাশে বিক্রয় করুনে ক্লিক করে ক্যাশ্মমেমো তৈরি করুন এ কিল্ক করুন।

  • তারপর পণ্যের নাম,ইউনিট,পরিমান লিখে পাশে + এ ক্লিক করুন।

  • তারপর দেখেবন সর্বমোট হিসাব চলে এসেছে।এরপর প্রসেস পেমেন্ট এ ক্লিক করুন

  • এরপর আপনি ক্যাশমেমো রেডি হয়েছে কিনা চেক করে ক্যাশমেমো তৈরিতে ক্লিক করুন।

  • ক্যাশমেমো ওকে হয়ে গেলে প্রিন্ট কপি আপনার ক্রেতাকে বুঝিয়ে দিন।

  • এরপর বামপাশ থেকে রিপোর্টে গিয়ে কাউন্টার অনুযায়ী দৈনিক রিপোর্ট ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সর্বমোট বিক্রয়।

এভাবে অতন্ত সহজে আপনি এই হিসাব নিকাশ অনলাইন একাউন্টিং সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।

ব্যবহারকারী প্রয়োজন অনুসারে সফটওয়্যারটির কাস্টোমাইজেশন করে নিতে পারবেন।প্রথমবার রেজিস্ট্রেশনের পর প্রথম মাস এটি বিনামুল্যে ব্যবহার করা যাবে।

◙ রেজিস্ট্রেশন ফীঃ ১৪০০০/= টাকা মাত্র

◙ মাসিক সার্ভিস চার্জঃ ১০০০/= টাকা মাত্র

ভিজিট করুনঃ http://hisab-nikash.com/

ফেসবুক পেজঃ https://www.facebook.com/HisabNikashDDS/

যেকোনো তথ্যের জন্যঃ ০১৯১১২৭৬৭৯৭ অথবা ০১৯০৪৬৫১৬১৬

Level 0

আমি Ruhul Amin Ruhul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে Techtunes Advertising – tAds এর সহয়তা নিন।

বিশ্ব ব্যাপি ৪ কোটি কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড ও ‘স্পন্সরড টিউন’ এর মাধ্যমে।

Techtunes Advertising – tAds এর মাধ্যমে এডভার্টাইজমেন্ট করতে http://techtun.es/tAds-Advertising-Query লিংকে ক্লিক করুন।