ভিডিও দেখুন আগেঃ
আপনি যে বিষয়ে ফ্রেম বানাতে চাচ্ছেন তার একটা লগো। এবং লগোটার ফরম্যাট হবে PNG তে। এবং যেই পেপারে কাজ করবেন তার সাইজ হবে ৪০০*৪০০ পিক্সেল 400*400। আসুন তবে শুরু করি। আমরা দেখে নিবো কি করে সহজে png করবেন যে কোন ইমেজ অনলাইন থেকে।
অনলাইন থেকে করার জন্য আমরা প্রথমে http://www.lunapic.com এ যাবো। এখানের একদম শেষে আমরা Transparent অপশন সিলেক্ট করে নিবো।
ফ্রেম করা শেষ এবার সেভ করবো। তাদের ফ্রেমে বা ব্লাড গ্রুপে আর কোন ডিজাইন নেই তাই এই ফ্রেমে সিম্পল করে তৈরি করেছি।
এবার ফেসবুকে কি ভাবে সাবমিট দিবেন তাই দেখাবো:
ফেসবুক থেকে ক্রিয়েট ফ্রেমে যান অথবা এই লিংকে যাবেনঃ https://www.facebook.com/fbcameraeffects/home
এবার Announcing Frame Studio থেকে ক্রিয়েট ফ্রেমে ক্লিক করুন। এইরকম স্ক্রিন আসার পরে Upload Art থেকে আপনার করা ফ্রেম সিলেক্ট করিয়ে দিবেন। এখান থেকে স্ক্রল করে সাইজ বড় ছট করে দিতে পারেন। সিলেক্ট ওনার থেকে আপনার বা কোন পেজের নাম দিয়ে দিতে পারেন যে ফ্রেমটা পরিচালনা করতে পারবে। আমি আমার নাম ই দিলাম।
সব শেষে এমন এসএমএস দিয়ে জানতে চাইবে। আপনি ওকে করবেন। Submit Frame? Close
Once you submit your effect, you won't be able to change the effect name or attribution. আপনাকে ১/৩ দিনের ভিতর জানিয়ে দিবে বা এক সপ্তাহ লাগতে পারে। তবে এইভাবে করলে ১ দিনেও আমাকে ফ্রেম এপ্রুবাল দিয়েছে।
Your effect has been submitted! Review is typically 1-3 days but it may take up to a week. You can still view and manage your effects while they're being reviewed.
view and manage এ গিয়ে আপনি আপনার ফ্রেম স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং ডিলিট করতে পারবেন। কত জন ব্যবহার করল সব জানা যাবে।
কোন সমস্যা হলে আমার ফেসবুক একাউন্টে জানাবেন। লিংক https://www.facebook.com/NishcupRubel
ধন্যবাদ সবাইকে ভালো থাকুন।
আমি নাঈমুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।