বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম।
শুরুতেই সাদর সম্ভাষণ জানাচ্ছি আপনাদিগকে কারণ আপনারা আমার টিউন টি পড়ছেন।
আমরা যা কিছুই বলি না কেন আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ছাড়া বর্তমান সব কিছুই যেন অচল। প্রযুক্তির কারিশমা যখন সারা বিশ্বকে কাপাচ্ছে তখন বাংলাদেশ কেন দমে থাকবে? অবশ্যই না! আমরা যারা প্রযুক্তির মায়ায় ছেয়ে আছি ভাল কিছুর আশায়- তখন অনেকেই এটা নিয়ে শুরু করেছে যাচ্ছেতাই বাওয়ালী।
বাওয়ালী ছেড়ে আসল কথায় আসি- আমরা বাংলাদেশী এবং অবশ্যই বাংলাভাষী। আর তাই বাংলাকেই প্রাধান্য দিয়ে আমাদের প্রযুক্তিতে সুন্দরভাবে পদার্পণ করতে হবে (যদিও অনেক আগেই হয়েছে)। যাই হোক বেশি কিছু বলবোনা আজ। তবে যে জন্য আজকের এলেমেলো লেখা তা অবশ্যই হিডিং দেখেই বুঝতে পারছেন। আমি আসছি..কয়েকদিনের মধ্যেই..শুধুমাত্র আপনাদের জন্য গল্পে গল্পে প্রযুক্তি শিক্ষা নিয়ে!!
পরবর্তী টিউনে নিয়ে আসছি বল্টূ ও গাধার ইন্টানেটে প্রবেশে বাধা নামক গল্প। আশা রাখি আপনাদের ভাল লাগবে। (না লাগলে মাফ কইরেন!! দয়া করে)
আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
আমি মোঃ মোকছেদুল ইসলাম লিকু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।