ফিজেট স্পিনার (Fidget Spinner) একটি খেলনা যা ধাতু বা প্লাস্টিক থেকে তৈরি একটি বহুমুখী সমতল গঠন যা তার অক্ষ বরাবর ঘুরতে পারে।
ফিজেট স্পিনার ২০১৭ সালে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, যদিও ফিজেট স্পিনার ১৯৯৩ সালের প্রথম দিকে আবিষ্কৃত হয়েছিল। এই খেলনা স্কুলছাত্রছাত্রীদের মধ্যে এতই জনপ্রিয় হয়ে ওঠে এবং পশ্চিমা অনেক দেশে স্কুলছাত্রছাত্রীরা স্কুল কাম্পাসে ফিজেট স্পিনার বেচাকেনা শুরু করে দেয়। ফলস্বরূপ কিছু স্কুল ফিজেট স্পিনার নিষিদ্ধ করে দিয়েছে।
দাবি করা হয় ফিজেট স্পিনার স্নায়বিক শক্তি বাড়ায় বা মানসিক চাপ কমাতে সাহায্য করে। আরও দাবি করা হয় ফিজেট স্পিনার অটিজম বা এডিএইচডি (ADHD) রোগীর জন্য কার্যকর। যদিও অটিজম বা এডিএইচডি(ADHD) রোগীদের জন্য চিকিৎসা হিসাবে ফিজেট স্পিনারগুলির কার্যকর কোন বৈজ্ঞানিক প্রমান পাওয়া যায় নাই। তারপরেও মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে বর্তমানে ফিজেট স্পিনার অত্যন্ত জনপ্রিয়।
বাংলাদেশে ২০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ফিজেট স্পিনার পাওয়া যায়।আপনি চাইলে কাগজ দিয়ে নিচের ভিডিও দেখে ঘরে বসেই একটি সুন্দর ফিজেট স্পিনার বানাতে পারেন।
ভিডিও
ভাল লাগলে নিচে টিউমেন্ট করতে ভুলবেন না।
এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি https://www.youtube.com/channel/UC5yC1rEZdLVtY6valqWLUFw থেকে ঘুরে আসুন এবং সাবস্ক্রাইব করুন।
আমি মোহাম্মদ আবু সায়েম সিদ্দিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো। গ্লুস্টিকের মেশিন কোথায় কিনতে পাওয়া যাবে?