কি লগার কি?- একটা আকামের প্রোগ্রাম যেটা আপনার পিসিতে থাকলে আপনি কিবোর্ডে যা যা টাইপ করবেন সেটা ওই প্রোগ্রামের লেখকের কাছে পৌঁছে দেয়।
ভয়াবহতা?- ধরুন আমি আপনার পিসিতে একটা কিলগার ছেড়ে দিয়ে আসলাম। এরপর থেকে আপনি যা কিছু লিখছেন (কোন সাইট ভিসিট করছেন, সেখানে পাসওয়ার্ড কি দিচ্ছেন) সব হ্যাক করে নিতে পারি। সবচাইতে ভয়াবহ ব্যাপার হচ্ছে বেশীরভাগ এন্টিভাইরাস সফটওয়্যার কি-লগার ডিটেক্ট করতে পারেনা।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা- উইন্ডোজ এক্সপি, সেভেন আর উবুন্টু ট্রিপল বুটে চালাই। সেভেনে এসেছি প্রায় বছরখানেক, এটাই সবচেয়ে বেশী ব্যবহার করা হয়। বেশীরভাগ সফটওয়্যার নামাই টরেন্ট থেকে, নামানোর পরে অবশ্যই ভাইরাস স্ক্যান করে নেই। গত ৫ বছরে ভাইরাসের কারনে কোন ঝামেলা পোহাতে হয়নি। আরামেই ছিলাম, কিন্তু সেই আরাম হারাম হল আজ
গতকাল রিলিজ পাওয়া আইডিএম- এর লেটেস্ট ভার্সন ৬.০৫ এর সাইলেন্ট ইন্সটলার ডাউনলোড করে ইন্সটল দিলাম। ইন্সটল হল ঠিকঠাক, চেক করে দেখলাম ভার্সন zoo -এর নামে রেজিস্টার্ড।
ফেসবুকে ঢুকে গুতালাম কিছুক্ষন, লগআউট করে ঢুকলাম সামুতে। আধাঘন্টা পর ফেসবুকে আবার ঢুকতে গিয়ে দেখি ঢুকতে দিচ্ছেনা, বলছে পাসওয়ার্ড রং! চট করে মাথায় আসলো, কিলগার নয়ত?!
ফর্গেট পাসওয়ার্ড অপশন নিয়ে জলদি পাসওয়ার্ড রিসেটের রিকোয়েস্ট পাঠালাম। তারপর অন স্ক্রিন কিবোর্ড অন করে মেইল বক্সে ঢুকে ফেসবুকে নতুন পাসওয়ার্ড দিলাম(অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার জরুরী নইলে আপনার নতুন পাসওয়ার্ডও কিলগার লেখকের কাছে পৌঁছে যাবে)
তারপর নামালাম ম্যালওয়্যারবাইটস । কুইক স্ক্যানেই পেয়ে গেল দুইটা কিলগার
ক্লীন করার পরও মনটা খচখচ করছে। উইন্ডোজ বাদ দিয়ে উবুন্তুতে পারমানেন্ট হব ঠিক করেছি। এত ক্যাচাল ভাল লাগেনা আর!
নতুন আইডিএম ৬.০৫ ফেলে একটু আগের ৬.০৩ লাগালাম আবার। একটু পুরানো হলেও রিলাইয়েবল। আমার শেয়ার করায় পাওয়া ৫৯২ জন ইউজারের কারো থেকে কোন অভিযোগ পাইনি।
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
খাইছে!!! আমি ও সাইলেন্স আই ডি এম সেট আপ করেছি। এখুনি চেক করতেছি।