ওয়্যারলেস নেটওয়ার্ক কিভাবে কাজ করে?

ওয়্যারলেস নেটওয়ার্ক

বেতার নেটওয়ার্ক( Wireless networks) কম্পিউটারের ডেটা প্রেরণ করতে তারের পরিবর্তে রেডিও তরঙ্গ ব্যবহার করে কাজ করে ।

এক এবং শুন্য

আমরা জানি যে কম্পিউটার ডেটা ডিজিটালি(digitally) প্রেরণ করে, বাইনারিতে বলতে হলে এক এবং শুন্য(+ and 0 ) । কম্পিউটার "এক এবং শুন্য" কে বীপ(beep) হিসেবে প্রেরণ করে । এই বীপ গুলো এত দ্রুত যে আমাদের শব্দ শোনার ক্ষমতার বাইরে । সাধারণ ভাবে এই বীপ গুলো শোনা অসম্ভব ।

মোর্স কোড

টেলিগ্রাফের উদ্ভাবনার সঙ্গে এই মোর্স কোড(Morse code) দ্বারাই এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পেরন করা সম্ভব হয়েছিল ।
কম্পিউটার ওয়ারলেস নেটওয়ার্ক ডাটা প্রেরণ অনেকটা মোর্স কোড(Morse code) এর মত কাজ করে ।
আমরা ইতিমধ্যে জানি যে মোর্স কোড বর্ণমালা প্রতিনিধিত্ব করার একটি রাস্তা, সুতরাং রেডিও থেকে একটি ডট(dot)(short beep) এবং একটি ড্যাশ(long dash) প্রেরণ করতে পারে, এটি একটি বাইনারি পদ্ধতি, এখানেই আমরা আমাদের কম্পিউটারের জন্য "এক এবং শুন্য" পেয়ে যাই ।

তাহলে কম্পিউটার ওয়ারলেস নেটওয়ার্কর জন্য আমাদের কম্পিউটার সাথে একটি রেডিও রিসিভার এবং ট্রান্সমিটার জুড়ে দিতে হবে । তাহলেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা পেরন করা সম্ভব হবে । যদিও এর অনেক বিস্তারিত ব্যাপার আছে, তবে মূলত ওয়ারলেস নেটওয়ার্কর এভাবেই কাজ করে ।

ফ্রেকুএঞ্চিএস

আপনি হয়ত ভাবতে পারেন যে কম্পিউটার কত দ্রুত এই বীপ গুলো পেরন এবং গ্রহন করতে পারে । কারন খুব বেশি স্পীড হলে তরঙ্গ জট্ট হতে পারে, ওয়ারলেস নেটওয়ার্কর এ সবচে বড় সমস্যা এটা, তাই ওয়ারলেস নেটওয়ার্কর একটি নির্দিষ্ট সিমানার মধ্যে থাকে ।

সর্ব প্রথম বেতার তরঙ্গ খুব উচ্চ কম্পাঙ্কশিল(high frequencies) ছিল,এই অর্থে আরো অনেক বেশি ডাটা প্রতি সেকেন্ড পাঠান যায় । বেশীরভাগ বেতার সংযোগ 2.4 গিগাহার্জ(2.4 billion cycles per second)এর একটি ফ্রেকুএঞ্চিএস(frequencies) ব্যবহার করে । যা কিনা আমাদের মোবাইল ফোন এবং মাইক্রোওয়েভ অনুরুপ ফ্রেকুএঞ্চিএস । কিন্তু এই তরঙ্গ বা ফ্রেকুএঞ্চিএস যত উচ্চ হবে তরঙ্গদৈর্ঘ্যে তত কম হবে, এরজন্য ওয়ারলেস নেটওয়ার্কর একটি সীমিত অঞ্চলের ওপর কেবল কাজ করে ।

ওয়ারলেস নেটওয়ার্ক এ ফ্রেকুএঞ্চ্য হপ্পিং(frequency hopping) নামে একটি বাইনারি পদ্ধতি ব্যবহার করে যা তাদেরকে সীমানার মধ্যে একটি বেধে দেওয়া ফ্রেকুএঞ্চিএস ব্যবহার করতে সাহায্য করে ।
তাই সব ওয়ারলেস ডিভাইস একটি মূল বাইনারি মান ব্যাবহার করে যা ৮০২.১১ (802.11) , আর এই সব ডিভাইসকে যুক্ত করে IEEE(Institute of Electrical and Electronics Engineers) মাধ্যমে , একই মান ব্যাবহার করাতে আজ ওয়ারলেস নেটওয়ার্ক ব্যবহার করা এত সহজ এবং সস্তা ।

Level 0

আমি আলফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছুই বুঝলাম না। হি হি হি। 🙁 কিছু মনে করবেন না আমি ছাত্র হিসেবে একটু গাধা টাইপের। তবে মনে হয় ভালো লিখেছেন। ধন্যবাদ।

এন্টেনার ওপর দিয়া গেল 🙁

    দুঃখিত , আমি হয়ত বুঝিয়ে লিখতে পারি নি

আমার এন্টেনার সিগন্যাল মিস হইছে 🙁 কেন মিস হলো এটা ব্যাখ্যা করেন হি হি হি……………. মনে হয় আমার মাথা কিলোহার্জ 😉

আলফা ভাই সুন্দর হয়েছে।

Level 2

মোবাইলের wifi দিয়ে ল্যাপ টপের wifi কিভাবে কানেক্ট করে মোবাইলে ব্রাউজ করা যায়?

আলফা ভাই, আপনার টপিক টা কিন্তু ফাটাফাটি ছিল। ধন্যবাদ।

ভাল টিউন। চালিয়ে যান………

Level 0

মোবাইলের wifi দিয়ে ল্যাপ টপের wifi কিভাবে কানেক্ট করা যায়

    প্রথমে আপনার ল্যাপটপে আড-হক(Ad-HOC) নেটওয়ার্ক বানাতে হবে ,
    ১) মোবাইল কে আড-হক নেটওয়ার্ক এ কানেক্ট করুন
    ২) কানেক্ট হয়ে IP এসাইং হতে কিছু সময় লাগবে

    যদি আপনার অপারেটিং ভিস্তা হয়, তাহলে জিফফ্য(Jiffy) দ্বারা কানেক্ট করুন, এতে ল্যাপটপের ইন্টারনেট মোবাইলে শেয়ার করতে পারবেন ।
    অথবা ল্যাপটপ এবং মোবাইলের মাঝে ওয়াইফাই রউটার ব্যাবহার করুন (উপরের ছবিটি দেখুন) ।