কখনো খেয়াল করেছেন বড় মার্কেটগুলোতে কিংবা কর্পোরেট হাইউগুলোতে প্রবেশের সময় সিকিউরিটি গার্ডরা ছোট্ট হাতল বিশিষ্ট একটা যন্ত্র দিয়ে আপনার শরীর চেক করে কিংবা কোথাও দরজার মত একটা গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে বলে? এমন অভিজ্ঞতা আমাদের অনেকেরেই রয়েছে। যে ছোট যন্ত্র কিংবা গেট দিয়ে আপনাকে চেক করা হয় সেটিকে বলে ইংরেজীতে Metal Detector বা ধাতু আবিষ্কারক।
সহজ কথায় মেটাল ডিটেক্টর বলতে এক প্রকার যন্ত্র বুঝায় যেটি আপনার শরীরের থাকা যেকোন ধাতব জিনিষ লুকানো আছে সেটি চেক করার কাজে ব্যবহার করা হয়। যেকোন ধাতব জিনিষ বলতে মূলত আগ্নেয়াস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ যাতে গুরুত্বপূর্ন স্থান সমূহে প্রবেশ করে নাশকতা করতে না পারে সেইজন্য এটি ব্যবহার করা হয়। হাত দিয়ে চেক করার ক্ষেত্রে অনেকসময় ধাতব বস্তুর অস্তিত্ব বুঝা যায় না এবং অনেক ক্ষেত্রে গায়ে হাত দিয়ে সার্চ করাও অস্বস্তিকর বিধায় সহজ সমাধান হিসেবে এই মেটাল ডিটেকটর ব্যবহার করা হয়। যুদ্ধক্ষেত্রে লুকানো বোমা খোঁজার ক্ষেত্রে কিংবা সোনা/রুপা খোঁজ ক্ষেত্রে মেটাল ডিটেকটরের ব্যবহার সারাবিশ্বে বহুত সমাদৃত।
মেটাল ডিটেক্টর কাজ করে বিখ্যাত গনিতবিদ James Clerk Maxwell এর বিখ্যাত সুত্র তড়িৎশক্তি দিয়ে চুম্বকশক্তি তৈরি এবং চুম্বকশক্তি দিয়ে তড়িৎশক্তি তৈরি i.e মাক্সওয়েল ইকুয়েশান দিয়ে। মাক্সওয়েল ইকুয়েশান কিভাবে কাজ করে মেটাল ডিটেক্টরের ক্ষেত্রে যাদের আগ্রহ আছে আরো বিস্তারিত জানার তারা এই লেখাটি পড়ে আসতে পারেন।
সহজ কথায় বলতে গেলে মেটাল ডিটেকটর কাজ করার প্রসেস ৫টি। ছবির মাধ্যমে বুঝার জন্য ডিটেইলস প্রসেসগুলো লিস্ট আকারে করে দিলাম।
বিশ্বে ব্যবহার করা মেটাল ডিটেক্টরগুলো দুইভাগে ভাগ করা যায়। তা হল;
বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড যেগুলো মেটাল ডিটেক্টর বানায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল Elektral, ESCOS এবং Garret। বাংলাদেশী কোম্পানীগুলোর সরাসরি অফিস না থাকলে এদের অনুমোদিত প্রতিষ্ঠান অনেকগুলো আছে যার মধ্যে Olefin Trade Corporation অন্যতম। আমরা দীর্ঘদিন থেকে অরিজিনাল Elektral, ESCOS এবং Garret এর কোয়ালিটি মেটাল ডিটেক্টর প্রোডাক্ট সরবরাহ করে আসছি। দাম কিংবা বিস্তারিত জানতে ফোন করতে পারেন 01979-300940 নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে। 😎
আমি আবদুল্লাহ আল সাব্বির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুনঃ http://olefins.com.bd
প্রিয় আবদুল্লাহ আল সাব্বির,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।