অনলাইনে সকল মুভি দেখার জন্য বেস্ট একটি ওয়েবসাইটের রিভিউ আপনাদের জন্য।

হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেক দিন পর আবার টেকটিউনে বসলাম টিউন করার জন্য। আশা করি আপনারা সাবাই ভালই আছেন। আজকে আমার টিউনের বিষয় একটি অনলাইন মুভি সাইট নিয়ে। এই সাইটে আপনারা সকল মুভি কোন রকম ঝামেলা ছাড়াই দেখতে অথবা ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত টিউনে চলে যাই।

সাইটের নাম : মুভিটপার ডট কম (MovieTopper.Com)

 

মুল সাইটটিকে সাজানো হয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরিতে। শুরুতেই রয়েছে মুভিস ইন থিয়েটার। এই ক্যাটাগরিতে আপনি পাবেন বর্তমান সময়ে থিয়েটারে চলমান মুভিগুল সরাসরি অনলাইনে দেখার সুযোগ।

সাইটির প্রধান তিনটি ক্যাটাগরি হচ্ছে মুভিস বাই জেনার, মুভিস বাই কান্ট্রি এবং মুভিস বাই ইয়ার

 

মুভিস বাই জেনার ক্যাটাগরিতে রয়েছে প্রধানত আপনার পছন্দের অ্যাকশান, হরর, কমেডি, থ্রিলিং,রোমান্টিক,হিস্টরিকাল সব ধরনের মুভি। সর্বমোট ২৩ ধরনের মুভি দিয়ে সাজানো হয়েছে এই ক্যাটাগরি যা আশা করা যায় যেকোনো মুভি লাভারের চাহিদা পুরন করতে সক্ষম।

 

মুভিস বাই কান্ট্রিতে আছে দেশ ভিত্তিক সকল মুভিগুল এখানে প্রায় ৬০ টি দেশের মুভি কালেকশন রয়েছে।

 

মুভিস বাই ইয়ার এ আছে ২০০০ সাল থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত মুক্তি প্রাপ্ত সকল মুভি এবং প্রতিদিন এ সাইটে নতুন নতুন মুভি অ্যাড হচ্ছে।

 

সাইটটির আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এটি মোবাইল রেস্পন্সিভ।  অর্থাৎ মোবাইলের ইউজাররাও অনেক আরামের সাথে সাইটটিতে মুভি দেখতে পারবেন।

কিভাবে আপনার পছন্দের মুভি সহজে খুজে পাবেন ?

সাইটটিতে রয়েছে এজ্যাক্স সার্চ অপশন যা আপনি সাইটটির উপরের দিকের নেভিগেসন মেনুতে খুজে পাবেন। এছারাও আছে একটি সার্চ বক্স যেখানেও আপনি আপনার কাঙ্ক্ষিত মুভিটি সার্চ করে খুজে পাবেন খুব সহজেই। তবুও বোঝার সুবিধারতে একটি গ্রাফিক্স নিচে দেয়া হল।

তাহলে দেরী কিসের ভিজিট করুন সাইটটি। সাইটটি  ভিজিট করতে এখানে ক্লিক করুন

টিউনটি কেমন লেগেছে সময় পেলে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি CrazyBlogger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় CrazyBlogger,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।