দেখে নিন কিভাবে একটি সাইটের সকল পপআপ এড ব্লক করবেন কোনো রকম এপ ছাড়াই

আসসালামু আলাইকুম,

ভাইসব, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। এখন আমি এমন একটা ট্রিক শেয়ার করতে যাচ্ছি। যেটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা অনেক ওয়েব সাইটে ডুকে বিরক্তবোধ করেন। তার একটাই কারন ওই ওয়েব সাইট গুলোতে অনেক বেশি পপআন্ডার এডস ব্যবহার করে।এখন আসল কথায় আসা যাক। কিভাবে এ সম্যস্যা থেকে মুক্তি পাবেন।

 সম্যস্যা সমাধানের উপায়ঃ

  • প্রথমে এই কাজের জন্য লাগবে ইউসি ব্রাউজার। যদি না থাকে থাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন।
  • তারপর ইন্সটল করে এপসটি ওপেন করুন।
  • এখানে মেইন কথা হল ইউসি ব্রাউজারে সর্বোচ্চ ২০টা ট্যাব খোলা যায় এখসাথে।
  • এখন আপনাকে প্রথমে ১৯টি ট্যাব ওপেন করতে হবে। তারপর ২০নম্বর ট্যাব ওপেন করে আপনার কাক্ষিত ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন কোন টিউনে ক্লিক দেন আর মজা নিন
  •  এখন দেখেন কোন পপআন্ডার এডস আপনাকে বিরক্ত করতে পারছে না।
  •  সমস্যা হল একটাই নতুন কোন ট্যাব খোলতে পারবেন না। যা করতে হবে কারেন্ট ট্যাবে করতে হবে।

আশা করি কাজ হবে। অনেকটা উপকারে আসবে। যদি কাজ হয় তাহলে ধন্যবাদ দিতে ভুল করবেন না কিন্ত।

ধন্যবাদন্তেঃ-
BDmusicBos.Com Team

Level 0

আমি আবু বকর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস