আমরা অনেকেই QR কোড কি?? কিভাবে কাজ করে ?QR code কোড এবং বারর্কোডে এর মধ্যে পার্থক্য কি? বুঝতে পারিনা। কিউ আর কোড বর্তমান সময়ে একটা জনপ্রিয় Handy Tool। যা দেখতে অনেকটা সাদা-কালো স্কোয়ার Shape এর মত যার মধ্যে কিছু তথ্য সংরক্ষন করা থাকে। আপনি যখন একটি Barcode Scan করবেন তখন Bar কোডে লুকনো থাকা Information টি খুব সহজে আপনার কাছে চলে আসবে। আর এই প্রযুক্তি টি যে কোনো শপিং থেকে শুরু করে যেমন, এডভারটিসিমেন্ট, ভিজিটিং কার্ড, ব্রুইসের, সব কিছুর জন্য এটি ব্যবহার করা হছে।
কোন গ্লোসারি স্টোরে আপনি লক্ষ্য করলে দেখবেন পণ্যের গায়ে ছোট্ট একটা ছবির মধ্যে সাদাকালো কমবিনেসন কিছু Vertical Line দেখা যায়। আপনি এখন বলতে পারেন এই লাইন গুলো আবার কি?এই লাইন গুলোর মধ্যে কিছু Numerical Format যেমন, 1,2,3,4,5,6 ইত্যাদি তথ্য সংরক্ষণ করা থাকে। আর এই সকল কোড Format কে আমরা বলে থাকি বার কোড।
এই কোড গুলোর অনেক ধরনে্র নাম আছে। যেমন – করে-কোড, কোড-১২৮, ম্যাক্সি কোড, কোড-৩৯, কোড ১৬ক,কোড বার ইত্যাদি।
আর এদের মধ্যে সবচেয়ে বেশী ব্যবহার করা হয় QR-code। QR কোড চেহারা দেখতে কিছুটা বার কোডের মত কিন্তু এদের ব্যবহার একটু আলাদা। কিউআর কোড মানে হল কুইক রেসপন্স কোড।সাধারনত একটি QR-code ৭০৮৯ টি digits এবং ৪২৯৬ টির বেশি Alphabet ধারণ করতে পারে! এই প্রযুক্তিতে সাধারণত কিছু নিউমেরিকাল নম্বর(০-9) এর উপর বেসড করে কাজ করে থাকে।
কিউআর কোডের তিন Corner Square Shape এর Block দেখতে পাওয়া যায়।এগুলাছাড়াও Timing Line, Error Correction Block এছারা আরও অনেক অংশ আছে যেখানে Programming Data থাকে। এছাড়া বাকি জায়গা গুলতে Data Store করা যায়।
আসুনআমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত জানি। এখানে সংখিপ্ত বনর্ণনা করা আছে ৷ নিচে ভিডিওটির মাধ্যমে ছবি সহ বিস্তারিত বিবরণ দেওয়া আছে ৷ আসা করছি আপনাদের বুঝতে কোন সমস্যা হবে না।
ভিডিওটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন। আমি যতটুকু জানি, ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম। আগামী টিউটোরিয়াল দেখতে চোখ রাখুন টেকটিউনস ডট কম ডট বিডি তে।
আমি পয়েন্ট জিরো সেকেন্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।