ফেসবুক সবার প্রিয় একটি সোসাল মাধ্যম। যেখানে আপনি সারাদিন ভালো ফ্রেন্ড গুলির সাথে কানেক্টেড থাকেন।কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ ফেক আইডি খুলছে আপনার নামে বা আপনার পরিচিত কারো নামে। অথবা আপনার বা আপনার পরিচিত কারো ছবি বা কোন তথ্য দিয়ে একাউন্ট খুলে আপনাকে বা আপনার পরিচত কারো জীবনটাকে অথিষ্ট করে তুলে।
তখন আমাদের প্রয়োজন হয় আইডি গুলি নষ্ট করার নয়ত নিজের আইডি বন্ধ রাখার।অথচ আপনি সামান্য কিছু কাজ করলেই একটা রিপোর্ট দিয়েও সেই একাউন্টি বন্ধ করে দিতে পারেন। ফেসবুক থেকে এই সুবিধা দিয়েছে আপনাকে বিরক্ত করে বা হেয় করে ফেসবুক কেউ ব্যবহার করতে পারবে না।
নিয়মবলীঃ-
প্রথমে এই ভিডিওটি ভালো করে দেখুনঃ
এবার আপনি ভিডিও দেখে যদি না বুঝেন তবে নিচের কাজ গুলি ফলো করুন
প্রথমে যেই আইডিতে রিপোর্ট দিবেন তার আইডিতে গিয়ে ফেক অপশন সিলেক্ট করে রিপোর্ট দিন
এর পর আবার রিপোর্ট এ গিয়ে Report this profile সিলেক্ট করুন তার পরে They're sharing inappropriate or offensive posts সিলেক্ট করুন Sexually suggestive সিলেক্ট করুন তার পর ডান/সাবমিট দিন। এবার আবার রিপোর্ট এ যান।Recover or close this account অপশন সিলেক্ট করুন Close This Account সিলেক্ট করে সাবমিট দিন।
কিছু সময় অপেক্ষা করুন নোটিফিকেশনে জানিয়ে দিবে একাউন্টি রিমুব করা হয়েছে।সব থেকে ভালো আপনারা ভিডিওটি দেখে ইজিলি রিমুব করতে পারবেন।
আমি নাঈমুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai ata kaj korlo na to