ইউটিউব চ্যানেল সাসপেন্ডেড? নতুন করে শুরু করার কথা ভাবছেন? তার আগে এই টিউনটি পড়ুন

এই লেখাটি মুলত, যাদের YouTube অ্যাকাউন্ট ban হয়ে গিয়েছে এবং নতুন করে সব কিছু শুরু করতে চাচ্ছেন কিন্তু আবারও সাসপেন্ড হয়ে গিয়েছে, তাদের জন্য। তবে যারা ইতিমধ্যে YouTube থেকে আয় করেন তাড়াও পড়ে দেখতে পারেন যদি ভবিষ্যতে আপনার প্রিয় Channel টিকে সাস্পেনশনের হাত থেকে বাঁচাতে চান।

একটা জিনিস মনে রাখবেন YouTube robot আপনার থেকে চালাক। আবার এটাও মনে রাখবেন একটা software কখনও মানুষের থেকে বুদ্ধিমান হতে পারে না। তাহলে এখন করনীয় কি?

প্রথমেই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এমন ভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে যেন আপনি একদম নতুন একটি মানুষ, আপনি আগে কোনদিন YouTube থেকে কিভাবে আয় করা যায় সে সম্বন্ধে জানেন না। এজন্য আপনাকে নতুন করে এডসেন্স অ্যাকাউন্টও খুলতে হবে।

এটা শুনে আপনার মন খারাপ হয়ে গেলেও কিছু করার নেই ভাইয়া। শুধু তাই না এডসেন্স এর জন্য নতুন address, bank account, Payee name সব কিছু পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার কোন আত্নিয়ের বা বন্ধুর address, bank account ব্যবহার করতে পারেন।

তাহলে এবার আসেন step গুলি দেখি কিভাবে channel suspend হওয়ার পর নতুনভাবে YouTube অ্যাকাউন্ট খুলবেন।

  • ১. প্রথমে একটি gmail account খুলুন। সবচেয়ে ভাল হয় নতুন করে account না খুলে যদি আপনার পুরনো কোন অ্যাকাউন্ট থাকে বা আপনার বন্ধুর অনেক আগে ক্রিয়েট করা অ্যাকাউন্ট থাকে যেটা সে এখন আর ইউজ করে না। অ্যাকাউন্ট এর বয়স 1+ হলে ভাল হয়। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে রাখবেন এই নতুন অ্যাকাউন্ট এর সাথে suspend হওয়া অ্যাকাউন্ট এর যেন কোন সম্পর্ক না থাকে like suspend হওয়া অ্যাকাউন্টএ রিকভারি মেইল বা ফোন নম্বর যেন নতুন অ্যাকাউন্ট এর রিকভারি মেইল এবং ফোন নাম্বার এর সাথে না মিলে যায়। মোটকথা, নতুন অ্যাকাউন্ট টা যে সম্পুর্ন একটা ভিন্ন মানুষ সেটা Google এর বেরসিক robot কে বুঝাতে হবে।
  • ২. এই স্টেপটি মূলত এডসেন্সে এপ্লাই করার জন্য। যদি নতুন gmail অ্যাকাউন্ট খুলেন তাহলে ভাই কিছুদিন off যান। অনেক হইছে, আর কত কাজ করবেন :)? একটু মজা করলাম। কিছুদিন পর blogspot.com এ গিয়ে একটি ব্লগ খুলুন। এবার ব্লগে কিছুদিন article টিউন করতে থাকুন। Article নিয়ে মাথা ঘামাবেন না। কোন একটা নিউজ সাইট থেকে নিউজ কপি করে এই ব্লগে পেস্ট করতে থাকুন। এভাবে প্রতি সপ্তাহে ৪-৫ টা টিউন করুন। তারপর ১ মাস পর এই ব্লগ সাইট দিয়ে এডসেন্স এর জন্য এপ্লাই করুন।এক্ষেত্রে একটা জিনিস আপনাদের মনে হয়তোবা আসতে পারে সেটা হল আমিতো YouTube দিয়ে হোস্টেড অ্যাকাউন্ট খুলতে পারতাম তাহলে কেন ব্লগস্পট বা ওয়েবসাইট দিয়ে এডসেন্সের জন্য এপ্লাই করতে যাব। কারণটা হল বিশ্বাস। YouTube দিয়ে হোস্টেড অ্যাকাউন্ট খোলা সহজ। এটা ৪-৫ মিনিটের কাজ। যে কেউ করতে পারে। কিন্তু ওয়েবসাইট দিয়ে এডসেন্স এপ্লাই করা তুলনামূল্ক সময়সাপেক্ষ, Google এটা অনুমান করে যে, যে ব্যক্তি কষ্ট করতে পারে সে long-term আয় করার চিন্তা মাথায় নিয়ে নেমেছে। So, সে spam বা কোন ধরনের illegal way তে যাবে না। তাই তার অ্যাকাউন্ট গুলাও তুলনামূলক সেফ থাকে।
  • ৩. যদি এডসেন্স অ্যাকাউন্ট approve হয়ে যায় YouTube এর ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। Blogspot টিতে আগের মত টিউন করতে থাকুন আরো ১ মাস। তারপর YouTube এ ভিডিও আপলোড করুন। বাট মনে রাখবেন ভিডিও আপলোড করেই যেন সাথে সাথে monetization on করবেন না। একটু সময় নিন। আর একটা জিনিস, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি ভিডিওতে যদি tag, description না থাকে তবে ban হওয়ার সম্ভাবনা কম থাকে। কারন YouTube robot এর algorithm এর একটি factor আছে যেটা tag and description এর উপর filtering করে decision নেয় যে channel suspend হবে কিনা।
  • ৪. কিছু গুরুত্তপূর্ণ টিপস channel suspend হওয়া থেকেঃ প্রথমে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে Google বা YouTube কখনই অযথা কারো বিরুদ্ধে অ্যাকশনে যায় না। তাই তাদেরকে গালাগালি না দিয়ে নিজে সতর্ক থাকুন। কারো টাইটেল, ডেসক্রিপশন কপি করবেন না। একটু পরিবর্তন করে ব্যবহার করবেন। একদিনে ১টির বেশি ভিডিও আপলোড করবেন না। বার বার ভিডিও আপলোড করে সেই ভিডিও ডিলিট করবেন না। Channel এর সব ভিডিও একবারে ডিলিট বা প্রাইভেট করবেন না। Spamming করবেন না, যেমন গনহারে অন্যের ভিডিও তে টিউমেন্ট করা, অন্যান্য user দেরকে গনহারে message পাঠানো ইত্যাদি ইত্যাদি। মোটকথা সীমা অতিক্রম করবেন না।

এই প্রসেসটি প্রায় ২ মাস সময়ব্যাপী। যারা এত লম্বা সময় দেখে হাই হুতাশ করছেন তাদের জন্য আবারও বলি সরি ভাইয়া, যেহেতু আপনার চ্যানেল সাসপেন্ড হয়েছে তাই এটা আপনার মেনে নিতেই হবে। আর যদি দ্রুত করতে চান তবে আবার সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তাই তাড়াহুড়া না করে ধীরসুস্থে আবার নতুন করে শুরু করুন।

Level 2

আমি moneypro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Very very thanks. onek sundor kore bolar jonno

সম্প্রতি অনেককেই বিভিন্ন ফ্রি ডাউনলোড সাইটে ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন হ্যাকিং সফটওয়ার ও ম্যালিসিয়াস ভাইরাসের কবলে পড়েছেন । তার মধ্যে অন্যতম হল www-searching .com
আজ দেখাবো কিভাবে এই ভয়ংকর ভাইরাসের হাত থেকে মুক্তি পাবেন ।
http://www.amraito.com/2016/12/www-searchingcom.html

একটা জিনিস আপনার সাথে একমত হতে পারলাম না Blogspot কপি পোষ্ট করে এপলাই করলে কি একাউন্ট পাওয়া যাবে

    Sohomot. same question from my side. Please answer.