আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি আল্লাহ্ এর অশেষ রহমতে ভালো আছেন। আমি জানি অনেকেই ভালো নেই এবং কেন নেই সেটাও মনে হয় জানি। যাই হোক আমার আজকের টিউন করবো বর্তমান সময় এর একটা সাধারন কিন্তু কঠিন বিষয় নিয়ে। হ্যাঁ সেটা হোল চাকরী বর্তমানে কিছু কিছু মানুষের কাছে চাকরী জেন হীরার হরিণ। আমরা যদি একটু চিন্তা করি এবং নিজেকে প্রশ্ন করি আমি যেখানে চাকরীর জন্য যাচ্ছি সেই চাকরীর জন্য নিজেকে কি তৈরি করেছি বা আমি কি সেই চাকরী পাবার মত যোগ্যতা রাখি। ৯০% + মানুষের উওর হবে না। ভাই তাহলে আমার প্রশ্ন আপনি কেন গিয়েছেন ওই খানে যেই কাজ আপনি ভালো জানেন না ???
এখন আসি সেই লক্ষে আমরা কি করতে পারি এর জন্য প্রথমে জেনে নেন বর্তমান সময় আপনাদের পড়া লিখার সেক্টর মানে আপনি যেই বিষয় এ পরালিখা করছেন ওই বিষয় এর সাথে সম্পৃক্ত কি কি কাজ আছে। এর পর যে কোন একটা কাজকে বেছে নিয়ে ওইটার উপর আলাদা ভাবে এক্সপার্ট হন দেখবেন আপনার চাকরী কনফার্ম হবেই।
এখন আসি আসলে আমার কি বিষয় এ এক্সপার্ট হউয়া দরকার এমন প্রশ্নের উত্তরে
ভাই আপনি প্রথমে দেখেন আপনার কোন বিষয় ভালো লাগে অনেক সময় নিজের ডিপার্টমেন্ট এর বাইরেও আপনার ভালো লাগা থাকতে পারে যেমন একজন সিভিল এর ছাত্র কম্পিউটার রিলেটেড কোর্স করে তার কাজের পথ সুগম করতে পারে এমন উধারন ভুরি ভুরি আছে আমি সুধু একটা উধারন দেবার জন্য বললাম।
আমি ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু বিষয় তুলে ধরলাম যেগুলা ওই ডিপার্টমেন্ট এর ছাত্র রা করে চাকরী বা কিছু একটা করে নিজের জীবনের পরিবর্তন আনতে পারে
১। কম্পিউটার ডিপার্টমেন্ট এর সেখার বিষয় সমুহ
গ্রাফিক্স ডিজাইন
ওয়েব ডিজাইন
ওয়েব ডেভেলপমেন্ট
৩ডি ম্যাক্স ও ৩ডি অ্যানিমেশন
ইত্যাদি
২। ET/ENT/EEE
PLC Automation Training
Micro-controller
Arduino
Basic Electronics
Electrical and House wiring
E-CAD
ইত্যাদি
৩। সিভিল
Auto CAD 2D 3D
আমার এ গুলাই এখন মনে আসলো তাই লিখে দিলাম আপনারা যে যেই ডিপার্টমেন্ট এর সে সেই ডিপার্টমেন্ট এর বিষয় এ ভালো জানবেন না জানলে গুগল মামা এর সাহায্য নেন।
এখন আসি এই সব বিষয় এ এক্সপার্ট হতে হলে হয় অনেক বেসি যানার পাশাপাশি অনুশীলন করতে হবে। অথবা কোন ভালো প্রতিষ্ঠানে ট্রেইনিং করতে হবে।
এখন প্রশ্ন হোল এমন ট্রেইনিং প্রতিষ্ঠান কোথায় পাবো, ভাই ক্ষুধা লাগলে খাবার কোথায় পান, বা অন্য কিছু দরকার হলে খবর কোথায় পান, একটু খোজ নেন ফেসবুক এ টিউন করেন আপনি কি বিষয় এ শিখতে চান দেখবেন অনেক ভাই ই আপনাকে সাহায্য করবে।
আমারও যানা সোনা প্রতিষ্ঠান আছে যারা খুবি ভালো সেখায় চাইলে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সঠিক পরামর্শ দিতে যাতে ভুল পথে না যান। অথবা বেকার জীবন আপনার জন্য অভিশাপ না হয়ে যায়, আপনি সুস্থ সবল মানুষ হয়েও জেন পরিবার, সমাজ, এবং দেশের বোঝা না হয়ে যান।
বর্তমানে বেকার সমস্যা মহামারী তে পরিনত হচ্ছে বেকার জীবন থেকে মুক্তি পেতে কেউ নিজেকে চাকরী করবো না চাকরী দেবো এমন পথে নিয়ে যাচ্ছে। আর কিছু মানুষ বেছে নিচ্ছে নেশার জগত অথবা কেউ কেউ করছে ছিন্তাই চুরি রাহাজানি ইত্যাদি। কিন্তু সুধু একটু বিচার বিশ্লেষণ করলে হয়ত এমন অন্ধকার জগতে নাম লিখাতে হত না। হতে হত না কলঙ্কিত হতে হত না সমাজের জন্য ক্ষতিকর প্রানি। হতে হত না ঘৃণার পাত্র।
এখন সময় আছে সিখুন জানুন নিজেকে ০ লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে সবার জন্য সান্তি বয়ে নিয়ে আসুন। নিজে নিয়ে যান অন্য রকম উচ্চতায়। এর পর দেখেন বন্ধু, পরিবার, সমাজ, দেশ আপনার ই গুনগান গাচ্ছে।
তাই সময় নষ্ট না করে আর গতানুগতিক পথে না হেটে নিজেকে দক্ষ করে গরে তুলুন চাকরী আপনাকে খুজে নেবে
সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে শেষ করছি আমার অগুছোল টিউন কোন রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দয়া করে।
আল্লাহ্ হাফেয
আমার কাছে কোন প্রকার সাহাজ্জের দরকার হলে অবশ্যই বলবেন আমাকে পাবেন
স্কাইপি তে :- dhrubo.tara
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...
khub dorkari post