আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে যে বিষয়টি নিয়ে বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাহল স্বপ্ন আর বাস্তবতা সত্যিই আজব এক জিনিস।
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর। বাস্তবতা মানুষকে কাঁদতে সাহায্য করে।
কি অদ্ভুত জীবন আমাদের। তবুও আমরা এই স্বপ্ন দেখি, নতুন করে বাচার আশায়।
সত্যিই জীবন বড় কঠিন, আর ভাগ্য বড়ই নিঠুর।
মানুষ যখন ভূল বুঝে সময়ও তখন দোষ খুঁজে বেড়ায়।
এটাই কি পৃথিবীর নিয়ম, নাকি নিয়তির নিষ্ঠুর আচরণ?
তখন বোঝা যায় জীবনটা বাস্তবতার কাছে কত অসহায়।
পৃথিবীতে সবচেয়ে বেইমান হল সময়। যা একবার চলে গেলে, আর ফিরে আসে না।
পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হল সুখ। যা হঠাৎ করে ভেসে আসা মেঘের
মতো হ্রদয়ে একটু উকি দিয়ে, আবার হাড়িয়ে যায় অজানার পথে।
পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হল ভালোবাসা। যা শুধু মানুষকে একা থাকতে সাহায্য করে।
পৃথিবীতে সবচেয়ে আপন হল দুঃখ। যা একবার এলে আর যেতে চায় না। জীবনকে আক্রে ধরে আজীবন ধরে।
টেকটিউনসস এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আরও নতুন প্রযুক্তির সুরে মেতে উঠার জন্য টেকটিউনসস আছে আপনাদের সাথে।
আজ আর নয় এই প্রয্ন্ত থাকল। আবার কোন এক সময় এসে হাজির হব টেকটিউনসস এর সাথে আপনিও থাকবেন আমাদের সাথে।
আপনার হাতে সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন আমি আপনার অপেক্ষায় থাকব।
আমি বিএল ইয়ামিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
blood a-
ভালো লাগল …