আসসালামালাইকুম, কোন ডায়ালগ না দিয়ে সরাসরি কাজের কথা শুরু করলাম।
অনেকে আজকাল দেখি টিভি সেল অথবা লাইভ স্ট্রীমীং নিয়ে কাজ করে কিন্তু খারাপ বিষয় যেটা সেটা হলোঃ
যারা কাজ করে তারা পায় ৪/৫ ভাগের ১ ভাগ। তাই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। যা যা দেখলামঃ
১. বিষয়টা অনেক সহজ ৪-৫ দিন বুঝিয়ে দিলে যে কেউ করতে পারবে
২. ব্লগ বানানো এবং হালকা কাস্টমাইজ জানতে হবে
৩. ল্যান্ডিং পেজ নিয়ে ধারণা অথবা ডিজাইন আইডিয়া থাকতে হবে
৪. যেহেতু এটা প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ সেজন্য একটু স্প্যামিং জানা থাকতে হবে
৫. Sports / Entertainment Affiliate এ জয়েন করে তাদের ব্যাপারগুলো বুঝতে হবে
৬. সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ একটু দক্ষতা বাড়াতে হবে
তাহলে আশা করি আপনি শুরু করতে পারবেন। অনেকে বলে ইনভেস্ট এর কথা। সব কিছু ঠিক এবং জানা থাকলে শুধু ডোমেইন-হোস্টিং কিনে আপনি শুরু করে দিতে পারবেন।
যার মূল্য খুব বেশি হলে ১২০০ - ২০০০ টাকা
এখন কথা হলো কাজটা শিখবেন কোথায়, কে শিখাবে, কোর্স ফি কত?
যদি বলি সব ফ্রি 🙂
সমস্যা নেই আমি কোম্পানির প্রচার করছি না, কারণ আমার সেক্টর ভিন্ন। আমি আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করলাম। নিজের অ্যাফিলিয়েট লিংকও দিমু না 🙂 টেনশন নিয়েন না।
ব্লগ কিভাবে তৈরী করবেন এবং কাস্টমাইজ করবেন তার বাংলা টিউটোরিয়াল অনলাইনে / ইউটিউবে দেওয়া আছে।
কিভাবে একটা মোটামুটি মানের ল্যান্ডিং পেইজ বানাবেন তারও তার বাংলা টিউটোরিয়াল অনলাইনে / ইউটিউবে দেওয়া আছে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরও বাংলা টিউটোরিয়াল অনলাইনে / ইউটিউবে দেওয়া আছে।
সব কমপ্লিট এখন কথা বাকি থাকলো Affiliate Site এবং কিছু স্প্যামিং
অ্যাফিলিয়েট সাইট অনেক আছে Ad center, Bet365 আরও অনেক গুগোল-এ Sports Affiliate অথবা TV Affiliate লিখে সার্চ দিলে বেশ ভালো ভালো লাইভ স্ট্রিমিং অ্যাফিলিয়েট সাইট পেয়ে যাবেন।
আর কি বাকি থাকলো ... কিছু স্প্যামিং ... হ্যাঁ এটা করার জন্য আপনাকে স্প্যামার গুরু হতে হবে না। মোটামুটি ব্যাসিক এর থেকে একটু বেশি জানলেই যথেষ্ট। কি করতে হবে এটা আমি নিজে আপনাদেরকে বলে দিবো।
কোন টিউন অথবা ভিডিও দিয়ে নয় ফেসবুকে ইনবক্সে বলতে পারি।
ভাবছেন বলতে আবার ফি চাইবো নাকি। না সম্পূর্ণ বিনামূল্যে।
তবে যারা নক করবেন আগে উপরের কাজ যদি সম্পূর্ণ করে দেখাতে পারেন তবেই আমি নিজে আগে দেখবো সব ঠিক থাকলে তবেই বলবো।
অযথা এসব ছড়াছড়ি করে লাভ নেই কারণ ২দিন পর আর কাউকে খুজে পাওয়া যায়না। পরিশ্রম বৃথা যায়। তাই। উপকার করবো যারা কিছু করতে চায় তাদের, হুদায় প্যাচাইয়া কোন লাভ নেই।
সবশেষে, আসল কথায় আসি যার জন্য আপনারা এত বড় একটা টিউন পড়লেন। ইনকাম কেমন হবে?
হুম এটা শুনে এবার একটু মজা লাগলো, কারণ সব কিছুই তো অরথ উপার্জনের জন্য করা সেটা আজ হোক আর ১০ বছর পর হোক।
এই কাজ ঠিক মতো যদি করতে পারেন তাহলে প্রতিদিন ২-১৫ ডলাার আয় করতে পারবেন। অনেকে এর থেকে বেশি পারে। আমি আবার বেশী বললে চাপা মারা হয়ে যাবে। যেটা রেগুলার হয় সেটাই বললাম।
পেমেন্ট ১০০ ডলার হলে তুলতে পারবেন। সমস্যা একটাই এদের বেশীর ভাগ সাইট পেপাল এ পেমেন্ট করে। সমস্যা নেই বেশ কিছু সাইট আছে যারা পেওনার / নেটেলার এ পেমেন্ট দিয়ে থাকে
সো আপনাদের যদি ভালো লেগে থাকে শুরু করতে পারেন। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার দিতে পারেন।
আল্লাহ হাফেজ
আমাকে কোথায় খুঁজবেন 😛 ফেসবুকে আমি
আমার সাইটটি একবার ঘুরে আসতে পারেন। আশা ক্রি একবার গেলে বার বার যাইতে মন চাইবে 🙂 ক্যারিয়ার সোর্স বাংলাদেশ
আমি মোঃ মানিক হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।