ভেলোরে চিকিৎসা সম্পর্কে কিছু ধরনা পর্ব-১

আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাই হোক আসল কথায় আসা যাক।

এডমিন টিউনটাকে কিভাবে দেখবে জানি না।তারপরও একটা সাহায্য/স্বাস্থ্য বিষয়ক টিউন। ভূলত্রুটি হলে ক্ষমা করবেন।

প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষে ভেলোরে কেনো যায় চিকিৎসার জন্য।

বাংলাদেশের ডাক্তারাও কিন্তু কোন অংশে ভেলোরের ডাক্তার থেকে কম না। তারাও যে বই বা যে প্রাকটিক্যাল গুলোর মাধ্যমে ডাক্তারী সার্টিফিকেট অর্জন করে বাংলাদেশের ডাক্তাররাও ঠিক সেভাবই করে তার পরও ওদের চিকিৎসা সেবা কেনো ভালো তা হয়তো আপনাদের বোধগম্য আছে। যাই হোক আমি ডাক্তার নিয়ে আলোচনা করতে চাই না। চিকিৎসা নিয়ে আমার মূল আলোচনা। আমাদের দেশের মানুষে বেশির ভাগ এখন উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে। আর সে সব হাসপাতালে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিএসসি হাসপাতাল (ভেলোর), সাই বাবা হাসপাতাল (বেঙ্গালুর)। আমি আজ আপনাদেরকে আমার অভিজ্ঞতা (সিএমসি) হাসপাতাল সম্পর্কে ধারনা শেয়ার করবো। সেখানে মানুষ যায় কারন।

 

১। উন্নত চিকিৎসা ব্যবস্থা।

২। বিশ্বমানের ডাক্তার।

৩। ডাক্তারী হয়রানীর আশঙ্কা একদম নাই।

৪। বাংলাদেশ থেকেও খরচ তুলনা মূলক কম।

৫। বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ।

৬। সমস্যা সনাক্ত করতে না পারলে মেডিকেল বোর্ড বসিয়ে সমস্যা সনাক্ত করন (মিনিমাম ৪/৫ ডাক্তার)

৭। বাড়তি ঔষধের ঝামেলা নাই।

৮। রোগ সনাক্ত করে তার পর ট্রিটমেন্ট।

৯। ডাক্তার রোগৗর সাথে খোলামেলা কথা বলা।

১০। ডাক্তারের ভালো ব্যবহার।

১১। কোন রকম ছলচাতুরি ছাড়াই সত্যটা বলা।

 

আমি কিছুদিন আগে ওখান থেকে যেয়ে আসছি। ওদের চিকিৎসার মান খুবই ভালো টেস্টে একটু খরচ বেশি।

ডাক্তারের খরচ

প্রাইভেট ৬৫০ প্রথম ডাক্তার ৫৫০ ২য় ডাক্তার।

জেনারেল ১৫০ টাকা।

 

জেনারেলে ডাক্তার দেখালে ওদের সিলেক্ট করা ডাক্তারকেই আপনাকে দেখাতে হবে। জেনারেলে ডাক্তার দেখাতে খরচ কম হলেও সময় অনেক বেশি লাগে। এ ক্ষেত্রে ১৫/১৬ দিন ও লেগে যেতে পারে।

 

প্রাইভেট ডাক্তার আপনি আপনার পছন্দ মত ডাক্তার দেখাতে পারবেন। প্রাইভেট ডাক্তার ২/৩দিনের মধ্যে পাওয়া দেখানো যায়।

 

ডাক্তার দেখানোর পরে আপনাকে প্রথমে টেস্ট দিবে। তবে মেডিসিন ডাক্তার অনেক সময় টেস্ট দেয় না। তবে ৯৮% ডাক্তার রোগী দেখার পর আগে টেস্ট দিয়ে রোগ সনাক্ত করে নিয়ে তার পর আপনার ট্রিটমেন্ট দিবে।

 

ডাক্তার রোগী দেখার পর যদি টেস্ট দেয় টেস্ট দেওয়ার পর আপনার হয়তো ২/১ দিন সময় লাগতে পারে আবার নাও লাগতে পারে দিনের দিন যদি টেস্ট হয়ে যায় তাহলে ডাক্তার আপনাকে বলে দিবে সেই দিন ই ৩.০০ টার ভিতরে যেতে। আর যদি কোন তারিখ দেয় যে অমুক তারিখে আসেন। তাহলে আপনার আবার এপয়েন্টমেন্ট করাতে হবে।

 

পরবর্তী এপয়েন্টমেন্ট

পরবর্তী এপয়েন্টমেন্ট যে কোন প্রাইভেট ডাক্তার পরবর্তী ৩ মাস পর্যন্ত ২২০ টাকা। জেনারেল ডাক্তার পরবর্তী ৩ মাস পর্যন্ত ৭৫ টাকা।

 

যাই হোক আজ এ পর্যন্ত। পরের পর্বে আরো বিস্তারিত আলোচনা করবো।

তবে দোয়া করি কারো যেনো চিকিৎসার জন্য ভেলোর যাওয়া না লাগে। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে।

 

সিএমসি হেল্প সম্পর্কে একটি পেজ আছে আপনারা চাইলে ওই পেজে লাইক দিয়ে আপনাদের প্রশ্ন জিজ্ঞাস করতে পারেন।আশা করি পেজ এডমিনি উক্ত বিষয় জানলে আপনাদের সাহায্য করবে। পেজ লিংক

 

অনেকে কলকাতায় গিয়ে দেরি করতে চান না সেদিন ই সিএমসির উদ্দেশ্যে রওনা হতে চান তাদের জন্য এবং বাংলাদেশ থেকে ট্রেন বা প্লেন টিকিট কেটে যেতে চান তারা এই পেজের এডমিনের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কম সময়ে টিকিট পেয়ে যাবেন। পেজ লিংক

 

 

আমার কাছে কিছু জানার থাকলে নক করতে পারেন। আমার ফেসবুক আইডি

ইমেইল: [email protected]

স্কাইপি:sarafat01

 

ভূলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

Level 0

আমি Sheikh Sarafat Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai khub Valo tune,Aro den……….